Showing posts with label গোলাপগঞ্জ. Show all posts
Showing posts with label গোলাপগঞ্জ. Show all posts

Sunday, 23 March 2025

গোলাপগঞ্জে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

গোলাপগঞ্জে ট্রাক চাপায় যুবকের মৃত্যু


সিলেটের গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম মামুন আহমদ (২৪)। সে উপজেলার ফুলবাড়ি ইউপির সিংপুর পাঁচামাইল গ্রামের মাহবুবুর রহমান টেফন মিয়ার  ছেলে।

শনিবার ( ২২ মার্চ) বিকেলে উপজেলার হেতিমগঞ্জ চৌমুহনীর অদূরে রফিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মামুন আহমদ নিজ বাড়ি থেকে উপজেলার হেতিমগঞ্জ বাজারে মোটরসাইকেলে আসার পথে ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর এলাকার নয়া মসজিদের পাশে আশা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক মামুন আহমদকে চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে তাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটের বেসরকারি হাসপাতাল ইবনে সিনায় নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুন আহমদের মৃত ঘোষণা করেন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। 

Thursday, 20 March 2025

অসহায়দের মাঝে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

অসহায়দের মাঝে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ


পবিত্র রমজান মাস উপলক্ষে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বাদ যোহর গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের অসচ্ছল ২০০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইউপি সদস্য সালমান কাদের দিপুর সঞ্চালনায় এবং শিরিন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন। 

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী নুরুল হক, মানিক মিয়া, সাবেক ইউপি সদস্য মাওলানা সাব্বির আহমদ, ফয়সল আহমদ, শাহজাহান আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রতি বছর রমজান মাসে এ ট্রাস্ট অসহায়দের সাহায্যার্থে এগিয়ে আসে। এছাড়া এ ট্রাস্ট বিভিন্ন সময় শীতার্তদের শীতবস্ত্র, অসহায়দের খাদ্য সামগ্রী, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে অনুদান-সহ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে। বক্তারা এ ট্রাস্টের প্রতিষ্ঠাতা গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হককে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতেও অসহায়দের সাহায্যে হাত প্রসারিত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় ফজলুল হকের মরহুমা মেয়ে শিরিন হকের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারবর্গের প্রতিও মঙ্গল কামনা করেন বক্তারা।

Wednesday, 12 March 2025

গোলাপগঞ্জে গুড়িয়ে দেয়া হলো দুটি অবৈধ ইটভাটা

গোলাপগঞ্জে গুড়িয়ে দেয়া হলো দুটি অবৈধ ইটভাটা



গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ মার্চ) উপজেলার আছিরগঞ্জ বাজার ও হেতিমগঞ্জ বাজার এলাকার হিলালপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল মাহমুদ ফুয়াদের নেতৃত্বে বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের আমকোনায় মেসার্স ফয়জুল ব্রিক ফিল্ড ধ্বংস করা হয়। এরপর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র সরকারের নেতৃত্বে ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজার এলাকার হিলালপুরে মেসার্স অলিউর রহমান ব্রিকস ফিল্ডটি গুড়িয়ে দেওয়া হয়।

এ দুটি ব্রিক ফিল্ড দীর্ঘদিন থেকেই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল।

অভিযানে সিলেট পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব-৯, গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও গোলাপগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা সহযোগিতা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র সরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Thursday, 27 February 2025

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন

 গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় চন্দরপুর আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের আইসিটি বিভাগের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আইসিটি অফিসার প্রনব সিংহ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ২য় মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, মছলম উদ্দিন খান একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক, শিরিন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু, আল-এমদাদ ডিগ্রি কলেজের এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য জায়েদুল ইসলাম শিপু, বুধবারীবাজার ইউপির ২নং ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিন খান, সমাজসেবী ফয়সল আহমদ, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সালমান কাদের দিপু।

অনুষ্ঠানে ২২জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও উন্নতমানের শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।

Thursday, 20 February 2025

গোলাপগঞ্জে নানা আয়োজনে শাটী’র দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

গোলাপগঞ্জে নানা আয়োজনে শাটী’র দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন



গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের পাহাড়ি অরণ্যে নানা আয়োজনে (Shaatee) শাটী এর দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব উদযাপন করা হয়েছে। গত শনিবার ও রোববার (১ ও ২ ফেব্রুয়ার) দুই দিনব্যাপী এই উৎসবে সংগঠনের কর্মী, তাদের সন্তান, শাটী (Shaatee) পরিবারের অতিথি এবং গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গসহ ৪০০ এর বেশি অতিথি অংশগ্রহণ করেন।

এই উৎসবের মূল পরিকল্পনাকারী হলেন নারী উদ্যোক্তা নাদিরা আবুল কোরেশী।

দুই দিনব্যাপী উৎসবের মধ্যে ছিলো বিস্কুট দৌড়, মিউজিক্যাল চেয়ার, হাড়ি ভাঙা, মুরগা চট, বোতল খেলা , দড়ি লাফ, বস্তা দৌড়, দড়ি টান, রেড লাইট-গ্রিন লাইট। এছাড়াও ছিলো আবৃত্তি পর্ব।

এসব খেলার ব্যাতিক্রমী পুরস্কার হিসেবে ছিল রুই মাছ, মুরগি, চাল, ডাল, চিনি, চা পাতা, শুঁটকি, পান, শুকনা গুয়া, জর্দা, বড় মাছ, ছোট মাছ, ময়দা ইত্যাদি।

উৎসবে কর্মীদের জন্য বিশেষ অনুদান, শিক্ষার্থীদের সহায়তা ও অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য প্রদান করা হয়। এছাড়াও ফুচকা-চটপটি উন্মুক্ত বুথ ও জমকালো ভোজপর্ব।


উৎসবে তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তাকে ঐতিহ্যবাহী ধামাইল নাচ ও গান দিয়ে বরণ করা হয়। তিনি খাবার পরিবেশন করেন ও বিভিন্ন খেলায় অংশ নেন।

উৎসবে রঙ খেলার মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়।

জানা যায়, ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় আবুল হোসেন কোরেশী প্রকল্প। এই প্রকল্পে বর্তমানে ১৫০ এর বেশি কর্মী নিয়ে নারীদের স্বাবলম্বী করছে। এখানে হ্যান্ড স্টিচ, ব্লক প্রিন্ট, বাটিক, টেইলারিং সহ বিভিন্ন হস্তশিল্প তৈরি হয়। এই প্রকল্পের তৈরি সব পণ্য শাটী (Shaatee) এর মাধ্যমে বিশ্বের ২৫টিরও বেশি দেশে বিক্রি হচ্ছে।

শুধু উৎপাদনই নয়, তারা নারীদের এসব কাজে প্রশিক্ষণ দিচ্ছেন এবং কম্পিউটার ও আইটি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়াচ্ছেন। এতে নারীরা কর্মসংস্থানের পাশাপাশি প্রযুক্তিগত শিক্ষাও গ্রহণ করতে পারছে, যা তাদের আত্মনির্ভরশীলতার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

আরো জানা যায়, এই প্রকল্পের সমস্ত আয় পুনরায় নারীদের উন্নয়নে বিনিয়োগ করা হয়, যা তাদের অর্থনৈতিক স্বাধীনতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে।

শাটী (Shaatee) শুধুমাত্র নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে না বরং শিক্ষাবৃত্তি, কম্পিউটার প্রশিক্ষণ, আইটি শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে তাদের আত্মনির্ভরশীল করছে।


শাটী (Shaatee) এবং আবুল হোসেন কোরেশী প্রকল্প পরিচালনা করছেন নারী উদ্যোক্তা নাদিরা আবুল কোরেশী।

যিনি শৈশব থেকেই সৃজনশীলতায় পারদর্শী। মাত্র ১৫ বছর বয়সে প্রথম আলো নকশা প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে আমেরিকায় উচ্চশিক্ষা নিয়ে Xerox, Verizon, HP-তে কাজ করেন এবং বর্তমানে JLL-এ প্রোজেক্ট ম্যানেজমেন্ট অফিস লিড হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এই উদ্যোগের মাধ্যমে তিনি নারীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষা সহায়তা প্রদান করছেন। তার লক্ষ্য শুধুমাত্র আয় সৃষ্টি নয় বরং নারীদের আত্মনির্ভরশীল করে তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতির সুযোগ করে দেওয়া।