Showing posts with label ফুটবল. Show all posts
Showing posts with label ফুটবল. Show all posts

Tuesday 20 December 2022

আর্জেন্টিনার তৃতীয় গোল বাতিল করা উচিত ছিল

আর্জেন্টিনার তৃতীয় গোল বাতিল করা উচিত ছিল



ফরাসি গণমাধ্যম এল একুইপের দাবি, ‘অতিরিক্ত আবেগী হয়ে গোলের আগে মাঠে ঢুকে পড়েন দুই আর্জেন্টাইন ফুটবলার। নিয়ম অনুযায়ী গোলটি বাতিল হওয়ার কথা।’

ফিফার নিয়ম অনুযায়ী, কোনও গোল হওয়ার পর রেফারি যদি লক্ষ্য করেন গোলের আগেই অতিরিক্ত খেলোয়াড় মাঠে তাহলে গোল বাতিল করে পুনরায় খেলা শুরু করতে হবে। অতিরিক্ত খেলোয়াড় মাঠের যেখানে ছিলেন সেখান থেকে ফ্রি-কিকের মাধ্যমে খেলা শুরু হবে।

গোলটি ভারে চেক হলেও অতিরিক্ত খেলোয়াড়ের মাঠে ঢোকার বিষয়টি চেক করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি এল একুইপ।

ফ্রান্সের বিপক্ষে কাতার বিশ্বকাপের ‍রুদ্ধশ্বাস ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ২-২ ড্র হয়। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে ১০৮ মিনিট গোল করে ফের আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিওনেল মেসি। দুরন্ত আক্রমণে গোল দিলেন মেসি। 

লাউতারো মার্টিনেজের শট দারুণ ভাবে বাঁচিয়ে দিলেও শেষ রক্ষা করতে পারলেন না লরিস। ফিরতি বল মেসির হাঁটুতে লেগে জালে ঢুকে গেল হয়। ফ্রান্স অফসাইডের আবেদন করেছিল। কিন্তু ভার-এর চিত্রে দেখা গেল, ফ্রান্সের ডিফেন্ডার কিছুটা ভেতরে ঢুকে ছিলেন। ফলে গোলের সিদ্ধান্ত বহাল থাকে।

তবে ফরাসি মিডিয়ার দাবি ওই গোলটি বাতিল করা উচিত ছিল। কারণ কী? গোলের আগেই নাকি আবেগী হয়ে মাঠে ঢুকে পড়েছিলেন বেঞ্চের দুই খেলোয়াড়! 

Saturday 2 April 2022

ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি

ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি


ফিফা বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৩২ দলের মধ্যে ২৯ দল চূড়ান্ত হয়েছে। বাকি ৩ দলের নাম জানা যাবে আগামী জুন মাসেই। তবে সম্ভাব্য হিসাব ধরেই শুক্রবার রাতে হয়েগেছে বিশ্বকাপের ড্র। এরপরই চূড়ান্ত হয়েছে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপের সূচি। 

২১ নভেম্বর শুরু হয়ে বিশ্বের অন্যতম বড় এই ক্রীড়া আসর শেষ হবে ১৮ ডিসেম্বর। বাংলাদেশ সময় অনুযায়ী কাতার বিশ্বকাপের সূচি দেখে নিন: 

গ্রুপ পর্ব- 
*
(রাত ১টার খেলা দিবাগত রাতের হিসেবে) 

তারিখম্যাচবাংলাদেশ সময় 
২১ নভেম্বরকাতার-ইকুয়েডরবিকেল ৪টা
২১ নভেম্বরইংল্যান্ড-ইরানসন্ধ্যা ৭টা
২১ নভেম্বরসেনেগাল-নেদারল্যান্ডসরাত ১০টা    
২১ নভেম্বরযুক্তরাষ্ট্র-ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেনরাত ১টা 
২২ নভেম্বর ডেনমার্ক-তিউনিসিয়াবিকেল ৪টা
২২ নভেম্বর ফ্রান্স-পেরু/অস্ট্রেলিয়া/ সংযুক্ত আরব আমিরাতসন্ধ্যা ৭টা
২২ নভেম্বর মেক্সিকো-পোল্যান্ডরাত ১০টা    
২২ নভেম্বর আর্জেন্টিনা-সৌদি আরব

