Showing posts with label বিয়ানীবাজার. Show all posts
Showing posts with label বিয়ানীবাজার. Show all posts

Tuesday, 18 March 2025

বিয়ানীবাজারে নিজের গায়ে আগুন লাগিয়ে যুবকের আত্মহত্যা

বিয়ানীবাজারে নিজের গায়ে আগুন লাগিয়ে যুবকের আত্মহত্যা



বিয়ানীবাজারে গায়ে আগুন লাগিয়ে আফজল হোসেন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। তিনি উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজনা গ্রামের ছরফর আলীর ছেলে। শনিবার ভোরে ঢাকায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, নিহত যুবক মানষিক রোগী। ৩-৪ বছর পুর্বেও তিনি আরেকবার আত্মহত্যার চেষ্টা করেন। শুক্রবার দিনের কোন একসময় অজ্ঞাত দোকান থেকে পেট্রোল কিনে নিয়ে লুকিয়ে রাখেন আফজল। রাতের কোন এক সময় নিজ গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি। পরিবারের লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে রাস্তায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ৫ ভাইবোনের মধ্যে আফজল ছিলেন ৩য়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান বলেন, বিষয়টির খোঁজখবর নেয়া হচ্ছে। 

Monday, 2 January 2023

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি বিয়ানীবাজারের এনায়েত

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি বিয়ানীবাজারের এনায়েত


সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন। আগামী চার বছরের জন্য তাকে ভাইস-চ্যান্সেলর হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন বিয়ানীবাজারের মুড়িয়া গ্রামের বাসিন্দা।

রোববার (১ জানুয়ারি) সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’ এর ধারা ১১ (১) অনুসারে অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেনকে তার পিআরএল স্থগিতপূর্বক নিম্নবর্ণিত শর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।

(ক) ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিযুক্তির মেয়াদ হবে ০৪ (চার) বছর।

(খ) ভাইস-চ্যান্সেলর পদে তিনি তার পূর্বের পদের (গ্রেড-১) বেতন-ভাতাদির সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

(গ) তিনি বিধি অনুযায়ী ভাইস-চ্যান্সেলর পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

(ঘ) ভাইস-চ্যান্সেলর ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’ এর ১২ ধারা অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন।

(ঙ) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। 

Monday, 16 May 2022

বিয়ানীবাজার পৌর নির্বাচনঃ ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোয়ন জমা দিলেন নজমুল হোসেন

বিয়ানীবাজার পৌর নির্বাচনঃ ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোয়ন জমা দিলেন নজমুল হোসেন


আগামী ১৫জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওয়ার্ডের (শ্রীধরা) কৃতি সন্তান সমাজসেবী নজমুল হোসেন।

সোমবার (১৬ মে) দুপুরে তিনি ওয়ার্ডবাসীর দোয়া এবং মুররুব্বিয়ান ও যুবসমাজের একাংশ নিয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কমিশনার সৈয়দ কামাল হোসেনের কাছে মনোনয়নপত্র জমা করেন।


কাউন্সিলর প্রার্থী নজমুল হোসেন জানান,  ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন আর ভালোবাসা নিয়েই আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। সকলের দোয়া আর ভালোবাসার সফল প্রতিফলন ঘটবে বলে আশা রাখি।

নির্বাচনে জয়ী হলে ওয়ার্ডের সকলধরণের সমস্যা নিরসনে ওয়ার্ডবাসীকে সাথে নিয়েই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি জানান, একটি আধুনিক ওয়ার্ড গঠনের লক্ষ্য নিয়েই আমি কাউন্সিলর পদে নির্বাচন করছি। ওয়ার্ডবাসীর সমর্থন আর ভালোবাসা থাকায় তিনি সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি আরোও বলেন, আশা রাখছি এবারের নির্বাচনে সকলের সুচিন্তার প্রতিফলনে সকল ভোটারদের জয় হবে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১৭ মে, মনোনয়নপত্র বাছাই ১৯ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২০ থেকে ২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৩ থেকে ২৫ মে।

এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে
১৫ জুন।

Friday, 13 May 2022

বিয়ানীবাজার পৌর নির্বাচনে নৌকার মাঝি আব্দুস শুকুর

বিয়ানীবাজার পৌর নির্বাচনে নৌকার মাঝি আব্দুস শুকুর


বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আব্দুস শুকুর। আগামি ১৫জুন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে লড়বেন তিনি।

আজ শুক্রবার বিকেল থেকে শুরু হওয়ায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বর্তমান মেয়র আব্দুস শুকুরকে নৌকার প্রতীকের জন্য মনোনীত করা হয়েছে।

এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সাথে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ৭জন। তাদের মধ্যে আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড বর্তমান মেয়র আব্দুস শুকুরের হাতে আবারও নৌকা তুলে দিয়েছেন। বর্তমান মেয়র আব্দুস শুকুর ছাড়াও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হাসিব মনিয়া, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ টিটু, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক জিএস ফারুকুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য ময়নুল হোসেন ও পাবেল মাহমুদ এবং ফ্রান্স প্রবাসী আলী হোসেন।

Sunday, 8 May 2022

লিবিয়া থেকে ইতালী যাওয়ার পথে বিয়ানীবাজারের দুইজন সাগরে সলিল সমাধি

লিবিয়া থেকে ইতালী যাওয়ার পথে বিয়ানীবাজারের দুইজন সাগরে সলিল সমাধি


তরুণদের প্রবাস যাত্রা এক স্বপ্নের নাম, প্রতিনিয়ত তরুণরা এ যাত্রা করে এক স্বপ্ন নিয়ে সেই স্বপ্ন সব সময় সফলতা বয়ে আনে না, কিছু সময় সেই স্বপ্ন বিষাদে পরিনয় হয়। আকাশচুম্বী স্বপ্ন বিভোরে থাকা তরুণরা ভূমধ্যসাগরে সলিল সামাধি হচ্ছেন। এই স্বপ্নকে বাস্তবিকরূপ দিতে তারা কখনো মৃত্যুর ভয় করে না। ইউরোপ যাওয়ার পথে বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এলাকার দুইজন সলিল সমাধি হয়েছে। একি নৌকায় ৭ জন মারা যান।

জানা যায়, গত ২৭ এপ্রিল লিবিয়ার বেনগাজী থেকে সাগর পথে ইতালীর উদ্দ্যেশ্যে নৌকা দিয়ে রওয়ানা হন ২৬ জন। নৌকা পথ ভুল করে সাগরে তারা কয়েকদিন অবস্থান করছিলেন। নৌকায় থাকা তৈল ও খাদ্য ফুরিয়ে গেলে ঠান্ডায় নৌকার মধ্যে ৭ জন মারা যান। অবশিষ্ট ১৯ জনকে তুরস্কের সাগর সীমানা দেখতে পান কোস্টগার্ড, কোস্টগার্ডরা তাদের উদ্ধার করে নিয়ে যায়। সেখানে তারা সবাই সুস্থ আছেন। মৃত ৭ জনের মধ্যে বৈরাগীবাজার এলাকার দুইজন রয়েছেন তারা হচ্ছেন। খশিরবন্দ হাতিটিল্লাহ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ৩য় ছেলে নুরুল আমীন (৪০) ও খশির চাতল গ্রামের মৃত নিজাম উদ্দিনের এক মাত্র ছেলে মোঃ সাইদুর রহমান (সাইদী) (২৪) বাকী ৫ জনের পরিচয় পাওয়া যায় নি। নুরুল আমীন বিবাহিত তার দুই টি সন্তান রয়েছে। সাইদুর রহমান অবিবাহিত।

নিহত নুরুল আমীনের বড় ভাই বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসার শিক্ষক জয়নাল আবেদীন মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন আমরা খবর পেয়েছি খশির আব্দুল্লাহপুর গ্রামের শাহআলমের ছেলে সাজু আহমদ তুরস্ক থেকে জানিয়েছেন আমার ছোট ভাই নুরুল আমীন ও সাইদুর রহমান নৌকায় খাদ্য শেষে হওয়ায় এবং ঠান্ডায় মারা গেছে। একি কথা জানান নিহত মোঃ সাইদুর রহমানের চাচাতো ভাই মোঃ মানিক মিয়া।

এদিগে নিহত নরুল আমীন ও সাইদুর রহমান মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।