Showing posts with label মৌলভীবাজার. Show all posts
Showing posts with label মৌলভীবাজার. Show all posts

Sunday 3 April 2022

মৌলভীবাজারে একসঙ্গে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

মৌলভীবাজারে একসঙ্গে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই চা বাগানে বিষপানে তরুণ-তরুণী বিষপানে আত্মহত্যা করেছে।শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তারা বিষপান করলে হাসপাতালে নেয়ার পথে দুপুরে মৃত্যু হয়।

স্থানীয় বসু গোয়ালা জানান, দলই চা বাগানের লছমী লাইনের হারাধন সাঁওতালের ছেলে বিপুল সাঁওতালের (২২) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই বাগানের নতুন লাইনের কৃষ্ণ মাদ্রাজীর মেয়ে গীতা মাদ্রাজীর (১৬)। কিন্তু সেখানকার প্রথা অনুসারে এই দুই সম্প্রদায়ের মধ্যে বিয়ে হয় না। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ১০/১২ দিন পূর্বে গীতাকে নিজ বাড়িতে নিয়ে আসে বিপুল সাঁওতাল। বিষয়টি বিপুলের পরিবার মেনে নিতে পারেনি।

এ নিয়ে প্রায়শই পরিবারের সঙ্গে ঝগড়া হতো বিপুলের। শনিবার সকালে বিপুলের মা কুসুম সাঁওতাল অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের। আর এতে অভিমান করে তারা একসঙ্গে বিষপান করে।

তিনি আরও জানান, তাদের উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারের পরামর্শে তাদের মৌলভীবাজার নেয়া হয়। মৌলভীবাজার হাসপাতালে গীতা মাদ্রাজী মারা যায়। সেখান থেকে বিপুল সাঁওতালকে সিলেটে রেফার্ড করলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান আসিদ আলী জানান, মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ এলাকায় আনা হবে।

কমলগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইশতিয়াক আহমদ জানান, পরিবার চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Sunday 27 March 2022

কুলাউড়ায় পাখির বাসা খুঁজতে গিয়ে টিলা ধ্বসে প্রাণ গেল ৩ শিশুর

কুলাউড়ায় পাখির বাসা খুঁজতে গিয়ে টিলা ধ্বসে প্রাণ গেল ৩ শিশুর


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে মাটিচাপায় তিন পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ মার্চ) দুপুরে ভাটেরার রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত তিন শিশুর মধ্যে ভাটেরার পশ্চিম ইসলামনগরের তছিবুর রহমানের ছেলে সুমন মিয়া, আব্দুস ছালামের ছেলে নাহিদ আহমদ ও আব্দুল করিমের ছেলে আব্দুল কবির।

স্থানীয় সূত্রে জানা যায়, রাবার বাগানের ভেতর ঘাগরাছড়া টিলায় তিন শিশু পাখির বাসা দেখতে পেয়ে টিলার গর্তে ঢুকে যায়। সেখানে ঢোকামাত্রই মাটি ধসে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় সংবাদমাধ্যমকে বলেন, কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে মাটিচাপায় তিন শিশু মারা গেছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। 

Wednesday 23 February 2022

 কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে পথশিশুর পা বিচ্ছিন্ন

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে পথশিশুর পা বিচ্ছিন্ন

কুলাউড়া রেলস্টেশনে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে ডান পা হারিয়েছে ১০ বছরের এক পথশিশু। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ওই শিশুটি স্টেশন এলাকায় থাকে। তাৎক্ষণিক তার নাম জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ের স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া রেলস্টেশনে ঢুকছিল। এ সময় রেললাইনে রাখা একটি বোতল কুড়াতে যায় ওই পথশিশুটি। স্টেশনে ট্রেন ঢুকায় লোকজন চিৎকার-চেঁচামেচি করে বাধা দিলেও বোতলটি কুড়াতে গিয়ে পথশিশুটির ডান পা ট্রেনের নিচে কাটা পড়ে যায়। 

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়।

Tuesday 1 February 2022

মৌলভীবাজারে আমেরিকায় পড়তে যাওয়ায় ঝর্ণা'র পরিবার ‘সমাজচ্যুত’

