Showing posts with label সুনামগঞ্জ. Show all posts
Showing posts with label সুনামগঞ্জ. Show all posts

Wednesday 11 May 2022

জগন্নাথপুরে প্রবাসীর বাড়িতে প্রতিপক্ষের হামলা, ঘর ও সীমানা প্রাচীর ভাংচুর, থানায় মামলা

জগন্নাথপুরে প্রবাসীর বাড়িতে প্রতিপক্ষের হামলা, ঘর ও সীমানা প্রাচীর ভাংচুর, থানায় মামলা


নিজস্ব প্রতিবেদক: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জহিরপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ৪টি ঘর ও সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় জহিরপুর গ্রামের মৃত ইয়ারিছ মিয়ার ছেলে সিরাতুল আম্বিয়া টিপু বাদী হয়ে একই গ্রামের মৃত ওয়াজিব উল্লা ছেলে দ্বীনুল ইসলাম বাবুলকে প্রধান আসামী করে ২৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা (মামলা নং ১৩, তারিখ- ২৯-০৪-২০২২ইং) দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। গত ২৭ এপ্রিল রাতে জহিরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মামলার এজহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত ২৭ এপ্রিল রাতে লন্ডন প্রবাসী শেখ আব্দুল হক তারেক মিয়া গং ও মোঃ সিরাতুল আম্বিয়া টিপুর মালিকানা বাগান বাড়ীতে হামলা চালিয়ে ঘরবাড়ি ও সীমানা প্রাচীর ভাংচুর করেন একই গ্রামের দ্বীনুল ইসলাম বাবুল ও তার লোকজন। এসময় সিরাতুল আম্বিয়া টিপু ও লন্ডন প্রবাসী শেখ আব্দুল হক তারেক মিয়ার বাড়ীর কেয়ার- টেকার মোঃ আমির আলী জুয়েল তাদের বাধা দিতে চাইলে বিবাদী দ্বীনুল ইসলাম বাবুল ও তার সহযোগি আজিজুর রাজা চৌধুরী ওরফে আনা, শাহনাজ চৌধুরী, সৈয়দ এনামুল হক, সুজেল আহমদ ও রেজা ওরফে রাজা চৌধুরী সহ বিবাদীরা তাদের দুজনের উপর দেশীয় অস্ত্র দিয়ে আক্রমন করে আহত করে।

এজাহারে মামলার বাদী আরো উল্লেখ করেন, বিবাদীদের সাথে মৌরশি স্বত্ত ও দখলীয় বাড়ী (বাগান বাড়ী) ভূমি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। বিবাদীগণ অনেকদিন থেকেই বাদীর দখলীয় জয়হরিপুর মৌজার (জেএল নং- ১১১, খতিয়ান নং- ২৩০, দাগ নং- ৩৯০, পরিমান ০.১৬ একর, খতিয়ান নং- ১৪৮, দাগ নং- ৩৯০ পরিমান ০.১৮ একর, দাগ নং ৩৯০ পরিমান ০.১৪ একর) সর্বমোট আট চল্লিশ শতক ভূমি অন্যায় আত্মসাৎ করতে উঠেপড়ে লেগেছিল। এরজন্য তারা বিভিন্ন অপকৌশল অবলম্বনসহ নানাভাবে হুমকী- ধামকি দিয়ে আসছিল বলে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে মামলার বাদী ভুক্তভোগী মোঃ সিরাতুল আম্বিয়া টিপু জানান, অনেক দিন থেকেই তারা আমাদের জায়গাটি দখলের জন্য লিপ্ত ছিল।ঘটনার দিন এক্সেভেটর মেশিন ও তাদের হাতে থাকা সাবল, বড় হেমার দিয়ে আমাদের ৪ টি ঘর ও সীমানা প্রাচীর ভাংচুর করে এক কোটি বিশ লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে। এ ঘটনায় মামলা দেওয়ার পর থেকে আসামীরা আমাকে ও মামলার স্বাক্ষীদেত বিভিন্ন ভাবে হয়রানী ও প্রানে হত্যার হুমকি দিচ্ছি। তিনি নিরাপত্তার জন্য প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই জায়গাটি নিয়ে আদালতের নিষেধাজ্ঞার একটি বিষয় আমি শুনেছি, তবে আমাদের কাছে আদালতের কাগজপত্র এখনো এসে পৌছায়নি। আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত আসামীরা আদালত থেকে জামিন লাভ করেছে। তাই তাদের গ্রেপ্তার করা যাচ্ছেনা। আর যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য পুলিশ সতর্ক রয়েছে। এই জায়গায় আদালতের কোন নিষেধাজ্ঞা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদলতের নিষেধাজ্ঞা সংক্রান্ত কোন কাগজপত্র আমাদের কাছে এখনো আসেনি। আসলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। 

