Showing posts with label ছড়া. Show all posts
Showing posts with label ছড়া. Show all posts

Tuesday, 20 July 2021

আতাউর রহমান আফতাব'র একটি ছড়াঃ ঈদের খুশি

আতাউর রহমান আফতাব'র একটি ছড়াঃ ঈদের খুশি



ঈদের খুশি
আতাউর রহমান আফতাব


ঈদ এসেছে ঈদ এসেছে শৈশবের খবর
স্মৃতিগুলি ভেসে ওঠে যখন তখন জব্বর। 


ঈদ এসেছে ঈদ এসেছে কোরবানীর ঈদ,
মসজিদেতে পড়বো নামাজ
চোখে যে নেই নীদ।


ঈদের খুশি নিয়ে এলো
হাজার পাখির গানে,
জাগলো সাঁড়া ঘরে ঘরে
নীল আকাশের পানে। 


ঈদ এসেছে ঈদ এসেছে
ঢেউ উঠেছে ঢেউ উঠেছে
কুশিয়ারার জলে,
খাল-নালা আর সাগর নদী
মিলায় গলে গলে।