Showing posts with label ফুটবল. Show all posts
Showing posts with label ফুটবল. Show all posts

Tuesday, 20 December 2022

আর্জেন্টিনার তৃতীয় গোল বাতিল করা উচিত ছিল

আর্জেন্টিনার তৃতীয় গোল বাতিল করা উচিত ছিল



ফরাসি গণমাধ্যম এল একুইপের দাবি, ‘অতিরিক্ত আবেগী হয়ে গোলের আগে মাঠে ঢুকে পড়েন দুই আর্জেন্টাইন ফুটবলার। নিয়ম অনুযায়ী গোলটি বাতিল হওয়ার কথা।’

ফিফার নিয়ম অনুযায়ী, কোনও গোল হওয়ার পর রেফারি যদি লক্ষ্য করেন গোলের আগেই অতিরিক্ত খেলোয়াড় মাঠে তাহলে গোল বাতিল করে পুনরায় খেলা শুরু করতে হবে। অতিরিক্ত খেলোয়াড় মাঠের যেখানে ছিলেন সেখান থেকে ফ্রি-কিকের মাধ্যমে খেলা শুরু হবে।

গোলটি ভারে চেক হলেও অতিরিক্ত খেলোয়াড়ের মাঠে ঢোকার বিষয়টি চেক করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি এল একুইপ।

ফ্রান্সের বিপক্ষে কাতার বিশ্বকাপের ‍রুদ্ধশ্বাস ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ২-২ ড্র হয়। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে ১০৮ মিনিট গোল করে ফের আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিওনেল মেসি। দুরন্ত আক্রমণে গোল দিলেন মেসি। 

লাউতারো মার্টিনেজের শট দারুণ ভাবে বাঁচিয়ে দিলেও শেষ রক্ষা করতে পারলেন না লরিস। ফিরতি বল মেসির হাঁটুতে লেগে জালে ঢুকে গেল হয়। ফ্রান্স অফসাইডের আবেদন করেছিল। কিন্তু ভার-এর চিত্রে দেখা গেল, ফ্রান্সের ডিফেন্ডার কিছুটা ভেতরে ঢুকে ছিলেন। ফলে গোলের সিদ্ধান্ত বহাল থাকে।

তবে ফরাসি মিডিয়ার দাবি ওই গোলটি বাতিল করা উচিত ছিল। কারণ কী? গোলের আগেই নাকি আবেগী হয়ে মাঠে ঢুকে পড়েছিলেন বেঞ্চের দুই খেলোয়াড়! 

Saturday, 2 April 2022

ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি

ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি


ফিফা বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৩২ দলের মধ্যে ২৯ দল চূড়ান্ত হয়েছে। বাকি ৩ দলের নাম জানা যাবে আগামী জুন মাসেই। তবে সম্ভাব্য হিসাব ধরেই শুক্রবার রাতে হয়েগেছে বিশ্বকাপের ড্র। এরপরই চূড়ান্ত হয়েছে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপের সূচি। 

২১ নভেম্বর শুরু হয়ে বিশ্বের অন্যতম বড় এই ক্রীড়া আসর শেষ হবে ১৮ ডিসেম্বর। বাংলাদেশ সময় অনুযায়ী কাতার বিশ্বকাপের সূচি দেখে নিন: 

গ্রুপ পর্ব- 
*
(রাত ১টার খেলা দিবাগত রাতের হিসেবে) 

তারিখম্যাচবাংলাদেশ সময় 
২১ নভেম্বরকাতার-ইকুয়েডরবিকেল ৪টা
২১ নভেম্বরইংল্যান্ড-ইরানসন্ধ্যা ৭টা
২১ নভেম্বরসেনেগাল-নেদারল্যান্ডসরাত ১০টা    
২১ নভেম্বরযুক্তরাষ্ট্র-ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেনরাত ১টা 
২২ নভেম্বর ডেনমার্ক-তিউনিসিয়াবিকেল ৪টা
২২ নভেম্বর ফ্রান্স-পেরু/অস্ট্রেলিয়া/ সংযুক্ত আরব আমিরাতসন্ধ্যা ৭টা
২২ নভেম্বর মেক্সিকো-পোল্যান্ডরাত ১০টা    
২২ নভেম্বর আর্জেন্টিনা-সৌদি আরব

