Showing posts with label কুশিয়ারা নিউজ. Show all posts
Showing posts with label কুশিয়ারা নিউজ. Show all posts

Tuesday 9 July 2024

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা সিলেটে গ্রেপ্তার

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা সিলেটে গ্রেপ্তার



হবিগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সিলেট থেকে সোহাগ মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। সংস্থাটির প্রধান আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

হত্যার হুমকি পেয়ে গত ২৯ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক।


এতে তিনি উল্লেখ করেন, ‘গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টার সময় আমার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁর সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।’


জিডিতে আরও বলা হয়, ‘তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পর থেকে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি।’


জিডির কপিটি তাঁর ভেরিফাইড ফেসবুকের প্রকাশ করে সুমন লেখেন, ‘ভয়টা মৃত্যুর নয়, ভয়টা আমার এলাকার মানুষের জন্য! কি হবে যদি বেঁচে না থাকি।’


সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

Thursday 20 June 2024

গোলাপগঞ্জে আশ্রয়কেন্দ্র গুলোতে এমপি নাহিদের পক্ষে রান্না করা খাবার বিতরণ

গোলাপগঞ্জে আশ্রয়কেন্দ্র গুলোতে এমপি নাহিদের পক্ষে রান্না করা খাবার বিতরণ

 

গোলাপগঞ্জে বন্যা আশ্রয়কেন্দ্র গুলোতে এমপি নাহিদের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের আশ্রয়কেন্দ্র গুলোতে অবস্থান নেয়া লোকজনের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।

এমপি নুরুল ইসলাম নাহিদ বন্যায় আক্রান্ত লোকজনের পাশে দাড়ানোর জন্য নিজ দলের লোকজনকে আহ্বান করলে রান্না করা খাবার বিতরণের উদ্যোগ নেয়া হয় বলে প্রাপ্ত সংবাদে জানা যায়।

বন্যায় গোলাপগঞ্জ উপজেলার প্রায় ৪০ ভাগ এলাকা তলিয়ে গেছে। সুরমা ও কুশিয়ারা নদীর তীরবর্তী অঞ্চল গুলোর বেশির ভাগ বাড়ী-ঘর বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় অনেকেই বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন। বন্যায় আক্রান্তদের সহায়তা করার জন্য সিলেটের জেলা প্রশাসক, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসারকে টেলিফোনে আহ্বান জানিয়েছেন সিলেট-৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদ।

তিনি এব্যাপারে প্রতিবেদককে জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার লোকজনকে সহায়তা করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে, ক্ষতিগ্রস্থরা পর্যায়ক্রমে সহায়তা পাবে। আমি বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে সব সময় বন্যার খোঁজ খবর নিচ্ছি। মানুষ যাতে না খেয়ে থাকে, সে ব্যাপারেও সরকারী ভাবে উদ্যোগ নেয়া হচ্ছে। শিলা বৃষ্টির কারণেকিছু দিন পূর্বে বড় ধরনের ক্ষতি হলে সরকারী উদ্যোগে অনেক সহায়তা করা হয়েছে। বন্যায় আক্রান্ত এলাকা গুলোতে দ্রুত ত্রান কার্যক্রম শুরু হবে বলে তিনি জানালেন।

এদিকে বৃস্পতিবার সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে গোলাপগঞ্জ সরকারী এম.সি একাডেমী স্কুল ও কলেজে আশ্রয় নেয়া লোকজনের মধ্যে এমপি নুরুল ইসলাম নাহিদের পক্ষে রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন। 

এসময় তিনি আশ্রয় নেয়া লোকজনকে আশ্বস্থ্য করে বলেন, ধৈর্য্য ধারণ করে এ দুঃসময় অতিক্রম করতে হবে। সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য সব ধরনের সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে। এভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আশ্রয় কেন্দ্রগুলোতে এমপি নুরুল ইসলাম নাহিদের পক্ষ থেকে নিজ দলের লোকজন রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করেন বলে জানা যায়।

Thursday 9 May 2024

গোলাপগঞ্জে ২ সাংবাদিকের ওপর হামলা, অনলাইন প্রেসক্লাবের নিন্দা

গোলাপগঞ্জে ২ সাংবাদিকের ওপর হামলা, অনলাইন প্রেসক্লাবের নিন্দা


গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে নির্বাচন চলাকালীন সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন উপজেলা অনলাইন প্রেসক্লাবের ২ সাংবাদিক। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব৷