রাত ১টা

২৩ নভেম্বর স্পেন-কোস্টারিকা/নিউজিল্যান্ডবিকেল ৪টা
২৩ নভেম্বর বেলজিয়াম-কানাডাসন্ধ্যা ৭টা
২৩ নভেম্বর জার্মানি-জাপানরাত ১০টা 
২৩ নভেম্বর মেক্সিকো-ক্রোয়েশিয়ারাত ১টা
২৪ নভেম্বরউরুগুয়ে-দক্ষিণ কোরিয়াবিকেল ৪টা
২৪ নভেম্বরপর্তুগাল-ঘানাসন্ধ্যা ৭টা
২৪ নভেম্বরসুইজারল্যান্ড-ক্যামেরুনরাত ১০টা 
২৪ নভেম্বরব্রাজিল-সার্বিয়ারাত ১টা
২৫ নভেম্বরইংল্যান্ড-যুক্তরাষ্ট্রবিকেল ৪টা
২৫ নভেম্বরকাতার-সেনেগালসন্ধ্যা ৭টা
২৫ নভেম্বরওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন-ইরানরাত ১০টা 
২৫ নভেম্বরনেদারল্যান্ডস-ইকুয়েডররাত ১টা
২৬ নভেম্বর পোল্যান্ড-সৌদি আরববিকেল ৪টা
২৬ নভেম্বর আর্জেন্টিনা-মেক্সিকোসন্ধ্যা ৭টা
২৬ নভেম্বর তিউনিসিয়া-পেরু/অস্ট্রেলিয়া/ আমিরাতরাত ১০টা 
২৬ নভেম্বর ফ্রান্স-ডেনমার্করাত ১টা
২৭ নভেম্বরবেলজিয়াম-মরক্কোবিকেল ৪টা
২৭ নভেম্বরস্পেন-জার্মানিসন্ধ্যা ৭টা
২৭ নভেম্বরক্রোয়েশিয়া-কানাডারাত ১০টা
২৭ নভেম্বরজাপান-কোস্টারিকা/নিউজিল্যান্ডরাত ১টা
২৮ নভেম্বর ব্রাজিল-সুইজারল্যান্ডবিকেল ৪টা
২৮ নভেম্বর দক্ষিণ কোরিয়া- ঘানা সন্ধ্যা ৭টা
২৮ নভেম্বর ক্যামেরুন-সার্বিয়ারাত ১০টা
২৮ নভেম্বর পর্তুগাল-উরুগুয়েরাত ১টা
২৯ নভেম্বরনেদারল্যান্ডস-কাতারবিকেল ৪টা
২৯ নভেম্বরওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন-ইংল্যান্ডসন্ধ্যা ৭টা
২৯ নভেম্বরইকুয়েডর-সেনেগালরাত ১০টা
২৯ নভেম্বরইরান-যুক্তরাষ্ট্ররাত ১টা
৩০ নভেম্বরপেরু/অস্ট্রেলিয়া/ আমিরাত-ডেনমার্কবিকেল ৪টা
৩০ নভেম্বরতিউনিসিয়া-ফ্রান্সসন্ধ্যা ৭টা
৩০ নভেম্বরসৌদি আরব-মেক্সিকোরাত ১০টা
৩০ নভেম্বরপোল্যান্ড-আর্জেন্টিনারাত ১টা
১ ডিসেম্বরজাপান-স্পেনবিকেল ৪টা
১ ডিসেম্বরক্রোয়েশিয়া-বেলজিয়ামসন্ধ্যা ৭টা
১ ডিসেম্বরকোস্টারিকা/নিউজিল্যান্ড-জার্মানিরাত ১০টা
১ ডিসেম্বরকানাডা- মরক্কো রাত ১টা
২ ডিসেম্বরঘানা-উরুগুয়েবিকেল ৪টা
২ ডিসেম্বরদক্ষিণ কোরিয়া-পর্তুগালসন্ধ্যা ৭টা
২ ডিসেম্বরসার্বিয়া-সুইজারল্যান্ডরাত ১০টা
২ ডিসেম্বরক্যামেরুন-ব্রাজিলরাত ১টা


দ্বিতীয় রাউন্ড (নকআউট পর্ব) 

তারিখম্যাচবাংলাদেশ সময়
৩ ডিসেম্বর এ১-বি২রাত ৯টা
৩ ডিসেম্বরসি১-ডি২রাত ১টা
৪ ডিসেম্বর ডি১-সি২রাত ৯টা
৪ ডিসেম্বর বি১-এ২রাত ১টা
৫ ডিসেম্বর ই১-এফ২রাত ৯টা
৫ ডিসেম্বর জি১-এইচ২রাত ১টা
৬ ডিসেম্বরএফ১-ই২রাত ৯টা
৬ ডিসেম্বরএইচ১-জি২রাত ১টা

কোয়ার্টার ফাইনাল    

তারিখম্যাচবাংলাদেশ সময়
৯ ডিসেম্বরই১-এফ২ জয়ী বনাম জি১-এইচ২ জয়ীরাত ৯টা
৯ ডিসেম্বরএ১-বি২ জয়ী বনাম সি১-ডি২ জয়ীরাত ১টা
১০ ডিসেম্বরএফ১-ই২ জয়ী বনাম এইচ১-জি২ জয়ীরাত ৯টা
১০ ডিসেম্বরবি১-এ২ জয়ী  বনাম ডি১-সি২ জয়ী রাত ১টা

সেমিফাইনাল 

তারিখম্যাচবাংলাদেশ সময়
১৩ ডিসেম্বর৯ ডিসেম্বরের খেলার বিজয় দুই দল রাত ১টা
১৪ ডিসেম্বর ১০  ডিসেম্বরের খেলার বিজয় দুই দল রাত ১টা

তৃতীয় স্থান    
১৭ ডিসেম্বর রাত ৯টা    দুই সেমিফাইনালের পরাজিত দল

ফাইনাল 

১৮ ডিসেম্বর - রাত ১টা : সেমিফাইনালের দুই বিজয়ী দল। 


কোন গ্রুপে কারাঃ

গ্রুপ 'এ': কাতার, ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস

গ্রুপ 'বি' : ইংল্যান্ড, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরো প্লে-অফ (ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন)

গ্রুপ 'সি': আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড

গ্রুপ 'ডি' : ফ্রান্স, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১ (পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত), ডেনমার্ক ও তিউনেশিয়া