রাত ১টা

২৩ নভেম্বর স্পেন-কোস্টারিকা/নিউজিল্যান্ডবিকেল ৪টা
২৩ নভেম্বর বেলজিয়াম-কানাডাসন্ধ্যা ৭টা
২৩ নভেম্বর জার্মানি-জাপানরাত ১০টা 
২৩ নভেম্বর মেক্সিকো-ক্রোয়েশিয়ারাত ১টা
২৪ নভেম্বরউরুগুয়ে-দক্ষিণ কোরিয়াবিকেল ৪টা
২৪ নভেম্বরপর্তুগাল-ঘানাসন্ধ্যা ৭টা
২৪ নভেম্বরসুইজারল্যান্ড-ক্যামেরুনরাত ১০টা 
২৪ নভেম্বরব্রাজিল-সার্বিয়ারাত ১টা
২৫ নভেম্বরইংল্যান্ড-যুক্তরাষ্ট্রবিকেল ৪টা
২৫ নভেম্বরকাতার-সেনেগালসন্ধ্যা ৭টা
২৫ নভেম্বরওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন-ইরানরাত ১০টা 
২৫ নভেম্বরনেদারল্যান্ডস-ইকুয়েডররাত ১টা
২৬ নভেম্বর পোল্যান্ড-সৌদি আরববিকেল ৪টা
২৬ নভেম্বর আর্জেন্টিনা-মেক্সিকোসন্ধ্যা ৭টা
২৬ নভেম্বর তিউনিসিয়া-পেরু/অস্ট্রেলিয়া/ আমিরাতরাত ১০টা 
২৬ নভেম্বর ফ্রান্স-ডেনমার্করাত ১টা
২৭ নভেম্বরবেলজিয়াম-মরক্কোবিকেল ৪টা
২৭ নভেম্বরস্পেন-জার্মানিসন্ধ্যা ৭টা
২৭ নভেম্বরক্রোয়েশিয়া-কানাডারাত ১০টা
২৭ নভেম্বরজাপান-কোস্টারিকা/নিউজিল্যান্ডরাত ১টা
২৮ নভেম্বর ব্রাজিল-সুইজারল্যান্ডবিকেল ৪টা
২৮ নভেম্বর দক্ষিণ কোরিয়া- ঘানা সন্ধ্যা ৭টা
২৮ নভেম্বর ক্যামেরুন-সার্বিয়ারাত ১০টা
২৮ নভেম্বর পর্তুগাল-উরুগুয়েরাত ১টা
২৯ নভেম্বরনেদারল্যান্ডস-কাতারবিকেল ৪টা
২৯ নভেম্বরওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন-ইংল্যান্ডসন্ধ্যা ৭টা
২৯ নভেম্বরইকুয়েডর-সেনেগালরাত ১০টা
২৯ নভেম্বরইরান-যুক্তরাষ্ট্ররাত ১টা
৩০ নভেম্বরপেরু/অস্ট্রেলিয়া/ আমিরাত-ডেনমার্কবিকেল ৪টা
৩০ নভেম্বরতিউনিসিয়া-ফ্রান্সসন্ধ্যা ৭টা
৩০ নভেম্বরসৌদি আরব-মেক্সিকোরাত ১০টা
৩০ নভেম্বরপোল্যান্ড-আর্জেন্টিনারাত ১টা
১ ডিসেম্বরজাপান-স্পেনবিকেল ৪টা
১ ডিসেম্বরক্রোয়েশিয়া-বেলজিয়ামসন্ধ্যা ৭টা
১ ডিসেম্বরকোস্টারিকা/নিউজিল্যান্ড-জার্মানিরাত ১০টা
১ ডিসেম্বরকানাডা- মরক্কো রাত ১টা
২ ডিসেম্বরঘানা-উরুগুয়েবিকেল ৪টা
২ ডিসেম্বরদক্ষিণ কোরিয়া-পর্তুগালসন্ধ্যা ৭টা
২ ডিসেম্বরসার্বিয়া-সুইজারল্যান্ডরাত ১০টা
২ ডিসেম্বরক্যামেরুন-ব্রাজিলরাত ১টা


