Thursday, 20 March 2025

অসহায়দের মাঝে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ


পবিত্র রমজান মাস উপলক্ষে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বাদ যোহর গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের অসচ্ছল ২০০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইউপি সদস্য সালমান কাদের দিপুর সঞ্চালনায় এবং শিরিন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন। 

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী নুরুল হক, মানিক মিয়া, সাবেক ইউপি সদস্য মাওলানা সাব্বির আহমদ, ফয়সল আহমদ, শাহজাহান আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রতি বছর রমজান মাসে এ ট্রাস্ট অসহায়দের সাহায্যার্থে এগিয়ে আসে। এছাড়া এ ট্রাস্ট বিভিন্ন সময় শীতার্তদের শীতবস্ত্র, অসহায়দের খাদ্য সামগ্রী, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে অনুদান-সহ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে। বক্তারা এ ট্রাস্টের প্রতিষ্ঠাতা গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হককে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতেও অসহায়দের সাহায্যে হাত প্রসারিত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় ফজলুল হকের মরহুমা মেয়ে শিরিন হকের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারবর্গের প্রতিও মঙ্গল কামনা করেন বক্তারা।

শেয়ার করুন