গ্রুপ 'ই': স্পেন, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২ (কোস্টারিকা/নিউজিল্যান্ড), জার্মানি ও জাপান

গ্রুপ 'এফ' : বেলজিয়াম, কানাডা, মরক্কো ও ক্রোয়েশিয়া

গ্রুপ 'জি': ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন

গ্রুপ 'এইচ': পর্তুগাল, ঘানা, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া

Friday 1 April 2022

ফুটবল বিশ্বকাপের গান 'হায়া হায়া' প্রকাশ (ভিডিও)

ফুটবল বিশ্বকাপের গান 'হায়া হায়া' প্রকাশ (ভিডিও)


চলতি বছরের নভেম্বর-ডিসম্বরে কাতারে বসছে ফিফা বিশ্বকাপের আসর। আজ শুক্রবার রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ড্র। তার আগে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘হায়া হায়া' প্রকাশ করেছে ফিফা।

শুক্রবার ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে গানটি। গানে কণ্ঠ দিয়েছেন কাতারের গায়িকা আয়েশা, আমেরিকান সঙ্গীত শিল্পী ত্রিনিদাদ কার্ডোনা ও আফ্রিকার ডাভিডো ।

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বেশকিছু গান প্রকাশ করবে ফিফা। যার প্রথমটি 'হায়া হায়া'।

এই গানের মাধ্যমে সবাইকে এক হওয়ার বার্তা দিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গানের মূল কথা হলো ‘বেটার টুগেদার'।

দোহায় বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার করা হবে গানটি।

আসন্ন বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ৩২টি দল। বাঞ্চাই পর্বের খেলাও প্রায় শেষ। এর মধ্যে স্বাগতিক কাতারসহ নিশ্চিত হয়ে গেছে ২৯টি দল। বাকি তিন দল চূড়ান্ত হতে অপেক্ষা করতে হবে আগামী জুন পর্যন্ত। 



Monday 6 September 2021

গ্রেফতার এড়াতে তড়িঘড়ি করে ব্রাজিল ছাড়ল আর্জেন্টিনা দল

গ্রেফতার এড়াতে তড়িঘড়ি করে ব্রাজিল ছাড়ল আর্জেন্টিনা দল


অনাকাঙ্খিত এক ঘটনার সাক্ষী হলো সুপার ক্লাসিকোর ম্যাচ। ব্রাজিল-আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত লড়াইটি খেলা শুরুর ৭ মিনিটের মাথায় স্থগিত করা হয়।


ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার ৪ খেলোয়ার কোয়ারেন্টিনবিধি ভেঙেছেন অভিযোগ আনে ব্রাজিলের স্বাস্থ্যকর্মকর্তারা। 

সেই অভিযোগের ভিত্তিতে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয় কনমেবল। 

রয়টার্স জানায়, কোয়ারেন্টিনের নিয়ম ভেঙে আর্জেন্টিনা দলে থাকা চার খেলোয়াড়ের মধ্যে তিনজনই একাদশের। তারা হলেন- গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো। 

এদিকে ম্যাচ স্থগিতের পর পরই স্টেডিয়াম ছাড়ে আর্জেন্টিনা দল। আর স্টেডিয়াম ছাড়ার পাঁচ ঘণ্টা পরই ভাড়া করা বিমানে করে ব্রাজিল ছেড়েছেন তারা। বিমানে রয়েছেন বিতর্কিত চার খেলোয়াড়ও।

আর্জেন্টিনা দলের এতো দ্রুত দেশ ছাড়ার কি কারণ - সে প্রশ্ন উঠেছে।

After more than 5️⃣ hours of waiting, and 4️⃣ players under the threat of arrest, the Argentina national team has boarded its plane to leave Brazil 🛫

📸: @Argentina pic.twitter.com/WHsiPxS9T8

— Goal (@goal) September 6, 2021

ব্রাজিলিয়ান গণমাধ্যমের প্রতিবেদন, দেশের কঠোর কোয়ারেন্টাইনবিধি ভাঙার কারণে আর্জেন্টাইন ওই চার ফুটবলার গ্রেফতার হতে পারতেন। অভিযোগ উঠেছে, ইমিগ্রেশনের কাছে তথ্য গোপন করেছে আর্জেন্টিনা দল। নয়তো বিমানবন্দরেই বাধা পেতেন তারা। বিষয়টি খতিয়ে দেখতে ব্রাজিল পুলিশ আর্জেন্টিনা টিম হোটেলেও গিয়েছিল।

কিন্তু তার আগেই দল নিয়ে বিমানে চড়ে বসলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।

তবে ম্যাচের আগেই সেই চার খেলোয়াড়ের তথ্য জানতে টিম হোটেলে পুলিশ পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন ব্রাজিলের হেল্থ রেগুলেটরি এজেন্সির প্রধান অ্যান্তোনিও ব্যাররা টরেস।


তিনি বলেন, আমাদের স্বাস্থ্য প্রোটোকল সুরক্ষিত রাখা খুবই জরুরি। বিষয়টি জানার পর আমরা ফেডারেল পুলিশকে ডেকেছি। তার হোটেলে গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে আর্জেন্টিনা দলের কাউকে খুঁজে পায়নি তারা। তারা ততক্ষণে স্টেডিয়ামের পথে রওনা দিয়ে দেন। এর পরের ঘটনাগুলো তো আপনারা টিভিতে দেখেছেন।  