মৌলভীবাজারে আমেরিকায় পড়তে যাওয়ায় ঝর্ণা'র পরিবার ‘সমাজচ্যুত’


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মেয়ে ঝর্ণা চৌধুরী। তিনি উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমান গত ২৬ ডিসেম্বর।

ঝর্ণা অভিযোগ করেছেন, তাকে বিদেশ পাঠানোয় দেশে তার পরিবারকে সমাজচ্যুত করেছে স্থানীয় মসজিদ কমিটি।

এই অভিযোগ লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দিয়েছে ঝর্ণার পরিবার।

ইউএনও জানিয়েছেন, এ ঘটনায় মসজিদ কমিটিকে সতর্ক করা হয়েছে। আর স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেছেন, বিষয়টা ভুল বোঝাবুঝি।

ঝর্ণার বাবা আব্দুল হাই চৌধুরী সোমবার ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন।

তাতে বলা হয়েছে, ঝর্ণা ২০০৮ সাল থেকে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ছিলেন। একটি সামাজিক সংগঠনের প্রধান সমন্বয়কও ছিলেন তিনি। নারী অধিকার নিয়ে তিনি বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এ কারণে এলাকার কিছু মানুষের বিরাগভাজন হন ঝর্ণা।

আব্দুল হাই জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝর্ণার নামে কুৎসা রটান কিছু লোক। এ ঘটনায় শাহপরাণ থানায় জিডিও করেছিলেন ঝর্ণা। পরে গত ২৬ ডিসেম্বর উচ্চশিক্ষার জন্য আমেরিকা চলে যান।

অভিযোগে আরও বলা হয়, আমেরিকায় অবস্থানরত ঝর্ণার ছবি ফেসবুকে ছড়িয়ে এলাকায় নানা অপবাদ প্রচার করে একটি গোষ্ঠি। বলা হয়, ঝর্ণা নাস্তিক হয়ে গেছেন। এরপর স্থানীয় মসজিদ কমিটি সভা ডেকে আব্দুল হাইয়ের পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা দেয়। এ ঘটনায় তিনি সামাজিকভাবে চাপে আছেন।

এ বিষয়ে কথা হয় যুক্তরাষ্ট্রে থাকা ঝর্ণার সঙ্গে।

তিনি বলেন, ‘গত ২৬ ডিসেম্বর আমি উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় আসি। ২৭ ডিসেম্বর থেকে স্থানীয় একটি মৌলবাদী গোষ্ঠি ফেসবুকে আমাকে নিয়ে কুৎসা রটাতে থাকে। বিদেশ গিয়ে ছোট কাপড় পরছি, নাস্তিক হয়ে গেছি- এই সেই নানা কিছু গল্প তারা তাদের মতো বানাতে থাকে।

‘পরদিন শুক্রবার স্থানীয় ভাটেরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পঞ্চায়েত কমিটি আমার বাবা আব্দুল হাইকে সালিশ বৈঠক ডাকেন। গুরুতর অসুস্থ থাকায় বাবা যেতে পারেননি। তাই ক্ষিপ্ত হয়ে মসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি মাখন মিয়া ও সম্পাদক আমিন মিয়ার নির্দেশে আমার পরিবারকে এক ঘরে করে দেয়া হয়।’

ঝর্ণা আরও বলেন, ‘অতি উৎসাহী কিছু মানুষ স্থানীয় মসজিদে আমাকে নিয়ে বিচার ডাকেন। আমার বাবাকে সেই বিচারে উপস্থিত হতে বলেন, কিন্তু ৭০ বছর বয়সী আমার বাবা ইতোমধ্যে তিনবার স্ট্রোক করেছেন। চিকিৎসক বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন।’

ঝর্ণা জানান, এ খবর পেয়ে তিনি মসজিদ কমিটির সেক্রেটারি আমিন মিয়ার সঙ্গে যোগাযোগ করেন।

ঝর্ণা বলেন, ‘আমি তাকে জিজ্ঞেস করি আমার বাবার বিরুদ্ধে অভিযোগ কী? জবাবে তিনি জানান, আমি আমেরিকায় এসে আমার এলাকার সনাতন ধর্মাবলম্বী একজনকে বিয়ে করেছি, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাছাড়া আমার বাবা কেন তাদের নির্দেশ মানেননি, তাই আমার পরিবারকে এক ঘরে করে দেয়া হয়েছে।’