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যা ৭টায় পৌর শহরের মার্ভেলাস টাওয়ারে অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 

অনলাইন প্রেসক্লাবের জরুরি সভায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় উপস্থিত সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করা হয়৷ 

এসময় অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক ফাহিম আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীসহ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সংবাদ সংগ্রহে যান দৈনিক মানবজমিন পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল জলিল, সিলেটের ডাক পত্রিকার প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি কেএম আব্দুল্লাহ, দৈনিক পূণ্যভূমি পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসেন মাহমুদ, প্রথম আলো উত্তর আমেরিকার প্রতিনিধি সামিল হোসেন ও যায়যায় বেলা পত্রিকার প্রতিনিধি সাকেল উদ্দিন। এসময় তাদের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা৷ হামলায় গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ২ সাংবাদিক গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয় কয়েকজন তাদেরকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন৷ পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন৷

আহতরা হলেন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দৈনিক যায়যায়দিন পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি কেএম আব্দুল্লাহ ও অনলাইন প্রেসক্লাবের সদস্য প্রথম আলো উত্তর আমেরিকার গোলাপগঞ্জ প্রতিনিধি সামিল হোসেন৷

Wednesday 8 May 2024

গোলাপগঞ্জে বিজয়ী এলিম, নাবেদ-শীলা

গোলাপগঞ্জে বিজয়ী এলিম, নাবেদ-শীলা


বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া সিলেটের গোলাপগঞ্জে শান্তিপূর্ণভাবে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  টানা ভোট গ্রহণ চলে।

ভোট গণনার পর রাত পৌনে ১০ টার দিকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আহসান ইকবাল।

ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমকে বিজয়ী ঘোষণা করা হয়।

তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৮ হাজার ৭৭২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। দোয়াত কলম প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সুফিয়ান উজ্জ্বল পেয়েছেন ২৯ হাজার ১৭ ভোট।

চেয়ারম্যান পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদ পেয়েছেন ১৫ হাজার ১৯৭ ভোট।

এদিকে, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২১ হাজার ৬৩০ ভোট পেয়ে বিজয় লাভ করেন চশমা প্রতীকের প্রার্থী মো. নাবেদ হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.লবিবুর রহমান টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৫২০ ভোট।

নির্বাচনে টিয়া পাখি প্রতীক নিয়ে আবু সুফিয়ান মোহাম্মদ আজম পেয়েছেন ১৫ হাজার ৭৮৮ ভোট, তালা প্রতীক নিয়ে ফরহাদ আহমদ পেয়েছেন ১৫হাজার ৪১৩ ভোট। এছাড়াও বই প্রতীকের প্রার্থী আকমল হোসেন পেয়েছেন ৯ হাজার ৫৩৯ ভোট।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  এরমধ্যে সেলিনা আক্তার শীলা ৪৬ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নার্গিছ আক্তার পেয়েছেন ৩১ হাজার ৯৫৭ ভোট।

Friday 5 April 2024

গোলাপগঞ্জে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ  এলাকা পরিদর্শন করলেন এমপি নাহিদ

গোলাপগঞ্জে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি নাহিদ


গোলাপগঞ্জ প্রতিনিধিঃ শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ গোলাপগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। 

বুধবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পাঁচমাইল বাগরখলা, হাজিপুর, পৌর এলাকার ০৪নং ওয়ার্ডের কামার গ্রামসহ বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে খোঁজ খবর নেন। শুকনা হাজিপুরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ বাড়ীগুলো পরিদর্শন শেষে তিনি বলেন শিলা বৃষ্টিতে যে পরিমান ক্ষতি হয়েছে তা নজির বিহীন। আমার ৮০ বছর বয়সে শিলা বৃষ্টিতে এমন ক্ষয়ক্ষতি কখনো দেখিনি। কয়েক হাজার ঘরের টিন নষ্ট হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রয়েছেন। আমি ঘটনার পরপরই খোঁজ খবর নিয়েছি। ক্ষয় ক্ষতির বিষয়টি আমি উর্ধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করেছি। যে পরিমান ক্ষতি হয়েছে তা কাঠিয়ে উঠতে সকলের সহযোগীতার প্রয়োজন রয়েছে। সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে তালিকা তৈরি করা হচ্ছে, এ ক্ষেত্রে সমাজের বিত্তবান ও প্রবাসীরা এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। 