বলা হচ্ছে, পুলিশ ওই চার খেলোয়াড়কে আগে থেকেই খুঁজছিল। তার মানে ম্যাচ স্থগিত হওয়ার পর আরও কিছুক্ষণ থাকলে পুলিশি জেরায় পড়তে হতো তাদের। এমনকি বাড়তি জিজ্ঞাসাবাদের জন্য আটকও হতে পারতেন তারা।

তথ্যসূত্র: গোল ডট কম
শুরু হতে না হতেই বন্ধ ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

শুরু হতে না হতেই বন্ধ ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ




মাত্র শুরু হয়েছে, খেলা গড়িয়েছে ৫ মিনিট। এর মধ্যেই হঠাৎ বন্ধ করে দেয়া হলো ব্রাজিল-আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ম্যাচটি। আর্জেন্টাইন কয়েকজন খেলোয়াড়ের স্বাস্থ্য ছাড়পত্র ছাড়াই মাঠে নেমে পড়া নিয়ে ঝামেলা।


অতঃপর ম্যাচের মাঝপথেই স্বাস্থ্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ। এমতাবস্থায় দুই দলের খেলোয়াড়-কর্তাদের মধ্যে উত্তেজনা ছড়িওেয় পড়ে। বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলের ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

এই ম্যাচে স্বাগতিক ব্রাজিল। খেলার ভেন্যু সাও পাওলোর করিন্থিয়াস এরেনা। মূলত কোয়ারেন্টাইন বিধি নিয়েই সমস্যার উৎপত্তি। ব্রাজিলিয়ান হেলথ রেগুলেটরি এজেন্সির নির্দেশনা অনুযায়ী- যুক্তরাজ্য, উত্তর আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে ব্রাজিলে প্রবেশ নিষিদ্ধ। যাদের ছাড় দেওয়া হয়েছে, তাদেরও ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে।


কিন্তু এই নিয়ম না মেনেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চার খেলোয়াড়কে মাঠে নামিয়ে দিয়েছে আর্জেন্টিনা। তারা হলেন- এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরো।

ম্যাচ শুরু হতেই মাঠে হানা দেয় ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ। মাত্র তিনদিন আগেই ইংল্যান্ড ব্রাজিলে পা রাখা চার আর্জেন্টাইন খেলোয়াড় কী করে মূল একাদশে জায়গা করে নিলেন, এ নিয়ে শুরু হয় আর্জেন্টিনার ফুটবলার কর্তাদের সঙ্গে বাদানুবাদ।

এমতাবস্থায় রেফারি দ্রুত আর্জেন্টিনা দলকে ড্রেসিংরুমে পাঠিয়ে দেন। মাঠে তবু আলোচনা চলতে থাকে। ব্রাজিলের খেলোয়াড়রা তখনও মাঠ ত্যাগ করেননি। সম্ভবত তারা ম্যাচটি খেলতে চাইছিলেন। কিন্তু স্বাস্থ্য কর্তৃপক্ষ সে অনুমোদন দেয়নি।


পরে এক পর্যায়ে লিওনেল মেসিকে নিয়ে মাঠে ঢুকতে দেখা যায় ব্রাজিলের দানি আলভেজকে। মেসি মাঠে ঢুকে 'বন্ধু' নেইমারের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন। কিন্তু ম্যাচ আর শুরু হওয়ার লক্ষণ দেখা যায়নি। শেষ পর্যন্ত স্থগিতই করা হয়েছে বহুল প্রতীক্ষিত লড়াইটি।

ব্রাজিলিয়ান এক রেডিও জানিয়েছে, কোয়ারেন্টাইন ঝামেলা নিয়ে স্বাস্থ্য কর্মকর্তারা ম্যাচের দিন সকালেই সতর্ক করেছিলেন আর্জেন্টাইন কর্তৃপক্ষকে। কিন্তু তারা তা কানে নেয়নি। ম্যাচ শুরু হলে দেখা যায় ইংল্যান্ড থেকে আসা চার ফুটবলারকে নিয়েই একাদশ সাজিয়েছে আলবিসেলেস্তেরা।
ব্রাজিল বনাম আর্জেন্টিনার আজকের লাইভ খেলা দেখুন এখানে

ব্রাজিল বনাম আর্জেন্টিনার আজকের লাইভ খেলা দেখুন এখানে

আজকের লাইভ খেলা দেখুন নিচের লাইভ ভিডিও'তে

দুঃখিত ভিডিও পাওয়া যায় নি

Sunday 5 September 2021

ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ


বিশ্বকাপের বাছাইপর্বে ভেনিজুয়েলাকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের সামনে এবার কঠিন প্রতিপক্ষ ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে হবে তাদেরই চেনা মাঠে।

এক কথায় বিরাট চ্যালেঞ্জ অপেক্ষা করছে লিওনেল মেসিদের সামনে।

বাংলাদেশ সময় রোববার রাত ১টায় ব্রাজিলের করিন্থিয়াস এরেনায় হবে ম্যাচটি।

এমন হাইভোল্টেজ ম্যাচে একাদশ নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার জনপ্রিয় ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এখনও তিনটি জায়গা নিয়ে সংশয়ে রয়েছে। 

