Showing posts with label জকিগঞ্জ. Show all posts
Showing posts with label জকিগঞ্জ. Show all posts

Thursday, 2 March 2023

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের পিতা-পুত্রের মৃত্যু

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের পিতা-পুত্রের মৃত্যু



জকিগঞ্জে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের পরচক বটরতল বাজার সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন - গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রানাপিং শেরপুর গ্রামের মৃত আসাব আলীর ছেলে ফলিক আহমদ (৪৫) ও তার ছেলে শাহিন আহমদ (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সিএনজি অটোরিকশাযোগে ফলিক আহমদ জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সকাল পৌনে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের পরচক বটরতল এলাকায় পৌঁছা মাত্র সিএনজি অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাস গাড়ির সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় শাহিন। গুরুতর আহত ফলিক আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- সিএনজি অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পরই মাইক্রোবাস নিয়ে চালক পালিয়ে যায়। এই গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। 

Thursday, 12 May 2022

জকিগঞ্জে ট্রাকচাপায় প্রবাসী নিহত

জকিগঞ্জে ট্রাকচাপায় প্রবাসী নিহত


জকিগঞ্জে ট্রাকচাপায় শফিকুর নূর রফিক (৫৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি সদ্যপ্রবাস থেকে (ওমান) দেশে এসেছিলেন। নিহত শফিকুর নূর রফিক (৫৫) উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের অধিবাসী।
 
আজ বুধবার ( ১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কালিগঞ্জ বাজারের পশ্চিমে জান্নাত পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলের বাইসাইকেল চালিয়ে  বাসায় ফেরার পথে জকিগঞ্জ- সিলেট সড়কের কালিগঞ্জ এলাকার পশ্চিম পাশে আকস্মিক একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান রফিক। এসময় ঘাতক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। 

মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে 

Saturday, 23 April 2022

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবতীর মৃত্যু

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবতীর মৃত্যু


জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু ঘটেছে। নিহত গৃহবধূ উপজেলার কাজলসার ইউনিয়নের উত্তর জামুরাইল গ্রামের প্রবাসী আব্দুল হামিদের স্ত্রী শারমিন রিমা (২৪)। তিনি এক সন্তানের মা।

শনিবার দুপুর দেড়টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম ও কালিগঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে একটি চলন্ত বাস দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে।

জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে- ওই নারী গাড়ি থেকে ছিটকে পড়েছেন। আবার কেউ কেউ বলছেন, চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নামতে যান ওই মহিলা। এতে মারাত্মক আহত হলে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে তিনি সেখানেই মারা যান। ওসি বলেন, দুর্ঘটনার কারণটা তাৎক্ষণিকভাবে পরিস্কার হয়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। 

Wednesday, 16 February 2022

জকিগঞ্জ থানায় নতুন ওসি মোশাররফ হোসেন

জকিগঞ্জ থানায় নতুন ওসি মোশাররফ হোসেন




সিলেট জেলা পুলিশের জকিগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ মোশাররফ হোসেনকে পদায়ন করা হয়েছে।

বুধবার তাকে জকিগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ পদে পদায়ন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মুখপাত্র লুৎফুর রহমান।

এর আগে তিনি সিলেট মেট্রপলিটন পুলিশের কতোয়ালি এবং এয়ারপোর্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জকিগঞ্জ থানার বর্তমান ওসি আবুল কাশেমকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঢাকায় বদলি করা হয়েছে। 

Thursday, 30 September 2021

জকিগঞ্জে রাতভর ডাকাত আতঙ্ক!

জকিগঞ্জে রাতভর ডাকাত আতঙ্ক!



নিজস্ব প্রতিবেদকঃ জকিগঞ্জ পৌর এলাকায় গতকাল রাতভর ডাকাত আতঙ্কে ছিলো। গভীর রাতে হঠাৎ করেই ফেসবুকে ছড়িয়ে পড়ে পৌর এলাকায় ২ গাড়ি ডাকাত ঢুকে পড়েছে। এমন খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবদিকে। ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ লোকজন ছিলেন সর্তক অবস্থানে। থানা পুলিশও বৃদ্ধি করেছিলো টহল। বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ টিম।


থানা পুলিশ সূত্র জানিয়েছে, ফেসবুকে হঠাৎ করে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনের নির্দেশনায় পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ওসি আবুল কাসেমের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ডাকাতদলের সন্ধানে অভিযান চালিয়েছে। তবে ভোর রাত ৪টা পর্যন্ত কোথাও ডাকাতদলের উপস্থিতির খবর পাওয়া যায়নি।
 
এ প্রসঙ্গে জকিগঞ্জ  থানার ওসি আবুল কাসেম বলেন, ফেসবুকে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ার পরপরই তিনি পুলিশের একাধিক টিম নিয়ে সর্তক অবস্থানে ছিলেন। কোথাও ডাকাতদলের উপস্থিতির তথ্য পাওয়া যায়নি।


ফেসবুকের খবর কতটুকু নির্ভরযোগ্য হতে পারে এমন প্রশ্নে বলেন, এটা রিউমার (গুজব) হতে পারে। পুরো উপজেলায় পুলিশ খুবই সর্তক ছিলো।