এ বিষয়ে মন্তব্যের জন্য পঞ্চায়েত কমিটির সভাপতি ও সম্পাদকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। এটি সমাধান হয়ে যাবে।’

কুলাউড়ার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী বলেন, ‘সামাজিকভাবে যেন কোনো ধরনের হয়রানি না করা হয়, তার জন্য অভিযোগ পাওয়ার পরেই আমি কমিটিকে সতর্ক করে দিয়েছি।

‘সেই সঙ্গে আগামী ৯ তারিখ তাদেরকে অফিসে আসতে বলেছি। স্থানীয় চেয়ারম্যানকেও বলেছি বিষয়টি আজই দেখে দিতে। ঝর্ণার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় থানাকেও অবগত করেছি। ঝর্ণার বাবার সঙ্গে আমি আলাপ করেছি। তিনিও আশ্বস্ত হয়েছেন।’

Sunday 7 November 2021

কমলগঞ্জে যুবলীগ নেতা হত্যা মামলার দুই আসামী বন্দুকযুদ্ধে নিহত

কমলগঞ্জে যুবলীগ নেতা হত্যা মামলার দুই আসামী বন্দুকযুদ্ধে নিহত



মৌলভীবাজারের মিরতিংগা চা বাগানে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, নিহত দুই জন কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও যুবলীগ নেতা নাজমুল হাসান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীমঙ্গল র‍্যাব-৯ এর ব্যাটালিয়ান কমান্ডার বসু দত্ত চাকমা এ তথ্য জানিয়েছেন।

র‌্যাবের দাবি, ৭ নভেম্বর রবিবার ভোরে মৌলভীবাজারের মিরতিংগা চা বাগান এলাকায় নিহত দুই জন র‍্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় র‍্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে দুই জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

তবে নিহতদের একজন মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা। তিনি বলেন, বন্দুকযুদ্ধে নিহত একজন নাজমুল হত্যার ২ নম্বর এজাহারভুক্ত আসামি তোফায়েল মিয়া (৩৫)। তবে নিহত সুধাংশ দত্তের নাম মামলার এজাহারে নেই।

এদিকে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো. জামাল জানান, ভোরে শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্প থেকে দুটি লাশ থানায় হস্তান্তর করা হয়।

কমলগঞ্জের চৈত্রঘাটে গত ৩১ অক্টোবর সন্ত্রাসীরা একটি মাইক্রোবাসে এসে প্রকাশ্যে ব্যবসায়ী নেতা নাজমুল হাসানকে কুপিয়ে গুরুতর আহত করেন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে সিলেটের উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল মারা যান।

এ ঘটনায় পরদিন নিহত নাজমুল হাসানের বড় ভাই শামসুল হক বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়।

ফুটেজে দেখা যায়, কালো একটি মাইক্রোবাসে আসা ৯ ব্যক্তি নাজমুলকে ধাওয়া করে। এক পর্যায়ে নিজ বাড়ির সামনে এসে মাটিতে লুটিয়ে পড়েন নাজমুল। তখন নাজমুলকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় ওই ৯ সন্ত্রাসী। সিসিটিভি ক্যামেরাটি নাজমুলের অফিসে লাগানো ছিল।

নাজমুল ফেসবুক লাইভে জানিয়েছিলেন, হামলাকারীদের মধ্যে চার জনকে চিনতে পেরেছেন। তারা হলেন স্থানীয় তোফায়েল, রাসেল, মাসুদ ও তোফাজ্জল। তার দাবি, ইউপি নির্বাচনে সদস্য পদে নির্বাচন করার ঘোষণায় তার ওপর হামলা হয়েছে। তার মৃত্যু হলে খুনিদের যেন সাজা হয় সেই দাবিও জানিয়েছিলেন নাজমুল।

Monday 13 September 2021

‘ম্যাগনেট পিলার’ খোঁজার বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব

‘ম্যাগনেট পিলার’ খোঁজার বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব



সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ‘ম্যাগনেট পিলার’ খোঁজার বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে কমলগঞ্জের ভানুগাছ বাজারের কলেজ রোড থেকে এগুলো উদ্ধার করা হয়।


সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে র‍্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন খবরের ভিত্তিতে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে র‍্যাব-৯ এর সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)-এর একটি দল অভিযান চালিয়ে কমলগঞ্জের ভানুগাছ বাজারের কলেজ রোডের একটি মিলের সামনে থেকে ২ টি বিদেশি ডিটেকক্টর মেশিনের বক্স উদ্ধার করে। এগুলোর মধ্যে ছিলো বিদেশি প্রফেশনাল গোল্ড মেটাল ডিটেক্টর ফাইন্ডার, স্ক্যানার আন্ডার গ্রাউন্ড লং রেঞ্জ, গোল্ড ডিটেক্টর ডিগার, ডায়মন্ড-সিলভার-কপার, এনআরজি ৪৩টি, কসটেপ ৫টি এবং এগুলো ব্যবহারের ইউজার ম্যানুয়েল বই।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর এএসপি মো. লুৎফর রহমান।


এ বিষয়ে অপারেশন কমান্ডারের বরাত দিয়ে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান সোমবার রাতে সিলেটভিউ-কে বলেন, ধারণা করা হচ্ছে- এগুলো কোনো চক্র ফেলে গেছে। এসব সরঞ্জাম ‘ম্যাগনেট পিলার’ খোঁজার কাজে ব্যবহার করা হয়।

তিনি জানান, এ চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে র‍্যাব-৯।

উদ্ধারের পর এসব সরঞ্জাম সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Sunday 5 September 2021

কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৩

কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৩



মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা হোসেনপুর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত ট্রেনের সাথে একটি মাইক্রোবাসের (নোহা) সংঘর্ষে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ জনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


এ ঘটনায় নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও শিশু রয়েছে। তবে তাৎক্ষনিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় কিছু সময় রেল যোগাযোগ বন্ধ থাকলেও ফের সচল হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ জানান, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসছিলো পারাবত এক্সপ্রেস। কুলাউড়া উপজেলার ভাটেরা হোসেনপুর বাস্ট্যান্ডের কাছে রেলটি পৌঁছালে বেখেয়ালে রেল ক্রসিংয়ে উঠে যায় নোহা গাড়িটি। তখন দ্রুত গতির পারাবত নোহা গাড়িটিকে ধাক্কা দিয়ে টেনে অন্তত অর্ধেক কিলোমিটার নিয়ে যায়। এ ঘটনায় কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও দেড়টার দিকে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে।


রেল ক্রসিংয়ে সিগনাল ছিলো কি না জানতে চাইলে কুলাউড়া থানার ওসি বলেন, এটি অরক্ষিত রেল ক্রসিং। এলাকাবাসী নিজেদের সুবিধায় নিজে নিজে তৈরি করেছেন।

Tuesday 20 July 2021

মৌলভীবাজারে একদিন আগেই ঈদের নামাজ পড়লেন শতাধিক পরিবার

মৌলভীবাজারে একদিন আগেই ঈদের নামাজ পড়লেন শতাধিক পরিবার



মৌলভীবাজারে একদিন আগেই প্রায় শতাধিক পরিবারের মুসল্লি ঈদ উল আযহার নামায পড়েছেন। সৌদি আরবের সাথে মিল রেখে ১৪ বছর ধরেই তাদের এ রীতি চলে আসছে বলে জানান নামজের ইমামের আসনে থাকা আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি ভারত)।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার উঠানে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত ও কোরবানি করা হয় বলে জানান, নামজের ইমাম আব্দুল মাওফিক চৌধুরী।

এসময় সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায় করলেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মুসল্লিরা নামাজ শেষে কোলাকোলি করেন।

আব্দুল মাওফিক চৌধুরীর জানান, গত ১৪ বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখেই এই নামায আদায় করছেন। প্রথমে তার বাসার ছাঁদে আর এখন তার উঠানে নামাজ আদায় করছেন।