প্রথমত রাইট ব্যাকে নাহুয়েল মলিনা ও গনজালো মন্টিয়েলকে নিয়ে। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন মন্টিয়েল। তবে ভেনেজুয়েলার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন মলিনা। এখন ব্রাজিলের বিপক্ষে বাছাইয়ের ম্যাচে কাকে নামানো হবে তা নিয়েই রয়েছে প্রশ্ন।

রক্ষণভাগে লেফট ব্যাক পজিশনে মার্কোস আকুনা ও নিকোলাস তালিয়াফিকোর মধ্যে কাকে নেওয়া হবে শুরুর একাদশে তা নিয়েও দোলাচলে স্কালোনি।

এছাড়া সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে লেয়ান্দ্র পারেদেস ও গুইদো রদ্রিগেজের মধ্যে ঠিক কাকে মাঠে নামাবেন তার সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারছেন না তিনি।

এদিকে ভেনিজুয়েলার ম্যাচে কড়া ফাউলের শিকার হয়ে আহত হলেও এখন পুরোপুরি ফিট আছেন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি। তার খেলা নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছে স্কালোনি। 

আর্জেন্টিনা দলের সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা/গনজালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা/নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস/গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি।

অন্যদিকে ব্রাজিলের একাদশও নিশ্চিত করেননি দলের কোচ তিতে। 

ব্রাজিল দলের সম্ভাব্য একাদশ:
ওয়েভারটন, দানিলো, মিলিতাও, মিরান্ডা, অ্যালেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস/গারসন, লুকাস পাকুয়েতা, ভিনিসিয়াস জুনিয়র/এভারটন রিবেইরো, নেইমার ও গ্যাব্রিয়েল বারবোসা।
কোপার প্রতিশোধ নিতে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের শক্তিশালী একাদশ

কোপার প্রতিশোধ নিতে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের শক্তিশালী একাদশ




কোপার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার কাছে ০-১ গোলে হেরে শিরোপা খুইয়েছিল ব্রাজিল। তবে এবার প্রতিশোধের সময় এসেছে তিতের দলের। বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। আর সে ম্যাচে মেসিদের হারাতে বদ্ধপরিকর ব্রাজিল।


আজ রোববার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় আরেকটি সুপার ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের অষ্টম ম্যাচে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে ব্রাজিল। তাদের ঘরের মাঠ করিন্থিয়াস এরেনায় হবে দুই দলের এ জমজমাট ম্যাচটি।

কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি খেলতে পারবেন না তারকা ডিফেন্ডার মার্কুইনহোস। এর আগে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলা ১১ ফুটবলার অ্যালিসন বেকার, এডারসন মোরায়েস, থিয়াগো সিলভা, ফাবিনহো, ফ্রেড, রাফিনহা, ফিরমিনো, হেসুস, রিচার্লিসন, ম্যালকম ও ক্লাউদিনহোকে হারিয়েছে ব্রাজিল।

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশঃ ওয়েভারটন, দানিলো, এডের মিলিতাও, মিরান্ডা, অ্যালেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস/গারসন, লুকাস পাকুয়েতা, ভিনিসিয়াস জুনিয়র/এভারটন রিবেইরো, নেইমার ও গ্যাব্রিয়েল বারবোসা।


যার মানে দাঁড়ায় গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে যেই একাদশ নিয়ে খেলেছিল ব্রাজিল, সেই দলের মাত্র চারজনকে ফিরতি ম্যাচে পাচ্ছে সেলেসাওরা। তারা হলেন দানিলো, ক্যাসেমিরো, পাকুয়েতা এবং নেইমার।

ম্যাচটিতে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশঃ এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা/গনজালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা/নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস/গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি।

বিশ্বকাপ বাছাইয়ে রীতিমতো উড়ছে ব্রাজিল। এখনও পর্যন্ত খেলা সাত ম্যাচের সবকয়টিই জিতেছে তারা। যার সুবাদে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে সেলেসাওরা। এই সাত ম্যাচে ১৭ গোলের বিপরীতে তারা হজম করেছে মাত্র দুইটি।

 
ব্রাজিলের মতো সব ম্যাচ জেতেনি আর্জেন্টিনা। তবে তারা কোনো ম্যাচ আবার পরাজিতও হয়নি। এখনও পর্যন্ত সাত ম্যাচে ৪ জয় ও ৩ ড্র করেছে তারা, ১৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের দুই নম্বরে। এই সাত ম্যাচে ১২ গোল করলেও, বিপরীতে ৬টি হজম করতে হয়েছে আলবিসেলেস্তেদের।
ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ দেখবেন যেভাবে

ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ দেখবেন যেভাবে


কোপা আমেরিকার ফাইনালের দুঃস্বপ্ন হয়ত এখনও ভুলেনি ব্রাজিল। আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহোল ডি মারিয়ার দারুণ এক গোলে ঘরের মাঠেই কোপা আমেরিকার শিরোপা হাতছাড়া হয় সেলেকাওদের।

সেই তেতো স্বাদকে এবার মিঠায় পরিণত করার সুযোগ এসেছে নেইমারদের।  বাংলাদেশ সময় রোববার রাত ১টায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের করিন্থিয়াস এরেনায় আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।