দ্বিতীয় রাউন্ড (নকআউট পর্ব) 

তারিখম্যাচবাংলাদেশ সময়
৩ ডিসেম্বর এ১-বি২রাত ৯টা
৩ ডিসেম্বরসি১-ডি২রাত ১টা
৪ ডিসেম্বর ডি১-সি২রাত ৯টা
৪ ডিসেম্বর বি১-এ২রাত ১টা
৫ ডিসেম্বর ই১-এফ২রাত ৯টা
৫ ডিসেম্বর জি১-এইচ২রাত ১টা
৬ ডিসেম্বরএফ১-ই২রাত ৯টা
৬ ডিসেম্বরএইচ১-জি২রাত ১টা

কোয়ার্টার ফাইনাল    

তারিখম্যাচবাংলাদেশ সময়
৯ ডিসেম্বরই১-এফ২ জয়ী বনাম জি১-এইচ২ জয়ীরাত ৯টা
৯ ডিসেম্বরএ১-বি২ জয়ী বনাম সি১-ডি২ জয়ীরাত ১টা
১০ ডিসেম্বরএফ১-ই২ জয়ী বনাম এইচ১-জি২ জয়ীরাত ৯টা
১০ ডিসেম্বরবি১-এ২ জয়ী  বনাম ডি১-সি২ জয়ী রাত ১টা

সেমিফাইনাল 

তারিখম্যাচবাংলাদেশ সময়
১৩ ডিসেম্বর৯ ডিসেম্বরের খেলার বিজয় দুই দল রাত ১টা
১৪ ডিসেম্বর ১০  ডিসেম্বরের খেলার বিজয় দুই দল রাত ১টা

তৃতীয় স্থান    
১৭ ডিসেম্বর রাত ৯টা    দুই সেমিফাইনালের পরাজিত দল

ফাইনাল 

১৮ ডিসেম্বর - রাত ১টা : সেমিফাইনালের দুই বিজয়ী দল। 


কোন গ্রুপে কারাঃ

গ্রুপ 'এ': কাতার, ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস

গ্রুপ 'বি' : ইংল্যান্ড, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরো প্লে-অফ (ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন)

গ্রুপ 'সি': আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড

গ্রুপ 'ডি' : ফ্রান্স, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১ (পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত), ডেনমার্ক ও তিউনেশিয়া

গ্রুপ 'ই': স্পেন, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২ (কোস্টারিকা/নিউজিল্যান্ড), জার্মানি ও জাপান

গ্রুপ 'এফ' : বেলজিয়াম, কানাডা, মরক্কো ও ক্রোয়েশিয়া

গ্রুপ 'জি': ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন

গ্রুপ 'এইচ': পর্তুগাল, ঘানা, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া

Friday, 1 April 2022

ফুটবল বিশ্বকাপের গান 'হায়া হায়া' প্রকাশ (ভিডিও)

ফুটবল বিশ্বকাপের গান 'হায়া হায়া' প্রকাশ (ভিডিও)


চলতি বছরের নভেম্বর-ডিসম্বরে কাতারে বসছে ফিফা বিশ্বকাপের আসর। আজ শুক্রবার রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ড্র। তার আগে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘হায়া হায়া' প্রকাশ করেছে ফিফা।

শুক্রবার ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে গানটি। গানে কণ্ঠ দিয়েছেন কাতারের গায়িকা আয়েশা, আমেরিকান সঙ্গীত শিল্পী ত্রিনিদাদ কার্ডোনা ও আফ্রিকার ডাভিডো ।

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বেশকিছু গান প্রকাশ করবে ফিফা। যার প্রথমটি 'হায়া হায়া'।

এই গানের মাধ্যমে সবাইকে এক হওয়ার বার্তা দিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গানের মূল কথা হলো ‘বেটার টুগেদার'।