Monday, 6 September 2021

জকিগঞ্জে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু

জকিগঞ্জে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু



সিলেটের জকিগঞ্জে ভীমরুলের কামড়ে নাহিদ আহমদ নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের পলাশপুর গ্রামের শাবলু আহমদের ছেলে।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।


নাহিদের পিতা শাবলু আহমদ জানান, বাড়ীর ঘরের পাশে বড় একটি গাছে ভীমরুল বাসা বাঁধে কয়েকদিন আগে। সেটি দেখে আজ ভীমরুলের বাসা লক্ষ্য করে পাথর দিয়ে ঢিল ছুড়েন শাবলু।পরে ব্যক্তিগত কাজে বাহিরে চলে যান তিনি। ঢিল ছুড়ার সাথে সাথে ভীমরুলরা চর্তুদিকে ছড়িয়ে পড়ে। তার ছেলে নাহিদ তখন ঘরে ছিল। কিছু সময় পর ছেলে নাহিদ ঘর থেকে বের হলে ভীমরুলরা তাকে ঘিরে ফেলে ও তার হাত, পা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে আহত করে। তার (ছেলে নাহিদ) চিৎকার শুনে নাহিদের মা ও বাড়ীর লোকজন এগিয়ে এসে নাহিদকে ভীমরুলের কবল থেকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শিশু নাহিদের মৃত্যু হয়।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাসেম খাঁন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

Monday, 23 August 2021

জকিগঞ্জে থেকে দুই লক্ষাধিক টাকার ফেনসিডিল উদ্ধার: আটক-১

জকিগঞ্জে থেকে দুই লক্ষাধিক টাকার ফেনসিডিল উদ্ধার: আটক-১



জকিগঞ্জে বসত ঘর থেকে দুই লক্ষাধিক টাকার ফেনসিডিল-সহ মাদক কারবারী নজরুল ইসলামের স্ত্রীকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত হারিছ আলীর পূত্র মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের বসতঘর থেকে দুই লক্ষাধিক টাকা মূল্যের ২০১ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী পরভীন বেগমকে মাদকসহ হাতেনাতে আটক করে পুলিশ।


জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম-এর সার্বিক তত্বাবধানে রোববার ২ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার এসআই নুর জামাল-এর নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের স্ত্রী পারভীন বেগমের দেখানো মতে বসতঘরের দক্ষিন কক্ষের খাটের নীচে পৃথক দু’টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২০১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ উপস্থিত লোকজনের সামনে মাদকগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী আটক পারভীন বেগম (৪০) কে আসামী করে মামলা দায়ের করেছে।

স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের আয় উপার্জনের বৈধ কোন পেশা নেই। সে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে তার স্ত্রীর সহায়তায় দীর্ঘদিন যাবত পুলিশ ও বিজিবি সদস্যের চোঁখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী দেশ ভারত থেকে ফেনসিডিল আমদানী করে স্থানীয়ভাবে বিক্রয় করে আসছে। নজরুল ইসলাম এলাকায় ফেনসিডিল বিক্রয় করায় এলাকার যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। সে আইন শৃংখলা বাহিনীকে ধোকা দিতে প্রায়ই ফেনসিডিল ক্রয় বিক্রয়ের কাজে তার স্ত্রী পারভীন আক্তার ব্যবহার করে আসছে।


বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত আছে। আমরা মাদক ব্যবসায়ী বা মাদকসেবী কাউকে কখনো ছাড় দেবনা। এ ক্ষেত্রে জকিগঞ্জের আপামর জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। জকিগঞ্জ থানা পুলিশ চায় সীমান্তবর্তী এ অঞ্চল মাদকমুক্ত হোক।

কুশিয়ারা নিউজ/রাজু আহমেদ/জ.গ-২৩/০৮/২০২১

Thursday, 19 August 2021

সৌদি আরবের ভিসা হাতে খুশি মনে ফিরছিলেন জুনেদঃ কিন্তু ভাগ্য বড় নির্মম!

সৌদি আরবের ভিসা হাতে খুশি মনে ফিরছিলেন জুনেদঃ কিন্তু ভাগ্য বড় নির্মম!



জকিগঞ্জ সড়কের বারহাল এলাকায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত জুনেদ আহমদের সৌদি আরব যাওয়ার স্বপ্ন এক নিমিষেই ভেস্তে গেলো খাঁদের জলে।

দৌলতপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে নিহত জুনেদ আহমদ (৩৩) হাতে সৌদি আরবের ভিসা নিয়েই বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। 


রিফাত আহমদ নামের একজন ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, মৃত জুনেদ আহমদ আমাদের অফিস থেকে সৌদি আরবের ভিসা এবং পাসপোর্ট নিয়ে প্রায় ৪.৩০ মিনিটের দিকে রওনা দেন। আগামী রোববারে আবার আসার কথা ছিলো সৌদি আরবের মেডিকেল দেওয়ার জন্য!

