Saturday, 22 March 2025
Tuesday, 18 March 2025
ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে ডাকাতির অভিযোগ
Wednesday, 12 March 2025
সিলেটে তরুণীকে দলবেঁধে ধর্ষণ, আটক ২
Thursday, 30 November 2023
সিলেট বিভাগে তৃণমূল বিএনপির ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
Sunday, 8 January 2023
কুলাউড়া ট্রাজেডি : ‘অন্তিম শয়নে তারা’
Wednesday, 11 August 2021
রেকর্ড ব্রেকঃ সিলেটে একদিনে ২২ মৃত্যু
Tuesday, 10 August 2021
সিলেটজুড়ে গ্যাস সংযোগ চালুর দাবি
Tuesday, 3 August 2021
সিলেটে আরোও ৪৩৯ জনের দেহে করোনা শনাক্ত
সিলেটে নতুন করে আরোও ৪৩৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের দেহে করোনা পজিটিভ আসে।
এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ২৮১ জনের দেহে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।
Thursday, 15 July 2021
সিলেটে ২৪ ঘন্টায় ৫৩৮ করোনা রোগী শনাক্ত
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৫৩৮ করোনা রোগী শনাক্ত হয়েছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রেরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫৩৮ জনের মধ্যে সিলেট জেলায় ২৩১ জন, সুনামগঞ্জে ৬৫, হবিগঞ্জে ৯৯ ও মৌলভীবাজারে ৯১ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫২ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস।
একই সময়ে র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে সিলেট বিভাগে আরও ৭৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে সিলেটের ২২, সুনামগঞ্জের ৩১, হবিগঞ্জের ১৬ ও মৌলভীবাজারের ১০ জন।
একই সময়ে বিভাগে মহামারি করোনায় মারা গেছেন আরও ৩ জন। এর মধ্যে সিলেটে ১, সুনামগঞ্জে ১ ও হবিগঞ্জে ১ জন।
এদিকে, সিলেট বিভাগের চার জেলায় বর্তমানে হাসপাতালে করোনা রোগী ভর্তি আছেন ৪৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৪১, সুনামগঞ্জে ৪০, হবিগঞ্জে ৩১ ও মৌলভীবাজারে ৪০ জন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৭৭জন। এর মধ্যে সিলেট জেলার ১৬৭ জন, হবিগঞ্জ জেলার ২৪ জন ও মৌলভীবাজার জেলায় ৮১ জন। এছাড়াও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া ৫ জন করোনামুক্ত হয়েছে।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৩১ হাজার ৪২৯ জন। অন্যদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৫ হাজার ৮৯৫ জন।
আর এ পর্যন্ত সিলেটে করোনার ছুবলে প্রাণ হারিয়েছেন মোট ৫৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৩৮, সুনামগঞ্জে ৪০, হবিগঞ্জে ২৫ ও মৌলভীবাজারে ৪২ জন।
Thursday, 18 June 2020

সিলেটের রয়েছে স্বতন্ত্র ভাষা ও বর্ণমালাঃ মুক্তিযোদ্ধা আমান উদ্দিন
অধুনালুপ্ত সিলেট জেলা বর্তমানে বাংলাদেশের একটি সমৃদ্ধশালী বিভাগ। সিলেট সদর, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা নিয়ে গঠিত সিলেট বিভাগ। দুটি পাতা ও একটি কুঁড়ি বললেই মনের মধ্যে ভেসে উঠে সিলেট অঞ্চলের কথা। কী অপূর্ব সুন্দর এই পুণ্যভূমি। এর প্রাকৃতিক সৌন্দর্যের কথা বর্ণনা করতে গিয়ে অনেকেই কাশ্মীরের রাজধানী শ্রীনগরের সাথে তুলনা করে এর নামকরণ করেন শ্রীভূমি হিসেবে।
আল্লাহর দান প্রাকৃতিক সম্পদে ভরপুর এ ভূমি। এখানকার পাথর-বালি দিয়ে সারা দেশের ইমারত ও রাস্তাঘাটের উন্নয়নমূলক কাজ চলে। বৃটিশবিরোধী আন্দোলন থেকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সিলেট বিভাগের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। মুক্তিযুদ্ধের প্রধান সিপাহশালা ছিলেন বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানী। এবং তাঁর ডিপুটি প্রধান ছিলেন হবিগঞ্জের এম,এ রব।
এছাড়া হযরত শাহজালাল (রঃ)-এর পুণ্যস্মৃতি বিজড়িত সিলেটভূমি সাধক, পীর, দরবেশ, ওলি-আউলিয়ার চারণভূমি হিসেবে পরিচিত। খোদার অপরিসীম মহিমায় সিলেট অঞ্চলের মাটির সাথে আরব দেশের মাটির মিল খুঁজে পাওয়া যায়।
কথিত আছে, ইয়েমেন থেকে একমুষ্টি মাটি নিয়ে ওলিকুল নয়নমণি হযরত শাহজালাল (রঃ) ৩৬০ আউলিয়া-সহ তাঁর মামার আদেশে সিলেট আসেন। সিলেট আসার পূর্বে তাঁর মামা তাঁর হাতে একমুষ্টি মাটি দিয়ে বলেছিলেন যেখানে গিয়ে এই মাটির রঙ ও গন্ধের মিল খুঁজে পাবে সেখানেই তুমি বসতি স্থাপন করে দ্বীন প্রচার করবে। পরবর্তীতে হযরত শাহজালাল (রঃ) তাঁর সঙ্গে আনীত মাটির সাথে সিলেটের মাটির মিল খুঁজে পান এবং এখানেই বসতি স্থাপন করে ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন।
বিভিন্ন কারণে অতীতে অনেকবার সিলেট নামের অনেক রদবদল হয়েছে। সিলেট অঞ্চলের বিশিষ্টতার অনেক অনেক কারণ রয়েছে। তারমধ্যে সিলেটের বাংলা ভাষার মতো স্বতন্ত্র একটি ভাষা ও বর্ণমালা রয়েছে। সিলেটের বর্ণমালার নাম নাগরী লিপি। সিলেটের ভাষা ও বর্ণমালা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আর এ ভাষাকে আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ করার জন্য সমস্ত সিলেট বিভাগের কিছু তরুণকর্মী নিরলসভাবে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন। আমি আন্তরিকভাবে তাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।
……মুক্তিযোদ্ধা মোঃ আমান উদ্দিন।