দোহায় বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার করা হবে গানটি।

আসন্ন বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ৩২টি দল। বাঞ্চাই পর্বের খেলাও প্রায় শেষ। এর মধ্যে স্বাগতিক কাতারসহ নিশ্চিত হয়ে গেছে ২৯টি দল। বাকি তিন দল চূড়ান্ত হতে অপেক্ষা করতে হবে আগামী জুন পর্যন্ত। 



Monday, 6 September 2021

গ্রেফতার এড়াতে তড়িঘড়ি করে ব্রাজিল ছাড়ল আর্জেন্টিনা দল

গ্রেফতার এড়াতে তড়িঘড়ি করে ব্রাজিল ছাড়ল আর্জেন্টিনা দল


অনাকাঙ্খিত এক ঘটনার সাক্ষী হলো সুপার ক্লাসিকোর ম্যাচ। ব্রাজিল-আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত লড়াইটি খেলা শুরুর ৭ মিনিটের মাথায় স্থগিত করা হয়।


ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার ৪ খেলোয়ার কোয়ারেন্টিনবিধি ভেঙেছেন অভিযোগ আনে ব্রাজিলের স্বাস্থ্যকর্মকর্তারা। 

সেই অভিযোগের ভিত্তিতে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয় কনমেবল। 

রয়টার্স জানায়, কোয়ারেন্টিনের নিয়ম ভেঙে আর্জেন্টিনা দলে থাকা চার খেলোয়াড়ের মধ্যে তিনজনই একাদশের। তারা হলেন- গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো। 

এদিকে ম্যাচ স্থগিতের পর পরই স্টেডিয়াম ছাড়ে আর্জেন্টিনা দল। আর স্টেডিয়াম ছাড়ার পাঁচ ঘণ্টা পরই ভাড়া করা বিমানে করে ব্রাজিল ছেড়েছেন তারা। বিমানে রয়েছেন বিতর্কিত চার খেলোয়াড়ও।

আর্জেন্টিনা দলের এতো দ্রুত দেশ ছাড়ার কি কারণ - সে প্রশ্ন উঠেছে।

After more than 5️⃣ hours of waiting, and 4️⃣ players under the threat of arrest, the Argentina national team has boarded its plane to leave Brazil 🛫

📸: @Argentina pic.twitter.com/WHsiPxS9T8

— Goal (@goal) September 6, 2021

ব্রাজিলিয়ান গণমাধ্যমের প্রতিবেদন, দেশের কঠোর কোয়ারেন্টাইনবিধি ভাঙার কারণে আর্জেন্টাইন ওই চার ফুটবলার গ্রেফতার হতে পারতেন। অভিযোগ উঠেছে, ইমিগ্রেশনের কাছে তথ্য গোপন করেছে আর্জেন্টিনা দল। নয়তো বিমানবন্দরেই বাধা পেতেন তারা। বিষয়টি খতিয়ে দেখতে ব্রাজিল পুলিশ আর্জেন্টিনা টিম হোটেলেও গিয়েছিল।

কিন্তু তার আগেই দল নিয়ে বিমানে চড়ে বসলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।

তবে ম্যাচের আগেই সেই চার খেলোয়াড়ের তথ্য জানতে টিম হোটেলে পুলিশ পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন ব্রাজিলের হেল্থ রেগুলেটরি এজেন্সির প্রধান অ্যান্তোনিও ব্যাররা টরেস।


তিনি বলেন, আমাদের স্বাস্থ্য প্রোটোকল সুরক্ষিত রাখা খুবই জরুরি। বিষয়টি জানার পর আমরা ফেডারেল পুলিশকে ডেকেছি। তার হোটেলে গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে আর্জেন্টিনা দলের কাউকে খুঁজে পায়নি তারা। তারা ততক্ষণে স্টেডিয়ামের পথে রওনা দিয়ে দেন। এর পরের ঘটনাগুলো তো আপনারা টিভিতে দেখেছেন।  