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, জুনেদ আহমদ ও তার পরিবারের স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেলো। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের বারহাল ইউনিয়নাধীন শাহবাগের নিজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনায় নিহতরা হলেন, বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে জুনেদ আহমদ (৩৩), সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. সামেল মিয়া (৩০), একই ইউপির ছয়ঘরী গ্রামের অরুন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩৬)।

Wednesday, 18 August 2021

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনা : নিহতের সংখ্যা বেড়ে ৩

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনা : নিহতের সংখ্যা বেড়ে ৩



জকিগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের বারহাল ইউনিয়নাধীন শাহবাগের নিজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



এ সময় ৪ জনকে আহতবস্থায় মাইক্রোবাসের ভিতর থেকে উদ্ধার করে সিলেটের হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. সামেল মিয়া (৩০), বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে জুনেদ আহমদ (৩৩), একই ইউপির ছয়ঘরী গ্রামের অরুন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩৬) নিহত হয়েছেন।


স্থানীয়রা জানিয়েছেন, সিলেট থেকে জকিগঞ্জগামী মাইক্রোবাস সিলেট ট ১১-০৫২২ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে ৭ জনকে উদ্ধার করেন। এরমধ্যে ঘটনাস্থলে একজনের মৃত্যু ঘটে। পরে সিলেট নেবার পথে আরও একজন মৃত্যুবরণ করেন। নিহত আহতদের পরিচয় সনাক্ত করতে পারেননি স্থানীয়রা। খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম ও জকিগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান।


জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানিয়েছেন, দুর্ঘটনায় ৩জনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ ও গাড়ী উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে।তবে গাড়ীতে মোট কয়জন ছিলেন তা সঠিক করে জানা যায়নি।
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত


সিলেট-জকিগঞ্জ সড়কের বারহাল এলাকায় একটি মাইক্রোবাস (নোয়াহ) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ২ জনের মৃত্যু ঘটেছে। তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।



বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজগ্রাম পরচক আর শাহবাগের মাঝামাঝি জায়গায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক নিহতের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।
 
মৃত্যুর বিষয়টি জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে নিহতের সঠিক সংখ্যা জানা যাবে। নিহতের নাম-ঠিকানা বা বিস্তারিত এখনও পাওয়া যায়নি।


তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন- মৃত্যুর সংখ্যা একাধিকও হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে বলে জানান জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম।

Monday, 16 August 2021

জকিগঞ্জে জামায়াত নেতা নুরুল হক গ্রেফতার

জকিগঞ্জে জামায়াত নেতা নুরুল হক গ্রেফতার



প্রতিবেশীর মামলায় জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের জামায়াত নেতা নুরুল হককে (৭২) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল হক কাজলসার ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত সাতির আলী ছেলে। তিনি কাজলসার ইউনিয়ন জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।


পুলিশ জানায়, গত ১১ আগস্ট নুরুল হকসহ তার ৪ ছেলের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেন একই গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল জব্বার (৫২)। 

অভিযোগে উল্লেখ করা হয়, নুরুল হকসহ তার ৪ ছেলে পাশের বাড়ির বাসিন্দা আব্দুল জব্বারের বাড়ির দেয়াল নির্মাণকে কেন্দ্র করে নির্মাণ কাজে বাধা দিয়ে একপর্যায়ে আব্দুল জব্বারসহ তাদেরকে মারধর করে ঘর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নেন। পরে পুলিশ ঘটনার তদন্ত করে ১৪ আগস্ট ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোডে মামলা রেকর্ড করে। এ মামলায় রবিবার রাতে নুরুল হককে গ্রেফতার করে পুলিশ।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানান, পাশের বাড়ির দেয়াল নির্মাণকে কেন্দ্র করে নির্মাণ কাজে বাধা, মারধর, টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগে দায়েরকৃত মামলায় নুরুল হককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আদালতে পাঠানো হবে। এ মামলার অন্য আসামীদেরকেও গ্রেফতারে অভিযান চলছে।

Saturday, 14 August 2021

জকিগঞ্জে ফ্রি ঔষুধ, অ্যাম্বুলেন্স-অক্সিজেন সেবা সেন্টারের উদ্বোধন

জকিগঞ্জে ফ্রি ঔষুধ, অ্যাম্বুলেন্স-অক্সিজেন সেবা সেন্টারের উদ্বোধন


করোনাভাইরাসে আক্রান্ত গরীব-অসহায় রোগীদেরকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফ্রি অক্সিজেন সেবা, ২৪ ঘন্টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, প্রয়োজনীয় ঔষধ প্রদান ও সর্বসাধারণকে করোনার ভ্যাক্সিন গ্রহণে উদ্বুদ্ধকরণ ও নিবন্ধনে সহায়তা করতে সিলেট হেলথ এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট (শেইড) এর উদ্যোগে জকিগঞ্জ উপজেলা সেবা সেন্টার উদ্বোধন করা হয়েছে।


শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবা সেন্টারের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন শেইড ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুনতাসির আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজ সেবায় ধর্ম-বর্ণ, দল-মত ও পথের কোন ভেদাভেদ নেই। নির্বিশেষে সকল সৃষ্টির সেবায় আত্মনিয়োগ করা ইসলামের শিক্ষা। মানবতা এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কোন ভেদাভেদের সুযোগ নেই। মানুষকে বাঁচানোই আসল রাজনীতি। জকিগঞ্জের প্রবাসীরা তাদের মানবিক চিত্তের পরিচয় দিয়ে শেইড ট্রাস্টের সহযোগীতায় এগিয়ে এসেছেন। আমরাও স্বেচ্ছাসেবী হয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। সবসময়ই অসহায় মানুষের কল্যাণে কাজ করতে শেইড ট্রাস্ট অঙ্গীকারবদ্ধ।


সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী বলেন, মানুষের এই দুর্দিনে জকিগঞ্জবাসী ঐক্যবদ্ধ। মানুষের কল্যাণে মানবিক কাজ করাটাও ইবাদত। শেইড ট্রাস্টের মানবিক এই কর্মসূচী বাস্তবায়নে সামর্থ্যানুযায়ী সবাই ভূমিকা রাখা দরকার। আমার পক্ষ থেকে সবসময় মানবিক এই কর্মসূচীতে সহযোগীতা অব্যাহত থাকবে।

শেইড ট্রাস্ট জকিগঞ্জ সেবা সেন্টারের কো-অর্ডিনেটর খায়রুল ইসলাম মুনশীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শায়খ মাওলানা আবদুল মুছাব্বির।

বক্তব্য রাখেন, জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, শেইড ট্রাস্টের সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, ট্রাস্টি সদস্য মাওলানা নেহাল আহমদ, মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, মাজলিসুল ইত্তিহাদ জকিগঞ্জ এর সহ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী হাফিজ আবদুল হাসিব, কোষাধ্যক্ষ কাতার প্রবাসী মাওলানা আবদুল হাসিব চৌধুরী, অনুষ্ঠানের সদস্য সচিব মাওলানা আলাউদ্দিন তাপাদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব আহমদ, সাংবাদিক কেএম মামুন, মাওলানা আবদুস সালাম ও মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।


শেইড ট্রাস্ট জকিগঞ্জ সেবা সেন্টারের কো-অর্ডিনেটর খায়রুল ইসলাম মুনশী জানিয়েছেন, সেবা সেন্টারের প্রয়োজনীয় ব্যয় স্পন্সর করছে প্রবাসীদের সংগঠন মাজলিসুল ইত্তিহাদ জকিগঞ্জ এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে উদ্দিন ফ্যামিলি ফাউন্ডেশন ইউএসএ। করোনা ভাইরাসে আক্রান্ত জকিগঞ্জ উপজেলার গরীব-অসহায় রোগীদেরকে এই সেবা সেন্টারের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফ্রি অক্সিজেন সেবা, ২৪ ঘন্টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, প্রয়োজনীয় ঔষধ প্রদান ও সর্বসাধারণকে করোনার ভ্যাক্সিন গ্রহণে উদ্বুদ্ধ করণ ও নিবন্ধনে সহায়তা করা হবে। তাছাড়াও স্বচ্ছল রোগীদেরকে ন্যায্য মূল্যে প্রয়োজনীয় সেবা দিয়ে যাবে।

Friday, 13 August 2021

জকিগঞ্জে গ্যাসক্ষেত্র আবিষ্কারে খরচ হয়েছে ৭৮ কোটি টাকা

জকিগঞ্জে গ্যাসক্ষেত্র আবিষ্কারে খরচ হয়েছে ৭৮ কোটি টাকা




জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কারে ৭৮ কোটি টাকা ব্যয় করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। যেখানে খরচ ধরা হয়েছিলো ৮৬ কোটি ৩৭ লাখ টাকা। অথচ, বিদেশী কোম্পানিকে নিয়োগ দিলে সম্ভাব্য ব্যয় হতো প্রায় ১৮০কোটি টাকা। এর বিপরীতে খরচ বাঁচিয়ে এতো কম ব্যয়ে গ্যাসক্ষেত্র আবিষ্কার করায় প্রশংসিত হচ্ছে বাপেক্স।


জকিগঞ্জ পৌরসভার আনন্দপুর গ্রামের ফায়ার স্টেশন লাগোয়া একটি কৃষি জমিতে দেশের ২৮তম এ গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।


এ গ্যাসক্ষেত্র আবিষ্কারের আগে সম্ভাব্যতা বিবেচনায় সেখানে অনুসন্ধান চালায় বাপেক্স। এরপর আসে সুখবর। অনুসন্ধান চালিয়ে সেখানে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কার করে ফেলে বাপেক্স।

গত সোমবার (৯ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দেশের ২৮তম এ গ্যাসক্ষেত্রে জকিগঞ্জের ঘোষণা করেন। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে এ ঘোষণা দেন তিনি। মন্ত্রী বলেন, ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে নতুন গ্যাসক্ষেত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার, অনুসন্ধানের জন্য বাপেক্সকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী করা হয়েছে।

বাপেক্স সূত্রে জানা গেছে, জকিগঞ্জ এলাকায় ১০৩ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ চালানো হয় ২০১৬-১৭ সালে। তখন বাপেক্সের খরচ হয় ৩ কোটি টাকা। ওই জরিপে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় অনুসন্ধান কূপ খননের প্রস্তাব তৈরি করা হয়। প্রস্তাবে ৮৬ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল। সে প্রস্তাবে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সায় দেয়।


তবে এতো টাকা লাগেনি, বাপেক্স আরো কম ৭৫ কোটি টাকা খরচ করেই অনুসন্ধান গ্যাস কূপ খনন করে গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে। সবমিলিয়ে এটা আবিষ্কারে খরচ হয়েছে মাত্র ৭৮ কোটি টাকা।