ঘরের মাঠে কোপার মুকুট হাতছাড়া হওয়ার বদলা নিতে মুখিয়ে আছে নেইমারের ব্রাজিল।

এক কথায় আর্জেন্টিনার বিপক্ষে তেতে আছে তিতের শিষ্যরা।   

কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই এবার অপ্রতিরোধ্য। কোনো দলই এখনো হারেনি। তবে এক্ষেত্রে কিছুটা এগিয়ে আছে ব্রাজিল। নেইমাররা হার তো দূরের কথা, ড্র-ই করেনি এখন পর্যন্ত। 

আর আর্জেন্টিনা তিন ম্যাচে ড্র করে পয়েন্ট খুইয়েছে। সাতে সাত ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। আর্জেন্টিনার অবস্থান দুইয়ে।


ইতোমধ্যে আর্জেন্টিনাকে একপ্রকার হুমকি দিয়ে রেখেছেন চিলির বিপক্ষে ব্রাজিলের জয়ের নায়ক এভেরটন রিবেইরা। সে ম্যাচ জয়ের পর তিনি বলেছেন, ‘টানা সাত জয় ঐতিহাসিক। এবার আমরা আটে আট করব।’

যাইহোক আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ মানেই সুপার এল ক্লাসিকো। যাকে বলে অগ্নিগর্ভ ম্যাচ। প্রীতি ম্যাচ, কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপ বাছাইপর্ব, যে মোড়কেই হোক না কেন, লাতিন সুপার ক্লাসিকোর আবেদনে কখনো ভাটা পড়ে না।

ম্যাচটি উপভোগ করতে নির্ঘুম রাত কাটাবেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। কোন চ্যানেলে, কীভাবে খেলাটি দেখাবে তা জানতে আগ্রহী সবাই।

ব্রাজিল-আর্জেন্টিনার এই লড়াই কখন, কোথায় হবে, ও যেভাবে দেখবেন-

তারিখ- ৬ সেপ্টেম্বর, সোমবার। সময়- রাত ১টা (বাংলাদেশ সময়)

ভেন্যু- নিও কিমিকা অ্যারেনা, সাও পাওলো, ব্রাজিল।


টিভিতে দেখবেন যে চ্যানেলে- ভারত উপমহাদেশীয় অঞ্চলে কোনো টিভিতে সম্প্রচারিত হচ্ছে না এই ম্যাচ। ফলে অনলাইনই এই ম্যাচ দেখার একমাত্র ভরসা।

অনলাইনে দেখবেন যেভাবে- টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট, কুরার মতো অনানুষ্ঠানিক কিছু প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে এই লড়াই।  
বিশ্বকাপ বাছাই: রাতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

বিশ্বকাপ বাছাই: রাতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ




কাতার বিশ্বকাপের বাছাইপর্বে রাতে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। কোপা আমেরিকার ফাইনালের পর ফের সুপার ক্লাসিকোয় মুখোমুখি এই দুই লাতিন পরাশক্তি।


শেষবারের দেখায় অবশ্য হেসেছিল আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে আনহেল দি মারিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে তাদেরই মাঠ মারাকানায় ১-০ ব্যবধানে হারায় লস ব্লাঙ্কোসরা। ২৮ বছর পর লাতিন শ্রেষ্ঠত্বের শিরোপা উঠে লিওনেল মেসিদের হাতে।
 
এবারও আর্জেন্টিনাকে যেতে হচ্ছে ব্রাজিলে। তবে ভেন্যু মারাকানা নয়, সাও পাওলোর করিন্থিয়ানস অ্যারেনা। কোপা বিসর্জনের প্রতিশোধ নেওয়ার জন্য মাঠে নামবে কোচ তিতের দল।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা সাত ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে অজেয় আর্জেন্টিনাও। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচ অপরাজিত লিওনেল স্কালোনির শিষ্যরা। বাছাইপর্বে তিন ম্যাচে ড্র করায় ব্রাজিলের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা।

ব্রাজিলের বিপক্ষে হারলে এবং ইকুয়েডর নিজেদের পরের ম্যাচ জয় পেলে, পয়েন্ট তালিকার দুই থেকে তিনে নেমে যাবে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ বাছাই পর্বে টানা ৭ ম্যাচই জিতেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সংখ্যাটা ৮ নম্বরে নেই লক্ষ্য তিতের।

লিওনার্দো বাচ্চি তিতে বলেন, আমাদের সেরা ফুটবলাররা নেই। তবে যারা আছে তাদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে ম্যাচ। উত্তেজনা আর চাপ বেশি থাকবে। আমি আশা রাখি আামাদের শতভাগ জয়ের ধারা ধরে রাখতে পারব।

ব্রাজিলের কোপা আমেরিকার প্রতিশোধ নাকি প্রতিপক্ষের মাঠে জয়ের ধারা অব্যাহত রাখবে আর্জেন্টিনা। তা অবশ্য জানা যাবে ম্যাচের পরেই। সে পর্যন্ত ভক্তদের অপেক্ষায় থাকতেই হচ্ছে।

Saturday 21 August 2021

৬ সেপ্টেম্বর ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগেই আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

৬ সেপ্টেম্বর ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগেই আর্জেন্টিনা দলে দুঃসংবাদ



