প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের ব্যানারে গণপদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এই ঘটনা ঘটে।
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন আন্দোলনকারীরা।
মিছিল নিয়ে শাহবাগ থেকে এগিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে যেতেই তাদেরকে বাধা দেয় পুলিশ।
এক পর্যায়ে পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা।
পরে আন্দোলনকারীদের লাঠিপেটা করে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। এসময় পুলিশের সাথে আন্দোলনকারীদের হাতাহাতি করতেও দেখা গেছে গণমাধ্যমে প্রচারিত ফুটেজে।
পুলিশের লাঠিপেটার মুখে মিছিলকারীরা এলাকা ছেড়ে চলে যায়। তবে মিছিলকারীদের মধ্যে পাঁচজনকে স্মারকলিপি দেওয়ার জন্য যেতে দেওয়া হয়।
আন্দোলনকারীরা এসময় মিছিল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিও জানান।
তারা এসময় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সব ধর্ষণের ঘটনার বিচারেরও দাবি জানান।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ
বাংলাদেশ