জকিগঞ্জে গেল ১ মার্চ বাপেক্স খননকাজ শুরু করেছিল। কাজ শেষ হয় ৭ মে। চারটি স্তরে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে একটিতে বাণিজ্যিকভাবে উত্তোলনের গ্যাস পাওয়া যায়। ৬ হাজার ৮০০ কোটি ঘনফুট গ্যাস আছে এই ক্ষেত্রে। ৭০ শতাংশ গ্যাস উৎপাদন বিবেচনায় উত্তোলন করা যাবে ৪ হাজার ৮০০ কোটি ঘনফুট গ্যাস। প্রতিদিন ১ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করার বিবেচনায় আগামী এক যুগ এখান থেকে গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করার পরিকল্পনা আছে সরকারের।

সংশ্লিষ্টরা জানান, জকিগঞ্জে পাওয়া গ্যাসের মূল্য ১ হাজার ২৭৬ কোটি টাকা।


জানা গেছে, জকিগঞ্জ ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করতে পাইপলাইন নির্মাণের প্রকল্প গ্রহণের জন্য জ্বালানি বিভাগ নির্দেশনা দিয়েছে। ৩৫ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হবে।

Tuesday, 10 August 2021

জকিগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগ আর চাকরী দেয়ার দাবী

জকিগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগ আর চাকরী দেয়ার দাবী



জকিগঞ্জে উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র ঘোষণা করার পর থেকে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে উপজেলাবাসীর মাঝে। নিজেদের মাটিতে গ্যাসের বিশাল মজুদ পাওয়ায় উপজেলার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবী তুলেছেন উপজেলার সচেতন মহল। পাশাপাশি এ গ্যাসক্ষেত্রে উপজেলার বেকারদের চাকরি দেয়ারও দাবী তুলেছেন তারা।

এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা,পোস্ট, মন্তব্য এবং নতুন নতুন দাবী উত্তাপিত হচ্ছে।

ফেসবুকে ❤আমরা হক্কল জকিগঞ্জী❤ নামক গ্রুপে এ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে।


গ্রুপের এডমিন মো মোছলেহ্ উদ্দিন এবং মডারেটর জে এফ চৌধুরী ফাহিম লিখেছেন, 'জকিগঞ্জে গ্যাস সংযোগ চাই'। 

গ্রুপের মেম্বার রাহেল আহমদ চৌধুরী লিখেছেন, 'জকিগঞ্জ গ্যাস ফিল্টে জকিগঞ্জের স্হানীয় যুবকদেরকে প্রথমে চাকরির সুযোগ করে দিতে হবে'।

আরেক মেম্বার আব্দুল মুমিন লিখেছেন, 'জকিগঞ্জের সব ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হোক'।

শিহাব উদ্দিন লিখেছেন, 'জকিগঞ্জের সর্বত্র গ্যাস সংযোগ দেয়া হোক'।

তাদের ছাড়াও আরোও শতশত মানুষ এসব দাবী তুলে ধরছেন।

এদিকে জকিগঞ্জ গ্যাস বাস্তবায়ন কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ। তিনি জানিয়েছেন এ লক্ষে শিগগিরই শুরু হবে কর্মসূচি। 


তিনি জানান আমাদের প্রধান দাবীগুলো হচ্ছে, জকিগঞ্জের প্রতিটি ঘরে গ্যাস সংযোগ প্রদান করতে হবে, গ্যাসক্ষেত্রে স্থানীয় যুবকদেরকে কর্মসংস্থান প্রদান করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে উপজেলায় গ্যাসনির্ভর শিল্প কারখানা স্থাপন করতে হবে।


এছাড়া জকিগঞ্জের গ্যাসক্ষেত্রকে কেন্দ্র করে পুরো সিলেটজুড়েও গ্যাস সংযোগ চালুর দাবি উঠেছে।

উল্লেখ্য, দেশব্যাপী গ্যাস সংযোগ বন্ধ রাখার ফলে ২০১৫ সালের ৩ নভেম্বর থেকে সিলেটজুড়েও গ্যাসের নতুন সংযোগ বন্ধ রয়েছে। জালালাবাদ গ্যাসের অধীনস্থ এলাকা হয়েও সিলেটবাসী ওই সময় থেকে নতুন করে গ্যাস সংযোগ পাননি। সোমবার সিলেটের জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র ঘোষণার পর থেকে নতুন করে দাবি তুলেন সিলেটবাসী।

জকিগঞ্জের গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করা যাবে। সেখানে প্রায় ১২ থেকে ১৩ বছর পর্যন্ত গ্যাস উত্তোলন করা সম্ভব। যার মূল্য হবে প্রায় ১২৭৬ কোটি টাকা। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে এনার্জি সিকিউরিটি: মডার্ন কনটেক্সট, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড শীর্ষক ভার্চুয়াল সেমিনারে গ্যাসক্ষেত্র সন্ধানের তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।


এ ঘোষণার পর থেকে সিলেটে সচেতন মহলের মাঝে নতুন করে গ্যাস সংযোগ চালুর দাবি উঠে। তারা বলছেন, সিলেট জালালাবাদ গ্যাস এলাকাধীন থাকা সত্ত্বেও দীর্ঘদিন থেকে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে, তাই অনতিবিলম্বে সিলেটে সর্বত্র গ্যাসের আওতাধীন করার দাবি জানান তারা।