করোনার কারণে স্থগিত ছিল লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের সকল খেলা। তবে আগামী সেপ্টেম্বর থেকে তা শুরু হতে যাচ্ছে। 

কাতার বিশ্বকাপে জায়গা করে নিতে আগামী ৩, ৬ ও ১০ সেপ্টেম্বর যথাক্রমে ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।


অর্থাৎ হাতে সময় দুই সপ্তাহও নেই। আর এরইমধ্যে একের পর এক  দুঃসংবাদ ভেসে আসছে আর্জেন্টাইন শিবিরে। ইনজুরির কবলে পড়ছেন একের পর এক স্ট্রাইকার। 

কোপা আমেরিকা জয়ের পর মাঠে ফিরেই ইনজুরিতে আক্রান্ত হয়েছেন সের্হিও আগুয়েরো, লাওতারো মার্তিনেজ ও পাওলো দিবালা। 

এবার এই তালিকায় নতুন সদস্য হিসেবে যোগ দিলেন আলবিসেলেস্তেদের গোলরক্ষক অগুস্তিন মার্চেসিন। কোপা আমেরিকার ফাইনালের নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের প্রথম বিকল্প হিসেবে তাকে মানা হয়।

তাই মার্চেসিনের ইনজুরি কোচ লিওনেল স্কালানির কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে নিশ্চিত। 


জানা গেছে, মার্চেসিনের হাঁটুর ইনজুরিটি বেশ গভীর। যে কারণে অস্ত্রোপচার করা হয়েছে তার। অর্থাৎ আগামী মাসে ব্রাজিলের ম্যাচসহ বাকি দুই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দেখা যাবে না এফসি পোর্তোর এই গোলরক্ষককে।

মার্চেসিন ছিটকে পড়ারয় স্কোয়াডে গোলরক্ষক হিসেবে অ্যাস্টন ভিলার মার্তিনেজ, আতালান্তার হুয়ান মুসো, রিভার প্লেটের ফ্রাঙ্কো আরমানি, কাদিজের জেরেমিয়াস লেদেসমার মধ্যে যেকোনো তিনজনকে নেবেন স্কালোনি। 

ওদিকে একাধিক স্ট্রাইকারের ইনজুরির কারণে এবার স্কোয়াডে ঢুকে পড়তে পারেন পিএসজির তারকা মাউরো ইকার্দি। দু-একদিনের মধ্যেই বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড ঘোষণা করবেন স্কালোনি।

Friday 13 August 2021

বার্সেলোনার বিশ্বাসঘাতকতার শিকার মেসি!

বার্সেলোনার বিশ্বাসঘাতকতার শিকার মেসি!




লিওনেল মেসি মনে করেন তিনি বার্সেলোনার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। 

বার্সেলোনার বর্তমান সভাপতি জুয়ান লাপোর্তা নির্বাচনী প্রচারণার শুরু থেকে বলে আসছিলেন, তিনি লিওনেল মেসিকে ক্লাবে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি বলেছিলেন, আমিই একমাত্র লোক যে এই কাজ সফলভাবে করতে পারব।


তবে সভাপতি হওয়ার পর লাপোর্তা ক্লাবের ঋণের পরিমাণ জেনে অবাক হয়েছিলেন। তার ধারণা ছিল ২০০ মিলিয়ন ইউরোর মতো ঋণ হতে পারে, কিন্তু আসলে ঋণ ছিল ৫০০ মিলিয়ন ইউরো।

দেড় মাস আগে মেসি ও লাপোর্তা একসঙ্গে ডিনারে গিয়েছিলেন। সেই ডিনারে লাপোর্তা একটা ধারণা পান কীভাবে মেসিকে বার্সেলোনায় রাখা যায়।

মেসিকে বার্সেলোনায় রাখতে দুটি ভিন্ন চুক্তিপত্র তৈরি করান লাপোর্তা। একটি দুই বছরের, আরেকটি পাঁচ বছরের। দুই পক্ষই পাঁচ বছরের চুক্তির বিষয়ে একমত হয়। বার্সার ধারণা ছিল লা লিগা কর্তৃপক্ষ নিশ্চিতভাবে এ চুক্তি অনুমোদন দেবে। 

ওই ডিনারের দুই-তিন দিন পরই লা লিগার প্রধান হাভিয়ের তেবাসের সঙ্গে দেখা করেন লাপোর্তা। তেবাস লাপোর্তাকে বলেন- মেসির সঙ্গে তাদের চুক্তিকে তারা অনুমোদন দিতে পারেন, কিন্তু এক্ষেত্রে সিভিসি নামের একটা প্রাইভেট ইক্যুইটি গ্রুপের সাহায্য লাগতে পারে।

এই সিভিসি সম্প্রতি একটা চুক্তির বিষয়ে সম্মত হয়েছে, যার আওতায় তারা লা লিগায় ২৭০ কোটি ইউরো বিনিয়োগ করবে। বিনিময়ে তারা পাবে এর ১০ শতাংশ আর বিনিয়োগ করা অর্থের ৯০ শতাংশ পাবে ক্লাবগুলো।

কিন্তু সমস্যা হয়ে যখন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এই সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে মত দেয়। এই চুক্তিতে একমত হলে ক্লাবে অনেক অর্থ আসতো এবং ১৫ শতাংশ বা প্রায় ৪০ মিলিয়ন ইউরো খেলোয়াড়দের বেতন বাবদ পরিশোধ করা যেত।