Sunday 17 April 2022

বাড়ছে নদ-নদীর পানি: সিলেট-সুনামগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি

বাড়ছে নদ-নদীর পানি: সিলেট-সুনামগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি

ফাইল ছবি


হাওর অঞ্চলের নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। দুটি নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন পূর্বাভাস দিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও হবিগঞ্জ জেলার প্রধান নদ-নদীর পানির সমতল বাড়ছে।
 
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, রোববার (১৭ এপ্রিল) নাগাদ দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশের কতিপয় স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এই অবস্থায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রধান নদ-নদীগুলোর পানির সমতল কতিপয় স্থানে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দ্রুত বাড়তে পারে। ফলে, সুরমা নদী সুনামগঞ্জ জেলায় বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে এবং ধনু-বাউলাই নদী নেত্রকোণা জেলার কতিপয় পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

সোমবার নাগাদ সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশােরগঞ্জ জেলায় আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে।

বর্তমানে সুরমা নদী পানি কানাইঘাটে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে, সিলেটে ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর গোয়াইন নদীর পানি সারিঘাটে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে এবং গোয়াইনঘাটে বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবো জানিয়েছে, বিভিন্ন নদ-নদীতে তাদের পর্যবেক্ষণাধীন ৩৯টি স্টেশনের মধ্যে শনিবার (১৬ এপ্রিল) পানির সমতল বেড়েছে ২৬টিতে, কমেছে ১২টিতে, একটির পানির সমতল অপরিবর্তিত আছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের উত্তর-দক্ষিণ পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়াে হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়াে হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানােসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া রাজশাহী, পাবনা, নওগাঁ ও যশাের জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা আকারে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত ওঠে যেতে পারে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে, এক মিলিমিটার। 

Sunday 26 September 2021

দক্ষিণ সুনামগঞ্জে জিংক ধান বাজারজাতকরণ শীর্ষক আলোচনা সভা

দক্ষিণ সুনামগঞ্জে জিংক ধান বাজারজাতকরণ শীর্ষক আলোচনা সভা



হারভেষ্ট প্লাস বাংলাদেশ এর সহায়তায় এফআইভিডিবির উদ্যোগে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগন্জস্হ এফআইভিডিবির সেন্ট্রাল প্রশিক্ষণ কেন্দ্রে গত বৃহস্পতিবার দূপুরে জিংক ধানের বীজ বিক্রেতাদের সাথে জিংক ধান বাজারজাতকরন শীর্ষক আলোচনা সভার  আয়োজন করা হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি (বীজ বিপনন) সিলেট এর উপপরিচালক সুপ্রিয় পাল। 

এফআইভিডিবির কোর্ডিনেটর মুহাম্মদ দেলওয়ার হোসেনেরর সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার সৈয়দ রাকিব এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  হারভেষ্ট প্লাস বাংলাদেশ এর সিভিসি প্রজেক্ট কোর্ডিনেটর আবু হানিফা, সিভিসি প্রজেক্ট অফিসার রুহুল কুদ্দুস।

ভার্চুয়ালে অংশ গ্রহণ করেন হারভেষ্ট প্লাস বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার ডক্টর খায়রুল বাশার। 