‘গ্যাস-সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন’ সিলেটের যুগ্ম আহ্বায়ক কমরেড আবু জাফর বলেছেন, সিলেটে অযৌক্তিক কারণে গ্যাস সংযোগ বন্ধ করা হয়েছে। গ্যাস সিলেটে উৎপাদন হয়, অথচ সিলেটের মানুষ গ্যাস পাচ্ছেন না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আবাসিক খাতে গ্যাস সংযোগ বন্ধ করা হয়েছে মূলত সিলিন্ডার ব্যবসায়ীদের মুনাফার স্বার্থে। আমরা গ্যাস সংযোগ বন্ধের গণবিরোধী সিদ্ধান্তের শুরু থেকে প্রতিবাদ করে আসছি। বিগত সংসদ নির্বাচনে শাসক দলের অনেকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন গ্যাস সংযোগের। কিন্তু এখন তারা ভুলে গেছেন। জকিগঞ্জের গ্যাসষ্কেত্র আবিষ্কার হওয়ায় এ অঞ্চলের মানুষের প্রত্যাশা সিলেটসহ সর্বত্র আবার আবাসিক খাতে গ্যাস সংযোগ চালু হবে।

‘গ্যাস-সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন’ সিলেটের আহ্বায়ক ধীরেন সিংহ বলেন, গ্যাস প্রাকৃতিক সম্পদ, এর মালিক জনগণ। কিন্তু সম্পূর্ণ অনৈতিকভাবে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সিলিন্ডার ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সিলেটে দীর্ঘদিন গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে। অনতিবিলম্বে তিনি, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সিলেটের সর্বত্র গ্যাস সংযোগ দেওয়ার জোর দাবি জানান।


নাগরিক জোট সিলেটের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, সিলেট জালালাবাদ গ্যাসের আওতাধীন এলাকা হওয়া স্বত্ত্বেও গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে। কতিপয় লোকের স্বার্থের কারনে সিলেটবাসীকে তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করা হচ্ছে।জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর দাবি- সিলেটের সর্বত্র যেন গ্যাস সংযোগ দেওয়া হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেছেন, জকিগঞ্জে গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া সিলেট সহ সারা দেশের জন্য সুখবর। আমাদের দাবি- আগে সিলেট বিভাগের সকল জায়গায় গ্যাস সংযোগ চালু করা হোক। এরপর দেশের যেকোন জায়গায় গ্যাস দেওয়া হোক।‘গ্যাস-সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন’ নেতাদের দাবি- সিলেট অঞ্চলে নতুন গ্যাস-সংযোগ বন্ধ রাখার আদেশকে ‘বায়বীয়’। এর কারণ সম্পর্কে নেতারা বলেন, লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেটের প্রভাবে বায়বীয় এ সিদ্ধান্ত হয়েছে। এতে শুধু জনভোগান্তি নয়, সরকারও রাজস্ব খাত থেকে কোটি কোটি টাকা বঞ্চিত হচ্ছে।

জানা যায়, ২০১৩ সালের ৩ জানুয়ারি এক আদেশের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জালালাবাদ গ্যাসের অধীন এলাকা ছাড়া অনুমোদন সাপেক্ষে গ্যাসের নতুন সংযোগ দেওয়ার নির্দেশনা জারি করা হয়। এরপর সারা দেশে গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও সিলেটে চালু ছিল। কিন্তু ২০১৫ সালের ৮ জুলাই আরেকটি নির্দেশনায় জালালাবাদ গ্যাসকে একইভাবে সারা দেশের সঙ্গে নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত কমিটির অনুমোদন নেওয়ার অফিস আদেশ জারি হয়।


এরপর ৩ নভেম্বর থেকে সিলেটে নতুন সংযোগ বন্ধ রাখা হয়েছে।এ অবস্থায় ২২ ডিসেম্বর সাম্যবাদী দল সিলেট জেলার সাধারণ সম্পাদক ধীরেন সিংহকে আহ্বায়ক করে ‘গ্যাস-সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন’ গঠন করা হয়। সিলেটের প্রগতিশীল রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতাদের ওই কমিটির সদস্য হিসেবে রাখা হয়।

৬ জানুয়ারি তাদের প্রথম সভায় ১০ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত আন্দোলনের পক্ষে ১০ দিনের টানা গণসংযোগ কর্মসূচি পালন করেন। কিন্তু এতে কোন ফলপ্রসু হয়নি।এদিকে সোমবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করতে পারব। যেখান থেকে প্রায় ১২ থেকে ১৩ বছর পর্যন্ত গ্যাস উত্তোলন করতে পারব। যার মূল্য প্রায় এক হাজার ২৭৬ কোটি টাকা।

তিনি বলেন, জকিগঞ্জে আমরা ইতোমধ্যে প্রায় ৬৮ পিসিএফ (প্রতি বর্গ ইঞ্চি) গ্যাসের সন্ধান আমরা পেয়েছি। এরপর থেকেই সিলেটবাসীর মনে নতুন করে গ্যাস সংযোগের আশা জাগে।

