Thursday, 2 March 2023
Thursday, 12 May 2022
জকিগঞ্জে ট্রাকচাপায় প্রবাসী নিহত
Saturday, 23 April 2022
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবতীর মৃত্যু
Wednesday, 16 February 2022
জকিগঞ্জ থানায় নতুন ওসি মোশাররফ হোসেন
Thursday, 30 September 2021
জকিগঞ্জে রাতভর ডাকাত আতঙ্ক!
Monday, 6 September 2021
জকিগঞ্জে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু
Monday, 23 August 2021
জকিগঞ্জে থেকে দুই লক্ষাধিক টাকার ফেনসিডিল উদ্ধার: আটক-১
Thursday, 19 August 2021
সৌদি আরবের ভিসা হাতে খুশি মনে ফিরছিলেন জুনেদঃ কিন্তু ভাগ্য বড় নির্মম!
Wednesday, 18 August 2021
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনা : নিহতের সংখ্যা বেড়ে ৩
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের বারহাল ইউনিয়নাধীন শাহবাগের নিজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
Monday, 16 August 2021
জকিগঞ্জে জামায়াত নেতা নুরুল হক গ্রেফতার
Saturday, 14 August 2021
জকিগঞ্জে ফ্রি ঔষুধ, অ্যাম্বুলেন্স-অক্সিজেন সেবা সেন্টারের উদ্বোধন
করোনাভাইরাসে আক্রান্ত গরীব-অসহায় রোগীদেরকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফ্রি অক্সিজেন সেবা, ২৪ ঘন্টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, প্রয়োজনীয় ঔষধ প্রদান ও সর্বসাধারণকে করোনার ভ্যাক্সিন গ্রহণে উদ্বুদ্ধকরণ ও নিবন্ধনে সহায়তা করতে সিলেট হেলথ এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট (শেইড) এর উদ্যোগে জকিগঞ্জ উপজেলা সেবা সেন্টার উদ্বোধন করা হয়েছে।
Friday, 13 August 2021
জকিগঞ্জে গ্যাসক্ষেত্র আবিষ্কারে খরচ হয়েছে ৭৮ কোটি টাকা
Tuesday, 10 August 2021
জকিগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগ আর চাকরী দেয়ার দাবী
Monday, 9 August 2021
জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র ঘোষণা
জকিগঞ্জে সন্ধান পাওয়া গ্যাস কূপকে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র ঘোষণা করা হয়েছে।
সোমবার (৯ আগস্ট) জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে ‘এনার্জি সিকিউরিটি: মডার্ন কনটেক্সট, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ ঘোষণা দেন।
জকিগঞ্জ উপজেলার পশ্চিম আনন্দপুর গ্রামে সন্ধান পাওয়া এটি দেশের ২৮তম গ্যাসক্ষেত্র। বাপেক্স বলছে, এটি থেকে উত্তোলনযোগ্য ৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে। সেখান থেকে গ্রিডে দৈনিক ১০ মিলিয়ন যুক্ত হবে। আর ১০ থেকে ১২ বছর গ্যাস উত্তোলন সম্ভব হবে।
এর আগে সিলেটের জকিগঞ্জে অনুসন্ধান কূপে দারুণভাবে সফলতার আলামত দেখে 'বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)'।
গত ১৫ জুন সকালে ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) সৌভাগ্য শিখা জ্বালাতে সক্ষম হয় রাষ্ট্রীয় এ কোম্পানিটি।
কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে ৬ হাজার পিএসআই (প্রতি বর্গইঞ্চি) আর ফ্লোটিং চাপ রয়েছে ১৩ হাজারের অধিক। প্রথমত একটি স্তরের টেস্ট চলমান। কূপটিতে মোট ৪টি স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছে বাপেক্স। নতুন এই ফিল্ডটি থেকে ৩২ কিলোমিটার দূরে বিয়ানীবাজার ও ৪৬ কিলোমিটার দূরে অবস্থিত গোলাপগঞ্জ।
Monday, 12 July 2021
জকিগঞ্জে নানার ঘর থেকে নাতির ঝুলন্ত লাশ উদ্ধার