সভায় উপজেলার বীজ ডিলার, কৃষক,বীজ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সভায় জিংক ধান বাজারজাত করনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহন ও বাস্তবায়নে  সকলের সহযোগীতা কামনা করা হয়।

Tuesday 31 August 2021

ছাতকে বিয়ের আড়াই মাসের মাথায় শ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও

ছাতকে বিয়ের আড়াই মাসের মাথায় শ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও



সুনামগঞ্জের ছাতকে বিয়ের আড়াই মাসের মাথায় শ্যালিকাকে (স্ত্রীর মামাতো ছোটবোন) নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে সুমন মিয়া (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে।


সোমবার কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাতক ও কোম্পানীগঞ্জ উপজেলাজুড়েই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আড়াই মাস আগে কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলম গ্রামের বতুমিয়ার কন্যা রুনা বেগমের সঙ্গে ছাতক উপজেলার সদর ইউপির চারচিরা গ্রামের আব্দুল খালিকের পুত্র সুমন মিয়ার (২৫) বিয়ে হয়। সুমন তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে তার শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াত করতেন।


একপর্যায়ে তার শ্যালিকার (স্ত্রী মামাতো ছোটবোন) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগে জানা যায়, গত সোমবার ভোরে শ্যালিকাকে সঙ্গে নিয়ে সুমন মিয়া কোম্পানীগঞ্জ এলাকা থেকে উধাও হয়ে যায়।

পরিবার সূত্রে জানা গেছে, মামাশ্বশুরের ঘরে রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালংকারসহ শ্যালিকাকে নিয়ে উধাও হয়ে যায় সুমন মিয়া।

এ বিষয়ে মামাশ্বশুর জানান, তার মেয়ের খোঁজ জানতে সুমন মিয়ার বাড়িতে গেলে রুনা বেগমকে মারধর করে এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে তাকে কৌশলে তাড়িয়ে দেয়।


এ ব্যাপারে ছাতক সদর ইউপির মেম্বার ইব্রাহিম আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্যালিকা ছাতকে সুমন মিয়ার বাড়িতে তার সঙ্গেই আছে।

Monday 5 July 2021

ছাতকে দফায় দফায় সংঘর্ষ : গুলিবর্ষণ, আহত ৩০

ছাতকে দফায় দফায় সংঘর্ষ : গুলিবর্ষণ, আহত ৩০



সুনামগঞ্জের ছাতকে দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ৩০ ব্যক্তি আহত হয়েছেন। পূর্ব বিরোধের জের ধরে রোববার (৪ জুলাই) উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী খঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত ১২জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৪ জুলাই) উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী খঞ্চনপুর গ্রামে আজিজুর রহমান ও মাসুক মেম্বার এবং সাবাজ মেম্বার ও হাসনাতের পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

জানা যায়, রোববার দুপুরে পূর্ববিরোধ ও গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে দু'পক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আজিজুর রহমান ও মাসুক মেম্বার এবং সাবাজ মেম্বার ও হাসনাতের পক্ষদ্বয় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের উপর বন্দুক দিয়েও গুলি চালানোর অভিযোগ উঠে। দফায় দফায় প্রায় ঘন্টাখানেক সংঘর্ষে চলে।

খবর পেয়ে জাহিদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

ততক্ষণে সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৩০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত আবদুর রহিম (৬০), তালেব মিয়া (৫২), তুহেল মিয় (৩৮), তাহের আহমদ (২২), ইমন আহমদ (১৯), আবদুস সামাদ (২৬), নয়ন আহমদ (২৩), মিলন (২০), সায়মন (২৬), আবদুল্লা আল মামুন (১৭),আজিজ (৪০), জামাল (৩৫)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে ৪জনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রে জানা গেছে। অন্যান্য আহতদের স্থানীয় ভাবে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপরে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পলাশ চন্দ্র দাশের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেন নি। তবে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন জানান, বর্তমানে সেখানের পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। কোন পক্ষ এখনও লিখিত অভিযোগ দেয় নাই। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ৪-৫ জন গুলিবিদ্ধ আছে।