প্রতিমন্ত্রী বলেন, আমি বাপেক্সকে ধন্যবাদ জানাই, তারা দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কার করতে পেরেছে। এর সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীদের আমি ধন্যবাদ জানাই। সিনিয়র সচিবের নেতৃত্বে জ্বালানি বিভাগের যে টিম এই কাজ করেছে তাদেরও ধন্যবাদ জানাই। জকিগঞ্জ উপজেলার পশ্চিম আনন্দপুর গ্রামে সন্ধান পাওয়া এটি দেশের ২৮তম গ্যাসক্ষেত্র।

বাপেক্স বলছে, এটি থেকে উত্তোলনযোগ্য ৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে। সেখান থেকে গ্রিডে দৈনিক ১০ মিলিয়ন যুক্ত হবে। আর ১০ থেকে ১২ বছর গ্যাস উত্তোলন সম্ভব হবে।এর আগে সিলেটের জকিগঞ্জে অনুসন্ধান কূপে দারুণভাবে সফলতার আলামত দেখে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।


গত ১৫ জুন সকালে ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) সৌভাগ্য শিখা জ্বালাতে সক্ষম হয় রাষ্ট্রীয় এ কম্পানিটি।কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে ৬ হাজার পিএসআই (প্রতি বর্গইঞ্চি) আর ফ্লোটিং চাপ রয়েছে ১৩ হাজারের অধিক। প্রথমত একটি স্তরের টেস্ট চলমান। কূপটিতে মোট ৪টি স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছে বাপেক্স। নতুন এই ফিল্ডটি থেকে ৩২ কিলোমিটার দূরে বিয়ানীবাজার ও ৪৬ কিলোমিটার দূরে অবস্থিত গোলাপগঞ্জ।


বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ওই সময় গণমাধ্যমকে বলেন, এখনই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। আমরা ভালো কিছু আশা করছি, অনেক সময় পকেট থাকতে পারে। তাই পর্যবেক্ষণে রাখা হয়েছে, ঘণ্টা দুয়েক পর্যবেক্ষণের পর বলতে পারব। তার আগে বললে সেটি সঠিক না-ও হতে পারে।

এর আগে একটি সেমিনারে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিসুর রহমান ওই ফিল্ডটি সম্পর্কে বলেছিলেন, আমরা নতুন একটি ফিল্ডে সফল হতে চলেছি। সেখানে কূপের প্রেসার ৬০ হাজারের অধিক রয়েছে। পরীক্ষা চলছে, এটি আমাদের জন্য দারুণ সুখবর হতে পারে।

আশা করছি, খুব শিগগিরই ভালো খবর দিতে পারব।বাংলাদেশে এখন পর্যন্ত ২৭টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে।এসব গ্যাসক্ষেত্রে প্রমাণিত মজুদের পরিমাণ ২১ দশমিক ৪ টিসিএফ, আরো ৬ টিসিএফ রয়েছে সম্ভাব্য মজুদ। এর মধ্যে প্রায় সাড়ে ১৮ টিসিএফ উত্তোলন করা হয়েছে।সে হিসেবে প্রমাণিত মজুদ অবশিষ্ট রয়েছে মাত্র ৩ টিসিএফ, আর সম্ভাব্য মজুদ রয়েছে আরো ৭ টিসিএফের মতো।১১৩টি কূপ দিয়ে প্রতিবছরে উত্তোলিত হচ্ছে প্রায় ১ টিসিএফের মতো। এর মধ্যে দেশীয় কম্পানির ৭০টি কূপের (দৈনিক) ১ হাজার ১৪৫ এমএমসিএফডি, আইওসির ৪৫টি কূপের উৎপাদন সক্ষমতা রয়েছে ১ হাজার ৬১৫ এমএমসিএফ (মিলিয়ন ঘনফুট)। দৈনিক কমবেশি ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে।

গ্যাসের ঘাটতি মোকাবেলও এলএনজি আমদানি করতে হচ্ছে।বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গত জুনে গণমাধ্যমে বলেন, ভালো কিছু সম্ভাবনা দেখছি। হয়তো বড় মজুদ হবে না। আমরা আরো বেশ কিছু গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছি।

Monday, 9 August 2021

জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র ঘোষণা

জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র ঘোষণা



জকিগঞ্জে সন্ধান পাওয়া গ্যাস কূপকে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র ঘোষণা করা হয়েছে। 

সোমবার (৯ আগস্ট) জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে ‘এনার্জি সিকিউরিটি: মডার্ন কনটেক্সট, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ ঘোষণা দেন।

জকিগঞ্জ উপজেলার পশ্চিম আনন্দপুর গ্রামে সন্ধান পাওয়া এটি দেশের ২৮তম গ্যাসক্ষেত্র। বাপেক্স বলছে, এটি থেকে উত্তোলনযোগ্য ৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে। সেখান থেকে গ্রিডে দৈনিক ১০ মিলিয়ন যুক্ত হবে। আর ১০ থেকে ১২ বছর গ্যাস উত্তোলন সম্ভব হবে।

এর আগে সিলেটের জকিগঞ্জে অনুসন্ধান কূপে দারুণভাবে সফলতার আলামত দেখে 'বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)'।