জকিগঞ্জে নানার ঘর থেকে নাতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কসকনকপুর ইউনিয়নের বলরামেরচক গ্রামে নানা সুনু মিয়ার ঘর থেকে নাতি বেলাল আহমদের (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করে জকিগঞ্জ থানা পুলিশ।
বেলাল আহমদ একই উপজেলার সুলতানপুর ইউনিয়নের সহিদাবাদ গ্রামের আতর আলীর ছেলে।
কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ জানান, রবিবার বিকালে বেলাল আহমদ তার নানার বাড়ি বলরামেরচক বেড়াতে গিয়েছিলো। ঐদিন রাতে বেলাল তার নানা সুনু মিয়ার সাথে ঘুমিয়ে ছিল। সকালে নানা মসজিদে ফজরের নামাজে যান। নামাজ শেষে ঘরে ফিরে নাতির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। বেলাল মানসিক রোগী ছিল বলেও জানিয়েছেন চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ কোনো অভিযোগ করেননি। ময়না তদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Tuesday, 15 June 2021
জকিগঞ্জে গ্যাস কূপের সন্ধান
নিজস্ব প্রতিবেদকঃ জকিগঞ্জে গ্যাস কূপের আলামত পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। উপজেলার আনন্দপুর গ্রামে এ কূপের সন্ধান পায় বাপেক্স। সবকিছু ঠিক থাকলে এটি বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৫ জুন) সকাল সোয়া ১০ টায় ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) সৌভাগ্য শিখা জ্বালাতে সক্ষম হয় রাষ্ট্রীয় এ কোম্পানিটি।
কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে ৬ হাজার পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) আর ফ্লোটিং চাপ রয়েছে ১৩ হাজারের অধিক। প্রথমত একটি স্তরের টেস্ট চলমান। কূপটিতে মোট ৪টি স্তুরে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছে বাপেক্স। নতুন এই ফিল্ডটি থেকে ৩২ কিলোমিটার দূরে বিয়ানীবাজার ও ৪৬ কিলোমিটার দূরে অবস্থিত গোলাপগঞ্জ।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেছেন, এখনই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। আমরা ভালো কিছু আশা করছি, অনেক সময় পকেট থাকতে পারে। তাই পর্যবেক্ষণে রাখা হয়েছে, ঘণ্টা দু’য়েক পর্যবেক্ষণের পর বলতে পারবো। তার আগে বললে সেটি সঠিক নাও হতে পারে।
সম্প্রতি একটি সেমিনারে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিসুর রহমান ওই ফিল্ডটি সম্পর্কে বলেছিলেন, আমরা নতুন একটি ফিল্ডে সফল হতে চলেছি। সেখানে কুপের প্রেসার ৬০ হাজারের অধিক রয়েছে। পরীক্ষা চলছে এটি আমাদের জন্য দারুণ সুখবর হতে পারে। আশা করছি খুব শিগগিরই ভালো খবর দিতে পারবো।
বাংলাদেশে এখন পর্যন্ত ২৭টি গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছে। এসব গ্যাসক্ষেত্রে প্রমাণিত মজুদের পরিমাণ ২১ দশমিক ৪ টিসিএফ, আরও ৬ টিসিএফ রয়েছে সম্ভাব্য মজুদ। এরমধ্যে প্রায় সাড়ে ১৮ টিসিএফ উত্তোলন করা হয়েছে। সে হিসেবে প্রমাণিত মজুদ অবশিষ্ট রয়েছে মাত্র ৩ টিসিএফ, আর সম্ভাব্য মজুদ রয়েছে আরও ৭ টিএসএফ’র মতো।
১১৩টি কূপ দিয়ে প্রতি বছরে উত্তোলিত হচ্ছে প্রায় ১ টিসিএফ’র মতো। এরমধ্যে দেশীয় কম্পানির ৭০টি কূপের(দৈনিক) ১ হাজার ১৪৫ এমএমসিএফডি, আইওসির ৪৫টি কূপের উৎপাদন সক্ষমতা রয়েছে্ ১ হাজার ৬১৫ এমএমসিএফ(মিলিয়ন ঘনফুট)। দৈনিক কমবেশি ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে। গ্যাসের ঘাটতি মোকাবেলায় এলএনজি আমদানি করতে হচ্ছে।