লাপোর্তা জানতেন এই চুক্তিতে সই করলেই লিওনেল মেসিকে বার্সেলোনায় রাখা সম্ভব। এজন্য তিনি তেবাসের কাছে তার আগ্রহের কথাও প্রকাশ করেন। লাপোর্তা বার্সেলোনার নতুন নির্বাহী প্রধান ফেরান রেভারটারের সঙ্গে একমত হন যে, এটা ক্লাবের স্বার্থের জন্য খুব ভালো কিছু হবে না।

এরপর রেভারটার লাপোর্তাকে কিছু সংখ্যা দিয়ে চমকে দেন, যা শুনে নতুন সভাপতির মেজাজ খারাপ হয়ে যায়। মেসির বেতনসহ খেলোয়াড়দের বেতন দাঁড়ায় ক্লাবের মোট আয়ের ১১০ শতাংশ, আর মেসির বেতন ছাড়া সেটা হয় ৯৫ শতাংশ। তখন মেসিকে বার্সেলোনায় রাখার বিষয়টি পুরো অসম্ভব হয়ে যায়। 

লাপোর্তা স্বীকার করেছেন যে, মঙ্গলবারই তিনি মেসির সঙ্গে নতুন চুক্তি না করার ব্যাপারে সিদ্ধান্ত নেন। দুই দিন পর বিষয়টি মেসিকে জানিয়ে দেন।

মেসির সঙ্গে চুক্তি না হওয়ার জন্য লাপোর্তা অবশ্য লা লিগার আইনকানুনের কঠোরতাকে দায়ী করেছেন। একই সঙ্গে সিভিসির প্রস্তাবিত বিনিয়োগ পরিকল্পনাটি বার্সেলোনার স্বার্থের অনুকূলে ছিল না বলে জানান।

তবে একটি সূত্রে জানা যায়, বার্সেলোনা আসলে লিওনেল মেসিকে ক্লাবে রাখার জন্য তেমন কোনো চেষ্টাই করেনি। 

সেটা আরও স্পষ্ট হয় বার্সেলোনার সাবেক পরিচালক জমি লোপিসের কথায়। তিনি পদত্যাগের পর জানিয়েছেন, আমি স্বাধীনভাবে কথা বলতে না পারায় পদত্যাগ করেছি। মেসি বলেছে তারা যা যা করতে পারত তার সবকিছু তারা করেনি।


মেসির বার্সেলোনা ছাড়ার ঘোষণার দিনে লাপোর্তাকে বার্সেলোনা শহরের সেরা এক রেস্তোরাঁয় রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আর জুভেন্টাসের আন্দ্রেয়া অ্যাগনেলির সঙ্গে দেখা যায়। 

লোপিস বলেছেন, লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যখন পিএসজিতে চলে যাওয়ার ঘোষণা দিচ্ছেন তখন লাপোর্তা কেন রিয়াল মাদ্রিদের সভাপতির সঙ্গে খাবারে ব্যস্ত। 

বার্সেলোনার আর্থিক অবস্থা খারাপ তা ঠিক আছে। কিন্তু মেসি ছুটি থেকে ফিরে জানতে পারেন ক্লাব ছেড়ে চলে যেতে তার শুধু সইটাই করা বাকি আছে। আর এ কারণেই বেশি কষ্ট পান মেসি। তিনি অনুভব করেন, যে ক্লাবকে এত কিছু দিলেন, সেই ক্লাবই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বার্সেলোনা তাকে আগের বেতনের চেয়ে ৫০ শতাংশ কম দেওয়ার যে প্রস্তাব করেছিল, মেসি তাও গ্রহণ করেছিলেন। এমনকি কোন ধরনের দর কষাকষিও করেননি। 

সূত্র:বিবিসি

Tuesday 10 August 2021

৩৫০ কোটি টাকা বেতনে পিএসজিতে মেসি

৩৫০ কোটি টাকা বেতনে পিএসজিতে মেসি




সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইতেই যোগ দিচ্ছেন লিওনেল মেসি। 

বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো। 

মঙ্গলবার তিনি জানিয়েছেন, বছরে ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দিচ্ছেন মেসি। 

নেইমারকেও বছরে ৩৫ মিলিয়ন পারিশ্রমিক দেয় পিএসজি। 

২ বছরের চুক্তিতে পিএসজিতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক। 

আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রান্সে যাবেন মেসি, এমনটি জানিয়েছেন রোমানো। 

ফুটবলভিত্তিক সংবাদমাধ্যমগুলোর দাবি মেসির জন্যই প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার মঙ্গলবারের জন্য ভাড়া নিয়েছে পিএসজি। 

এর আগে ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি'তে বার্সেলোনা থেকে পিএসজিতে যান ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার জুনিয়র। তখন তার আগমনী ঘোষণা দিতে ৩ লাখ ইউরোর বিনিময়ে আইফেল টাওয়ার ভাড়া নিয়েছিল পিএসজি।

হয়তো মঙ্গলবার মেসিকে দলে ভেড়ানোর ঘোষণা দিতেই আইফেল টাওয়ারটি ভাড়া করেছে প্যারিসের ক্লাবটি।