গত ১৫ জুন সকালে ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) সৌভাগ্য শিখা জ্বালাতে সক্ষম হয় রাষ্ট্রীয় এ কোম্পানিটি।

কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে ৬ হাজার পিএসআই (প্রতি বর্গইঞ্চি) আর ফ্লোটিং চাপ রয়েছে ১৩ হাজারের অধিক। প্রথমত একটি স্তরের টেস্ট চলমান। কূপটিতে মোট ৪টি স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছে বাপেক্স। নতুন এই ফিল্ডটি থেকে ৩২ কিলোমিটার দূরে বিয়ানীবাজার ও ৪৬ কিলোমিটার দূরে অবস্থিত গোলাপগঞ্জ।


Monday, 12 July 2021

জকিগঞ্জে নানার ঘর থেকে নাতির ঝুলন্ত লাশ উদ্ধার

জকিগঞ্জে নানার ঘর থেকে নাতির ঝুলন্ত লাশ উদ্ধার


জকিগঞ্জে নানার ঘর থেকে নাতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কসকনকপুর ইউনিয়নের বলরামেরচক গ্রামে নানা সুনু মিয়ার ঘর থেকে নাতি বেলাল আহমদের (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করে জকিগঞ্জ থানা পুলিশ।

বেলাল আহমদ একই উপজেলার সুলতানপুর ইউনিয়নের সহিদাবাদ গ্রামের আতর আলীর ছেলে।

কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ জানান, রবিবার বিকালে বেলাল আহমদ তার নানার বাড়ি বলরামেরচক বেড়াতে গিয়েছিলো। ঐদিন রাতে বেলাল তার নানা সুনু মিয়ার সাথে ঘুমিয়ে ছিল। সকালে নানা মসজিদে ফজরের নামাজে যান। নামাজ শেষে ঘরে ফিরে নাতির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। বেলাল মানসিক রোগী ছিল বলেও জানিয়েছেন চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ।

জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ কোনো অভিযোগ করেননি। ময়না তদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে।

জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tuesday, 15 June 2021

জকিগঞ্জে গ্যাস কূপের সন্ধান

জকিগঞ্জে গ্যাস কূপের সন্ধান


নিজস্ব প্রতিবেদকঃ জকিগঞ্জে গ্যাস কূপের আলামত পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। উপজেলার আনন্দপুর গ্রামে এ কূপের সন্ধান পায় বাপেক্স। সবকিছু ঠিক থাকলে এটি বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৫ জুন) সকাল সোয়া ১০ টায় ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) সৌভাগ্য শিখা জ্বালাতে সক্ষম হয় রাষ্ট্রীয় এ কোম্পানিটি।

কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে ৬ হাজার পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) আর ফ্লোটিং চাপ রয়েছে ১৩ হাজারের অধিক। প্রথমত একটি স্তরের টেস্ট চলমান। কূপটিতে মোট ৪টি স্তুরে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছে বাপেক্স। নতুন এই ফিল্ডটি থেকে ৩২ কিলোমিটার দূরে বিয়ানীবাজার ও ৪৬ কিলোমিটার দূরে অবস্থিত গোলাপগঞ্জ।

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেছেন, এখনই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। আমরা ভালো কিছু আশা করছি, অনেক সময় পকেট থাকতে পারে। তাই পর্যবেক্ষণে রাখা হয়েছে, ঘণ্টা দু’য়েক পর্যবেক্ষণের পর বলতে পারবো। তার আগে বললে সেটি সঠিক নাও হতে পারে।

সম্প্রতি একটি সেমিনারে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিসুর রহমান ওই ফিল্ডটি সম্পর্কে বলেছিলেন, আমরা নতুন একটি ফিল্ডে সফল হতে চলেছি। সেখানে কুপের প্রেসার ৬০ হাজারের অধিক রয়েছে। পরীক্ষা চলছে এটি আমাদের জন্য দারুণ সুখবর হতে পারে। আশা করছি খুব শিগগিরই ভালো খবর দিতে পারবো।

বাংলাদেশে এখন পর্যন্ত ২৭টি গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছে। এসব গ্যাসক্ষেত্রে প্রমাণিত মজুদের পরিমাণ ২১ দশমিক ৪ টিসিএফ, আরও ৬ টিসিএফ রয়েছে সম্ভাব্য মজুদ। এরমধ্যে প্রায় সাড়ে ১৮ টিসিএফ উত্তোলন করা হয়েছে। সে হিসেবে প্রমাণিত মজুদ অবশিষ্ট রয়েছে মাত্র ৩ টিসিএফ, আর সম্ভাব্য মজুদ রয়েছে আরও ৭ টিএসএফ’র মতো।

১১৩টি কূপ দিয়ে প্রতি বছরে উত্তোলিত হচ্ছে প্রায় ১ টিসিএফ’র মতো। এরমধ্যে দেশীয় কম্পানির ৭০টি কূপের(দৈনিক) ১ হাজার ১৪৫ এমএমসিএফডি, আইওসির ৪৫টি কূপের উৎপাদন সক্ষমতা রয়েছে্ ১ হাজার ৬১৫ এমএমসিএফ(মিলিয়ন ঘনফুট)। দৈনিক কমবেশি ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে। গ্যাসের ঘাটতি মোকাবেলায় এলএনজি আমদানি করতে হচ্ছে।