Sunday 4 July 2021

বড়লেখায় পেট্রোল ঢেলে ঘুমন্ত স্ত্রীর গায়ে আগুন দিলেন স্বামী

বড়লেখায় পেট্রোল ঢেলে ঘুমন্ত স্ত্রীর গায়ে আগুন দিলেন স্বামী



বড়লেখায় পেট্রোল ঢেলে ঘুমন্ত স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দিয়ে প্রাণনাশের চেষ্টা করেছেন পাষণ্ড এক স্বামী। এ ঘটনায় ওই স্ত্রীর হাত-মুখসহ শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।  


রোববার (০৪ জুলাই) ভোররাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ পাষণ্ড স্বামী অভিযুক্ত শিপন আহমদকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, স্বামী ও তার পরিবারের লোকজনের নির্যাতন সইতে না পেরে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন গৃহবধূ রহিমা বেগম (২০)। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি তার। অভিযোগ উঠেছে, বাবার বাড়িতে ঘুমন্ত অবস্থায় রহিমার গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন তার স্বামী। এতে রহিমার হাত-মুখসহ শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে গেছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেট্রোল ঢেলে রহিমাকে তার স্বামী পুড়িয়েছে। ঘটনার পরই পুলিশ অভিযুক্ত শিপনকে গ্রেপ্তার করেছে। রহিমার বাবা থানায় মামলা দায়ের করেছেন।’

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মো. ফয়জুল ইসলাম বলেন, ‘সকাল সাতটার দিকে রহিমা বেগমকে হাসপাতালে আনা হয়েছিল। তার হাত-মুখসহ শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’ 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের হরিপুর গ্রামের রফিক উদ্দিনের মেয়ে রহিমা বেগমের সঙ্গে প্রায় তিন বছর আগে একই ইউনিয়নের আরেঙ্গাবাদ গ্রামের মুকুল মিয়ার ছেলে শিপন আহমদের বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রহিমার সঙ্গে স্বামী ও তার পরিবারের লোকজনের ঝগড়া হতো। এতে স্বামী ও তার স্বজনরা রহিমাকে নির্যাতন করতো। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিরা কয়েকবার সমাধান করে দিলেও কোনো লাভ হয়নি। এরপরও তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো।

এদিকে স্বামী ও তার স্বজনদের নির্যাতন সইতে না পেরে প্রায় সাতমাস আগে এক সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি হরিপুর গ্রামে চলে আসেন রহিমা। সন্তানকে দেখার সুযোগে প্রায় শ্বশুর বাড়িতে আসতেন রহিমার স্বামী শিপন আহমদ। গতকাল শনিবার (০৩ জুলাই) শিপন সন্তানকে দেখতে শ্বশুর বাড়িতে আসেন। রাতে সেখানে ঘুমান তিনি। কিন্তু ভোররাত পাঁচটার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী রহিমা বেগমের গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেন শিপন। ঘটনার পরই তিনি পালিয়ে যান। রহিমার চিৎকার শুনে স্বজনরা তাকে দ্রæত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ঘটনার খবর পেয়ে অভিযুক্ত শিপনকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার পশ্চিম হাতলিয়া এলাকা থেকে শিপনকে গ্রেপ্তার করে পুলিশ।

দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহেদুল ইসলাম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রহিমা বেগমকে তার স্বামী শিপন আহমদ পেট্রল ঢেলে পুড়িয়ে দিয়েছেন। মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। তাকে সিলেট একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি বলেন, ‘রহিমার স্বামী শিপন ও তার পরিবারের লোকজন প্রায়ই রহিমাকে নির্যাতন করতেন। বিষয়টি কয়েকবার বসে আমরা সমাধান করে দিয়েছি। এরপরও তাদের মধ্যে ঝগড়া হতো। নির্যাতন সইতে না পেরে প্রায় সাত মাস আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন রহিমান। তাদের পরিবারে এক সন্তান রয়েছে। এই সুযোগে রহিমার স্বামী শিপন তাকে দেখতে আসতো। ঘটনার রাতেও শিপন শ্বশুর বাড়িতে এসে থেকেছে। ভোরবেলা সে স্ত্রী রহিমাকে ঘুমন্ত অবস্থায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে পালিয়ে যায়।’