Wednesday, 6 December 2023

শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মেধা বৃত্তি পরীক্ষা আগামীকাল

 

শিরিন মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক আয়োজিত ১ম মেধা বৃত্তি পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। গোলাপগঞ্জের চন্দরপুরে আল-এমদাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ৮ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিবেন।

গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হকের মেয়ে শিরিন হকের অকাল মৃত্যুর পর নিজ মেয়ে স্মরণে গঠিত এ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কাজ চালিয়ে আসছেন তিনি। শিরিন হক নিজেও একজন শিক্ষক ছিলেন। নিজ মেয়ে স্মরণে গঠিত এ ট্রাস্টের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষ ও শিক্ষার উন্নয়নে কাজ চালিয়ে যেতে চান বলেও জানিয়েছেন এ ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হক। তিনি তার মেয়ের বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের দোয়া কামনা করেন।

শেয়ার করুন