এসময় এমপি নাহিদের সঙ্গে ছিলেন গোলাপগঞ্জ পৌসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার জহির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর ফখর, আওয়ামীলীগ নেতা, আলিম উদ্দিন বাবলু, ইসমাইল আলী, নুরুল আলম, বদরুল ইসলাম, শাহাব উদ্দিন, ফখরুল ইসলাম, কৃষকলীগ নেতা আনোয়ার সোনা, যুবলীগের মনিরুল হক পিনু, পরিবহন শ্রমিক নেতা আব্দুর রহিম লিলু, আজমল হোসেন মেম্বার প্রমুখ।

Sunday 31 March 2024

চন্দরপুরে হাজী সোনাহর আলী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

চন্দরপুরে হাজী সোনাহর আলী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

 

গোলাপগঞ্জের চন্দরপুরে হাজী সোনাহর আলী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে গ্রামের অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩১ মার্চ) দুপুর ২টায় গ্রামের ১১০টি পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রমাজান প্যাকেজের পাশাপাশি ছিলো ঈদ প্যাকেজেও।

খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে ইউপি সদস্য সালমান কাদের দিপুর সঞ্চালনায় ও বিশিষ্ট মুরুব্বি নিয়ামত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ ও দোয়া পরিচালনা করেন চন্দরপুর দক্ষিণ মহল্লা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি ডা: ফারুক উদ্দিন, ছিফত আলী, লেচু মিয়া ও হারুন মিয়া।

আরোও উপস্থিত ছিলেন সাইফুল হক, খাইরুল ইসলাম সুমন, কবির মিয়া, জুনেদ আহমদ, হোসাইন সারোয়ার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগণ মরহুম হাজী সোনাহর আলী মেমোরিয়াল ট্রাস্টের ভূয়সী প্রশংসা করেন। পবিত্র রমজান মাসে সমাজের অসহায়দের সাহায্যে এগিয়ে আসায় বক্তাগণ এ ট্রাস্ট ও মরহুম হাজী সোনাহর আলীর পরিবারবর্গকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তারা এ ট্রাস্টের আরোও সমৃদ্ধি কামনা করে ভবিষ্যতে তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Saturday 30 March 2024

গোলাপগঞ্জে শেখ কাসু ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রমজানের উপহার সামগ্রী বিতরণ

গোলাপগঞ্জে শেখ কাসু ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রমজানের উপহার সামগ্রী বিতরণ



গোলাপগঞ্জের চন্দরপুরে শেখ কাসু ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় ট্রাস্টের পক্ষ থেকে এলাকার অসহায় ও গরীবদের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। 

বিশিষ্ট মুরুব্বি সমছ উদ্দিনের সভাপতিত্বে ও আবুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান শরফ উদ্দিন, ট্রাস্টের সদস্য শেখ আজিজুর রহমান এনু, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডাক্তার আব্দুল মুতলিব, শেখ কাসু ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি রুহেল উদ্দিন।

বক্তব্য রাখেন সমাজসেবী আব্দুস সোবহান, সাবেক ছাত্রনেতা এম জেড আলম, ইউপি সদস্য সালমান কাদের দিপু, স্বাগত বক্তব্য রাখেন খালেদ আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করুন বিশিষ্ট মুরুব্বি সহির উদ্দিন।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি মফুর আলী, ছলফু মিয়া, হোসেন আহমদ, শেখ জিল্লু, কবির আহমদ, ফয়ছল আহমদ, ইউপি সদস্য জাহেদুর রহমান মৌলা, জুবের আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগণ শেখ কাসু ওয়েলফেয়ার ট্রাস্টের ভূয়সী প্রশংসা করেন। পবিত্র রমজান মাসে সমাজের অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসায় এ ট্রাষ্টের সকল ট্রাস্টিবৃন্দকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় তারা শেখ কাসু ওয়েলফেয়ার ট্রাস্টের সকল ট্রাস্টি ও সহযোগিদের সমৃদ্ধি কামনা করেন।

বক্তব্য শেষে এলাকার প্রায় একশত পরিবারের হাতে রমজানের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

Sunday 11 February 2024

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট'র মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট'র মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ১ম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ ইংরেজি এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধা বাচাই প্রক্রিয়ায় ১০জন ট্যালেন্টপুল গ্রেডের শিক্ষার্থীকে নগদ ৩হাজার টাকা, একটি উন্নতমানের স্কুল ব্যাগ, ক্রেস্ট, সনদ এবং ১১জন সাধারণ গ্রেডের শিক্ষার্থীকে নগদ ২ হাজার টাকা, একটি উন্নতমানের স্কুল ব্যাগ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