বলা হচ্ছে, পুলিশ ওই চার খেলোয়াড়কে আগে থেকেই খুঁজছিল। তার মানে ম্যাচ স্থগিত হওয়ার পর আরও কিছুক্ষণ থাকলে পুলিশি জেরায় পড়তে হতো তাদের। এমনকি বাড়তি জিজ্ঞাসাবাদের জন্য আটকও হতে পারতেন তারা।

তথ্যসূত্র: গোল ডট কম
শুরু হতে না হতেই বন্ধ ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

শুরু হতে না হতেই বন্ধ ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ




মাত্র শুরু হয়েছে, খেলা গড়িয়েছে ৫ মিনিট। এর মধ্যেই হঠাৎ বন্ধ করে দেয়া হলো ব্রাজিল-আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ম্যাচটি। আর্জেন্টাইন কয়েকজন খেলোয়াড়ের স্বাস্থ্য ছাড়পত্র ছাড়াই মাঠে নেমে পড়া নিয়ে ঝামেলা।


অতঃপর ম্যাচের মাঝপথেই স্বাস্থ্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ। এমতাবস্থায় দুই দলের খেলোয়াড়-কর্তাদের মধ্যে উত্তেজনা ছড়িওেয় পড়ে। বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলের ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

এই ম্যাচে স্বাগতিক ব্রাজিল। খেলার ভেন্যু সাও পাওলোর করিন্থিয়াস এরেনা। মূলত কোয়ারেন্টাইন বিধি নিয়েই সমস্যার উৎপত্তি। ব্রাজিলিয়ান হেলথ রেগুলেটরি এজেন্সির নির্দেশনা অনুযায়ী- যুক্তরাজ্য, উত্তর আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে ব্রাজিলে প্রবেশ নিষিদ্ধ। যাদের ছাড় দেওয়া হয়েছে, তাদেরও ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে।


কিন্তু এই নিয়ম না মেনেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চার খেলোয়াড়কে মাঠে নামিয়ে দিয়েছে আর্জেন্টিনা। তারা হলেন- এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরো।

ম্যাচ শুরু হতেই মাঠে হানা দেয় ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ। মাত্র তিনদিন আগেই ইংল্যান্ড ব্রাজিলে পা রাখা চার আর্জেন্টাইন খেলোয়াড় কী করে মূল একাদশে জায়গা করে নিলেন, এ নিয়ে শুরু হয় আর্জেন্টিনার ফুটবলার কর্তাদের সঙ্গে বাদানুবাদ।

এমতাবস্থায় রেফারি দ্রুত আর্জেন্টিনা দলকে ড্রেসিংরুমে পাঠিয়ে দেন। মাঠে তবু আলোচনা চলতে থাকে। ব্রাজিলের খেলোয়াড়রা তখনও মাঠ ত্যাগ করেননি। সম্ভবত তারা ম্যাচটি খেলতে চাইছিলেন। কিন্তু স্বাস্থ্য কর্তৃপক্ষ সে অনুমোদন দেয়নি।


পরে এক পর্যায়ে লিওনেল মেসিকে নিয়ে মাঠে ঢুকতে দেখা যায় ব্রাজিলের দানি আলভেজকে। মেসি মাঠে ঢুকে 'বন্ধু' নেইমারের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন। কিন্তু ম্যাচ আর শুরু হওয়ার লক্ষণ দেখা যায়নি। শেষ পর্যন্ত স্থগিতই করা হয়েছে বহুল প্রতীক্ষিত লড়াইটি।

ব্রাজিলিয়ান এক রেডিও জানিয়েছে, কোয়ারেন্টাইন ঝামেলা নিয়ে স্বাস্থ্য কর্মকর্তারা ম্যাচের দিন সকালেই সতর্ক করেছিলেন আর্জেন্টাইন কর্তৃপক্ষকে। কিন্তু তারা তা কানে নেয়নি। ম্যাচ শুরু হলে দেখা যায় ইংল্যান্ড থেকে আসা চার ফুটবলারকে নিয়েই একাদশ সাজিয়েছে আলবিসেলেস্তেরা।