Tuesday, 18 March 2025

ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে ডাকাতির অভিযোগ



ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের হবিগঞ্জ বাহুবল থানার রশিদপুর গ্যাসফিল্ডের সামনে গাছ ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

রোববার (১৬মার্চ) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। এসময় সড়কের দুই পাশের  যানবাহনগুলো আটকে ডাকাতি করে ডাকাতরা নিরাপদে চলে যায়।

শ্রীমঙ্গলের বাস যাত্রী শেখ আল নোমান জানান, আমি যে গাড়িতে ঢাকা থেকে আসছিলাম তার সামনের তিনটি গাড়িতে ডাকাতি শেষে যখন আমাদের গাড়িতে আসবে সেই সময় পুলিশ ও সেনাবাহিনীর লোক চলে আসাতে আমাদের গাড়িতে ডাকাতি হয়নি।

মো.জামাল নামে এক যাত্রী জানান, রশিদপুর গ্যাস ফিল্ডের সামনে ভয়াবহ ডাকাতি হচ্ছে। এ সময় আমরা সড়কে জ্যামে আটকা পড়ি। পুলিশকে কল দিয়েছি, পুলিশ আসছি আসছি বলেছে কিন্তু পুলিশ সময় মতো আর আসে নাই।

মনতোষ নামে শ্রীমঙ্গলের এক গাড়ি চালক চিটাগাংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন রশিদপুর গ্যাস ফিল্ডের সামেনে রাত ১১টা ২০ মিনিটে পৌঁছার পর দেখেন গাছ ফেলে ডাকাতি হচ্ছে, এনা বাস, কভার্ড ভ্যান, ড্রাম ট্রাকে ডাকাতি হচ্ছিল। প্রায় একঘণ্টা পর পুলিশ ঘটনা স্থলে যায় বলে তিনি অভিযোগ করেন। 

তবে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশের পরির্দশক সাইফুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাস্থলে আসতে আমাদের পাঁচ সাত মিনিট লেগেছে। তার দাবি রাত ১১টায় এঘটনা ঘটে। কোনো গাড়িতেই ডাকাতরা হাত দিতে পারেনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। 

অল্প সময়ের ভেতরে সড়কে ফেলা গাছ কেটে সরিয়ে যান চলাচলের উপযোগী করে দেওয়া হয় বলেও জানান তিনি। 

শেয়ার করুন