শনিবার সকাল সাড়ে ১১টায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। 

শিরিন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদুর সভাপতিত্বে ও আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন, শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ১ম মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শফিক উদ্দিন, মছলম উদ্দিন খান একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক, মাটিজুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য গণি মিয়া, আব্দুল গফুর, আলী হোসেন, শিক্ষানুরাগী সদস্য আব্দুস ছালাম ছুনু, দ্বীন মোহাম্মদ একাডেমির প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, ইউপি সদস্য এনাম উদ্দিন, হেলাল উদ্দিন খান, আবুল কাশেম, জাহেদুর রহমান মৌলা।

নবম শ্রেণীর শিক্ষার্থী সাদিকুল ইসলাম শাওনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ১ম মেধাবৃত্তি পরীক্ষার সদস্য সচিব জাহেদুল ইসলাম শিপু, কো অর্ডিনেটর ইউপি সদস্য সালমান কাদের দিপু।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক সাইকুল ইসলাম, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ইমাম উদ্দিন, ফারুক মিয়া, সমাজসেবী ডা. আব্দুল মতলিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজসেবী আব্দুস সোবহান, মানিক মিয়া, নজরুল ইসলাম, মাস্টার এমরান আহমদ, কাওছার আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Tuesday 6 February 2024

মডেল প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মডেল প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


"মডেল প্রবাসী কল্যাণ পরিষদ" এর উদ্যোগে ১ম বারের মতো প্রায় শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয় গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে।

শুক্রবার (০২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টায় গোলাপগঞ্জ প্রেসক্লাবে মডেল প্রবাসী কল্যাণ পরিষদের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ফয়েজ আহমদের সভাপতিত্বে ও মডেল প্রবাসী কল্যাণ পরিষদের কার্যকারি কমিটির অর্থ সম্পাদক  আফছার আলীর পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মডেল প্রবাসী কল্যাণ পরিষদের সহ-সভাপতি রুহেল আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল প্রবাসী কল্যাণ পরিষদের অন্যতম উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাওঃআব্দুল জলিল, মডেল প্রবাসী কল্যাণ পরিষদের কার্যকারি কমিটির সহ-সভাপতি কামাল আহমদ ।

এছাড়াও উপস্থিত ছিলেন মডেল প্রবাসী কল্যাণ পরিষদের কার্যকারি কমিটির সহ-সাধারন সম্পাদক নজরুল ইসলাম,জুনাব_আলী, সহ-সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ।

মডেল প্রবাসী কল্যাণ পরিষদের পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজওয়ান আহমদ, নজমুল ইসলাম, অলিউর রহমান তামিম, সাকেল উদ্দিন, আতিকুর রহমান নিপু ও রাসেল আহমদ প্রমূখ।

Friday 19 January 2024

এ কে এম আব্দুল্লাহর ৫টি বইয়ের আলোচনা নিয়ে পোস্টমর্টেম সূচক বই “REFLECTION”

এ কে এম আব্দুল্লাহর ৫টি বইয়ের আলোচনা নিয়ে পোস্টমর্টেম সূচক বই “REFLECTION”


মহান একুশে বইমেলা ২০২৪-এ, অনার্য প্রকাশনী থেকে আসছে- কবি, গল্পকার এ কে এম আব্দুল্লাহর ৫টি প্রকাশিত বইয়ের আলোচনা নিয়ে পোস্টমর্টেম সূচক বই-“REFLECTION”। বইটিতে থাকবে বাংলাদেশ, ভারত এবং যুক্তরাজ্যের বিশ জন কবি, সাহিত্যিকের সারগর্ভ আলোচনা। বইটি সম্পাদনা করেছেন কবি ও সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী। 

ইতোমধ্যে, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অনেক বোদ্ধা পাঠক, লেখক তাঁর লেখার নিজস্ব দর্শন , নিজস্ব স্টাইল, শব্দচয়ন এবং চিত্রকল্প নিয়ে প্রশংসা করেছেন। এ কে এম আব্দুল্লাহ বলেন, পাঠকের ভালোবাসা, প্রশংসা সমর্থন যেমন উৎসাহিত করেছে— তেমনি লিখতেও সহযোগিতা করেছে। সেই উৎসাহ আরো একধাপ এগিয়ে গেলো “রিফ্লেকশন” বইটি প্রকাশের মাধ্যমে। 

কবি এ কে এম আব্দুল্লাহ তার লেখালেখি নিয়ে বলেন, “আমার কাছে আমার প্রকাশিত বই বা লেখাগুলো, আমার একটি নিজস্ব বিপ্লব, প্রতিবাদ, বিনোদন এবং একান্ত নিজস্ব কথা বলার মাধ্যম”। 

রিফ্লেকশন বইটিতে যে পাঁচটি বইয়ের আলোচনা করা হয়েছে সেগুলো হলো- যে শহরে হারিয়ে ফেলেছি করোটি , ইমেইল বডিতে সময়ের অনুবাদ, শাজরাত কাঠের ক্যারাভ্যান ও আত্মার ফ্লেক্সিলোড, মাটির মাচায় দণ্ডিত প্রজাপতি এবং  টি-ব্রেকের গল্প।

আলোচনা করেছেন, কবি নির্মলেন্দু গুণ, কবি অসীম সাহা, কবি হেলাল হাফিজ, ড. মোহন রায়হান, ড. পরিমল ভট্টাচার্য, ড. শংকর সাহা, কবি কাজল ভট্টাচার্য, তমাল কান্তি সরকার, ড. এসরাজুল হক সহ বিশজন কবি সাহিত্যিক। 
বইটি অনার্য প্রকশনীর স্টল রকমারি ডট কম সহ বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাবে।

Friday 5 January 2024

সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার পরিচালক নিয়োগ পেলেন সমাজসেবী ফজলুল হক

সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার পরিচালক নিয়োগ পেলেন সমাজসেবী ফজলুল হক

 

সিলেটের পাঠকপ্রিয় পত্রিকা সাপ্তাহিক হলি সিলেট এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শিরিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ফজলুল হক।

সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম সাক্ষরিত এক চিঠিতে মোহাম্মদ ফজলুল হককে একজন সম্মানিত পরিচালক হিসেবে নিয়োগ প্রদানের বিষয়টি নিশ্চিত করেন। 

সম্পাদক চিঠিতে আরোও উল্লেখ করেন যে, নবাগত “পরিচালক” ফজলুল হক একজন সমাজসেবী শিক্ষানুরাগী ও দানশীলব্যাক্তিত্ব এবং প্রবাসী সংগঠক হওয়ায় পত্রিকা প্রকাশান্তে সকল নিয়ম কানুন বাস্তবায়নের লক্ষ্যে পত্রিকার সফলতা ও সুনাম বজায় রাখতে সর্বাত্মক সহযোগীতা প্রদানে অগ্রনী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

এদিকে মোহাম্মদ ফজলুল হক  হলি সিলেট পত্রিকার সম্মানিত পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে হলি সিলেট পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানাে হয়েছে।

Sunday 17 December 2023

গোলাপগঞ্জে রান্নান চুলায় গ্যাসের চাপ কম থাকায় মানববন্ধন ও অভিযোগপত্র দাখিল

গোলাপগঞ্জে রান্নান চুলায় গ্যাসের চাপ কম থাকায় মানববন্ধন ও অভিযোগপত্র দাখিল


গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ ভাগ ও পশ্চিম ভাগ গ্রামের রান্নান চুলায় গ্যাসের চাপ কম থাকায় মানববন্ধন এবং অভিযোগপত্র দাখিল করেছেন স্থানীয় এলাকাবাসী।

রবিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জালালাবাদ টি এন্ড ডি সিস্টেম লিমিটেড গোলাপগঞ্জ আঞ্চলিক বিতরণ কার্যালয়ের আঙ্গিনায় মানববন্ধন করে ব্যবস্থাপকের কক্ষে গিয়ে এক অভিযোগ পত্র প্রদান করা হয়। পরে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভূমি অফিসার কাছে অনুলিপি প্রদান করা হয়।

অভিযোগ পত্রে বলা হয়,  গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ ভাগ ও পশ্চিম ভাগ এলাকায় দীর্ঘদিন যাবত গ্যাসের চাপ কম থাকায় অনেক দূর্ভোগ পুহাতে হচ্ছে। অনেক সময় মৌখিকভাবে অফিসে ধর্না দিয়াও কোন কাজ হয়নি। বর্তমানে চাপ আরও কমিয়া যাওয়ায় রান্না করা কোন অবস্থায় সম্ভব হইতেছে না। উল্লেখ্য যে নির্ধারিত সময়ের মধ্যে আমরা গ্যাস বিল পরিশোধ করে আসছি।  

অভিযোগ গ্রহনের সময় জালালাবাদ টি এন্ড ডি সিস্টেম লিমিটেড গোলাপগঞ্জ আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুর রউফ স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবো।

এসময় এলাকাবাসী পক্ষে উপস্থিত ছিলেন কাজী সেলিম, মো লুতফুর রহমান লয়লু, জিল্লু হক, আবিদ আহমদ চৌধুরী, কাজী আকরামুল ইসলাম, মঞ্জুল আহমদ, শেখ আবিদ, সাব উদ্দিন, বদরুল আহমদ, দেলওয়ার, মালেক আহমদ, মাহি আহমদ, সেলিম আহমদ প্রমুখ।

Tuesday 12 December 2023

গোলাপগঞ্জে মুক্ত দিবস পালন

গোলাপগঞ্জে মুক্ত দিবস পালন


বর্ণাঢ্য আয়োজনে গোলাপগঞ্জ মুক্ত দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টার সময় মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের উদ্যোগে পৌর নগরীতে মুক্তিযুদ্ধা সংসদ অফিস থেকে র‍্যালিটি শুরু করে বিভিন্ন গুরুপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে আবার অফিসের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিতে অংশগ্রহন করেন সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা সমশের মুবিন চৌধুরী বীর বিক্রম, সহকারি কমিশনার ভূমি অভিজিৎ চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল হক, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের নেতাকর্মীগণ।

র‍্যালি শেষে আলোচনা সভায় সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা সমশের মুবিন চৌধুরী বীর বিক্রম।

গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান জহিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, উপজেলা মুক্তিযোদ্ধা  যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, সাবেক কমান্ডার আব্দুল মুতলিব, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমান, কাউন্সিলর ফজলুল হক।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ফজলুর রহমান, আলেক আহমদ, শাহীন আহমদ, মঞ্জিল আহমদ প্রমুখ।

উল্লেখ্য ১৯৭১ সালের ১২ই ডিসেম্বর সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পাক হানাদার মুক্ত করা হয়েছিল। যার ধারাবাহিতায় প্রতিবৎসর বর্ণাঢ্য আয়োজনে এই দিনটিকে গোলাপগঞ্জ মুক্ত দিবস হিসেবে পালন করা হয়।

Thursday 7 December 2023

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট'র মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট'র মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত


গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে ১ম মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। 

মেধাবৃত্তি পরিক্ষায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী নজরুল ইসলাম দুদু, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সামছুল আলম কয়েছ, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুর রহমান মৌলা।


এছাড়াও উপস্থিত ছিলেন আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ও মেধা বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, মেধা বৃত্তির সমন্বয়ক আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ, পরীক্ষা কমিটির সদস্য সচিব শিপু ইসলাম, মানিক মিয়া, ইউপি সদস্য সালমান কাদের, রাদিছ আহমদ প্রমুখ।

পরীক্ষা পরিদর্শনকালে অতিথিবৃন্দ শিরিন মেমোরিয়াল ট্রাস্ট এবং এর চেয়ারম্যান ফজলুল হকের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন শিক্ষার উন্নয়নে মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন একটি মহৎ উদ্যোগ। এরকম আয়োজন শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে সহায়ক ভূমিকা পালন করে। 

মেধাবৃত্তি পরীক্ষায় ৫টি উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও দশম শ্রেণির মোট ১০৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Wednesday 6 December 2023

শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মেধা বৃত্তি পরীক্ষা আগামীকাল

শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মেধা বৃত্তি পরীক্ষা আগামীকাল

 

শিরিন মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক আয়োজিত ১ম মেধা বৃত্তি পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। গোলাপগঞ্জের চন্দরপুরে আল-এমদাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ৮ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিবেন।

গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হকের মেয়ে শিরিন হকের অকাল মৃত্যুর পর নিজ মেয়ে স্মরণে গঠিত এ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কাজ চালিয়ে আসছেন তিনি। শিরিন হক নিজেও একজন শিক্ষক ছিলেন। নিজ মেয়ে স্মরণে গঠিত এ ট্রাস্টের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষ ও শিক্ষার উন্নয়নে কাজ চালিয়ে যেতে চান বলেও জানিয়েছেন এ ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হক। তিনি তার মেয়ের বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের দোয়া কামনা করেন।

Thursday 30 November 2023

সিলেট বিভাগে তৃণমূল বিএনপির ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সিলেট বিভাগে তৃণমূল বিএনপির ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সিলেট বিভাগে তৃণমূল বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ১৮ প্রার্থী। বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত সিলেট বিভাগের ১৯ টি সংসদীয় আসনে ১৮ জন প্রার্থী দলটির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ।

মিডিয়া উইং সুত্রে জানা যায়, সিলেট ১ আসনে হাফিজ মোঃ রইছ উদ্দিন, সিলেট ২ আসনে ড. এ এম খান, সিলেট ৩ আসনে আমিনুল ইসলাম ড্যানী, সিলেট ৪ আসনে আবুল হোসেন, সিলেট ৫ আসনে কায়সার আহমেদ কাউসার, কুতুব উদ্দিন শিকদার, সিলেট ৬ আসনে শমশের মুবিন চৌধুরী, সুনামগঞ্জ ১ আসনে মাওলানা আশরাফ আলী মাদানী, মো: রফিকুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ ৩ এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সুনামগঞ্জ ৫ আবু সালেহ, মৌলভীবাজার ১ আসনে আনোয়ার হোসেন, মৌলভীবাজার ২ এম এম শাহীন, মৌলভীবাজার ৩ মিছবাহ উদ্দিন, মৌলভীবাজার ৪ কবির আহমদ বাবর, মোঃ মইনুর রশীদ চৌধুরী, হবিগঞ্জ ২ আসনে এডভোকেট খায়রুল আলম ও সাদিকুর মিয়া তালুকদার মনোনয়ন সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার তিনদিন পর তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা নাজমুল হুদা মারা যান। এরপর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা। পরে গত ১৯ সেপ্টেম্বর দলটিতে যোগ দিয়েই চেয়ারপারসন নির্বাচিত হন শমসের মবিন চৌধুরী এবং মহাসচিবের দায়িত্ব পান তৈমূর আলম খন্দকার।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে। 

Monday 27 November 2023

গোলাপগঞ্জে সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

গোলাপগঞ্জে সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন



গোলাপগঞ্জে সাংবাদিকদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ২০০৮ সালে প্রতিষ্ঠিত গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন গঠন করা হয়েছে।

গতকাল রবিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে (১৯) সদস্যবিশিষ্ট একটি নতুন গঠন করা হয়।

কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিলের পরিচালনা সভার শুরুতে আল-কোরআন থেকে তেলওয়াত করেন দেলওয়ার হোসেন মাহমুদ, এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংবাদিক খন্দকার বদরুল আলম ও শাহ আলম।

সাংবাদিক কল্যাণ সমিতির নতুন ও পুরাতন সকল সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে আগামী (২০২৩-২৫) দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটিতে
এনটিভি ইউরোপের প্রতিনিধি মাহবুব রহমান চৌধুরী’কে সভাপতি ও দৈনিক আজকালের খবরের প্রতিনিধি ফখরুল ইসলাম শাকিল’কে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য পদের সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মোঃ বদরুল আলম (দৈনিক জৈন্তাবার্তা), সহ-সভাপতি মো: আব্দুল মুমিত রনি (জিবি টেলিভিশন), মোঃ শাহ আলম (দৈনিক তৃতীয় মাত্রা), দেওলোয়ার হোসেন মাহমুদ (দৈনিক পুণ্যভূমি), সহ সাধারন সম্পাদক আব্দুল আজিজ বাবর (দৈনিক বাংলাদেশ সমাচার), ফাহাদ হোসাইন (দৈনিক বিজয়ের সময়), সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান তামিম (দৈনিক জৈন্তাবার্তা ও আইঅনটিভি), সহ সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ (সিলেট বাংলাদেশ টুয়েন্টিফোর ডটকম), ফাহিম আহমদ (সিলেট ভয়েজ টুয়েন্টিফোর ডটকম), প্রচার সম্পাদক ডিএইচ মান্না (বিডি টুয়েন্টিফোর লাইভ), সহ প্রচার সম্পাদক রিমন আহমদ (দৈনিক সংগ্রাম প্রতিদিন), দপ্তর সম্পাদক তামিম আহমদ (জিবি বার্তা), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে এম আব্দুল্লাহ (দৈনিক আই বার্তা),

নির্বাহী সদস্য সালমান কাদের দিপু (দৈনিক মাকড়সা ও সম্পাদক কুশিয়ারা নিউজ টুয়েন্টিফোর ডটকম), আফসার আহমদ (ক্যামেরা পার্সন জিবি টেলিভিশন), সাকেল উদ্দিন (দৈনিক আই বার্তা)।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির এটি ষষ্ঠতম কার্যনির্বাহী কমিটি।

Sunday 26 November 2023

সিলেট-৬ : নাহিদেই ভরসা শেখ হাসিনার

সিলেট-৬ : নাহিদেই ভরসা শেখ হাসিনার


গোলাপগঞ্জ প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নির্বাচনী আসন থেকে এবারো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ৩০০ আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে গতকাল শনিবার রাত থেকে গুজন উঠে এবারো সিলেট-৬ আসনে নৌকার মাঝি নুরুল ইসলাম নাহিদ। ঠিক যেন তেমনটাই সত্য হলো। তবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার দৌড়ে শক্ত অবস্থানে ছিলেন কানাডা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন। গত ২০১৮ সালের নির্বাচনেও নুরুল ইসলাম নাহিদের শক্ত প্রতিপক্ষ ছিলেন সরওয়ার হোসেন। সেবারো সরওয়ার হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পাননি। এবারো মনোনয়ন বঞ্চিত হলেন সরওয়ার হোসেন। এতে বুঝাই যাচ্ছে বর্ষিয়ান রাজনীতিবিদ নুরুল ইসলাম নাহিদেই ভরসা রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদ ছাড়াও সিলেট-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন আরও ১৪ জন। আওয়ামী লীগের মনোনয়ন পেতে তারা মনোনয়ন ফরম কিনে জমা দেন। তারা হলেন- কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির চৌধুরী শাফি, গোলাপগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাতা সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা মো. জাকির হোসেন, আফসার খান সাদেক, মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, জুলিয়ান চৌধুরী রাহী, সামছুল ইসলাম বাচ্চু, আবুল কালাম মোহাম্মদ, শামসুজ্জামান, মো.মোদাব্বির হোসেন।

Friday 24 November 2023

গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত



গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় পৌর শহরের মার্ভেলাস টাওয়ারের ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

ক্লাবের সভাপতি এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য দেলোয়ার হোসেন মাহমুদ। 

বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি বদরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সাকিল, কোষাধ্যক্ষ নজমুল ইসলাম। 

সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আহমদ, নির্বাহী সদস্য ফাহাদ হোসাইন। 

এছাড়াও উপস্থিত ছিলেন নব মনোনীত সদস্য কে এম আব্দুল্লাহ, ডি এইচ মান্না, সৈয়দ রাসেল আহমদ, অলিউর রহমান তামিম, সামিল হোসেন, রিমন আহমদ, আফছর আহমদ, তামিম আহমদ, আব্দুল্লাহ আল মাসুদ, আমিনুল ইসলাম, রিফাত আহমদ, রুদায়েদ আহমদ ইমন। 

সভায় গঠিত কমিটি ও নব মনোনীত সকল সদস্যদের নিয়ে পরিচিত সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও ক্লাবের কার্যক্রম বৃদ্ধির লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গোলাপগঞ্জের বুধবারীবাজারে যুক্তরাজ্য প্রবাসীর পক্ষ থেকে গৃহ নির্মানের ভিত্তিপ্রস্তর

গোলাপগঞ্জের বুধবারীবাজারে যুক্তরাজ্য প্রবাসীর পক্ষ থেকে গৃহ নির্মানের ভিত্তিপ্রস্তর



গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে বুধবারীবাজার ইউনিয়ন ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকের তত্ত্বাবধানে যুক্তরাজ্য প্রবাসী নুনু মোহাম্মদ শেখের পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় চন্দরপুর গ্রামে এ গৃহ নির্মান কাজের উদ্বোধন অনুষ্ঠানে বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান শরিফ উদ্দিন শরফের সভাপতিত্বে ও ফয়সল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাব উদ্দিন কামাল।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের মেম্বারশীপ সেক্রেটারি, বুধবারীবাজার ইউনিয়ন ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকের ইসি মেম্বার নুনু মোহাম্মদ শেখ।

বক্তব্য রাখেন সমাজসেবী নুর উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য সাংবাদিক সালমান কাদের দিপু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি নুরুল ইসলাম, হেলাল উদ্দিন, সাবেক মেম্বার আব্দুস সালাম চুনু, বারাম উদ্দিন, আব্দুল কুদ্দুছ, শেখ জিল্লুর, সাইফুল হক, কবির আহমদ, মাসুক আহমদ, নিজাম উদ্দিন প্রমুখ। 

দোয়া পরিচালনা করেন চন্দরপুর দক্ষিণ মহল্লা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুল করিম।