Friday, 5 January 2024

সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার পরিচালক নিয়োগ পেলেন সমাজসেবী ফজলুল হক

 

সিলেটের পাঠকপ্রিয় পত্রিকা সাপ্তাহিক হলি সিলেট এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শিরিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ফজলুল হক।

সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম সাক্ষরিত এক চিঠিতে মোহাম্মদ ফজলুল হককে একজন সম্মানিত পরিচালক হিসেবে নিয়োগ প্রদানের বিষয়টি নিশ্চিত করেন। 

সম্পাদক চিঠিতে আরোও উল্লেখ করেন যে, নবাগত “পরিচালক” ফজলুল হক একজন সমাজসেবী শিক্ষানুরাগী ও দানশীলব্যাক্তিত্ব এবং প্রবাসী সংগঠক হওয়ায় পত্রিকা প্রকাশান্তে সকল নিয়ম কানুন বাস্তবায়নের লক্ষ্যে পত্রিকার সফলতা ও সুনাম বজায় রাখতে সর্বাত্মক সহযোগীতা প্রদানে অগ্রনী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

এদিকে মোহাম্মদ ফজলুল হক  হলি সিলেট পত্রিকার সম্মানিত পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে হলি সিলেট পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানাে হয়েছে।

শেয়ার করুন