Thursday 18 March 2021

ইয়াবার চালানসহ ৩ ভারতীয় অবৈধ অনুপ্রবেশকারী গ্রেফতার

ইয়াবার চালানসহ ৩ ভারতীয় অবৈধ অনুপ্রবেশকারী গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে তিন ভারতীয় অবৈধ অনুপ্রবেশকারী পেশাদার মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গতকাল বুধবার বিকেলে উপজেলার শ্রীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি দল।  

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের র‍্যাব ৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো.শরীফুল ইসলামের নেতৃতে মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইন এর সহযোগীতায় সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সুনামগঞ্জের দোয়ারাবাজারের শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়। তারা হল- ভারতের মেঘালয় জেলার সাইগ্রাফ থানার কালটেক গ্রামের মৃত প্রেমানন্দ দাসের ছেলে লিটন দাস (২৭), একই এলাকার মৃত কার্তিক দাসের ছেলে সুরঞ্জিত দাস (২৪) ও কৃপেন্দ্র দাসের ছেলে সাদব দাস (২১)। এসময় তাদের কাছ থেকে ৩৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক পিস বিদেশী মদ জব্দ করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে তাদের ৩ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Monday 15 March 2021

দিরাইয়ে লাঠি হাতে তেড়ে গেলেন মামুনুল হক!

দিরাইয়ে লাঠি হাতে তেড়ে গেলেন মামুনুল হক!

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ে সংগঠনের শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে সোমবার সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলায় যান হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা।

এ সময় হেলিকপ্টারটি দিরাই মজলিসপুর গ্রামে পৌঁছলে এলাকার লোকজন ছবি তোলার জন্য হেলিকপ্টারের সামনে দৌড়ে যান। প্রচণ্ড ভিড়ের কারণে হেলিকপ্টার থেকে নামতে পারছিলেন না হেফাজত আমির আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী। 

ঠিক তখনই হেলিকপ্টার থেকে নামেন মামুনুল হক। বাবুনগরীর নিরাপত্তার জন্য নিজেই স্বেচ্ছাসেবকের ভূমিকায় অবতীর্ণ হন। এক পর্যায়ে জনতার ভিড় সামলাতে না পেরে লাঠি হাতে তাড়া করতে বাধ্য হন তিনি; যাতে বাবুনগরীকে নিরাপদে সমাবেশস্থলে নিয়ে যাওয়া যায়।

পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে হেফাজত আমিরকে কোলে করে হেলিকপ্টার থেকে নামান স্বেচ্ছাসেবকরা। পরে তাকে হুইলচেয়ারে করে দিরাই হাফেজিয়া হোসাইনিয়া মাদ্রাসায় নিয়ে যান মামুনুল হক। ​

শাহীনুর আলম শাহিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ভিড়ের কারণে বাবুনগনরীকে হেলিকপ্টার থেকে কোনোভাবেই নামানো যাচ্ছিল না। পরে হেফাজত আমিরের নিরাপত্তার জন্য মামুনুল হক নিজেই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন। অবাধ্য জনতাকে সামলাতে লাঠি হাতে তাড়া করতে বাধ্য হন তিনি।

এসময় ক্ষুব্ধ হয়ে মামুনুল হক বলেন, ইসলামের কথা বলার জন্য আজ দিরাই এসেছি। সেলফি ওঠাতে আসিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশে টিকটক, সেলফি আর ফেসবুক লাইভ নিয়ে সবাই ব্যস্ত। কেন ভাই? ওইসব ছাড়া কি আপনাদের কোনো কাজ নাই? আপনাদের মাথায় কি সমস্যা আছে যে লাইক পাওয়ার জন্য সব জায়গায় সেলফি তুলতে হবে?

প্রসঙ্গত, শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে হেলিকপ্টারে চড়ে সুনামগঞ্জের দিরাই উপজেলায় যান হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী। এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর আল্লামা নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনাইদ আল-হাবিব, যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক, যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনিরসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন।