Thursday, 30 November 2023

আছিরগঞ্জস্থ মেডিলাইফ ডায়াগনস্টিক সেন্টার বিক্রয় বিজ্ঞপ্তি


কুশিয়ারা তীরবর্তী ঐতিহ্যবাহী বাজার আছিরগঞ্জ বাজারের সুনামধন্য প্রতিষ্ঠান মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার। সেবামূলক এ সেন্টারটি দীর্ঘদিন থেকে এতদঞ্চলের মানুষকে চিকিৎসাসেবা দিয়ে আসছে। ২০২২ইং সালের ২১ জানুয়ারি থেকে যাত্রা করা প্রতিষ্ঠানটি গ্রামীণ জনসাধারণকে ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেবা দিয়ে ইতোমধ্যে বেশ সুনাম কুড়াতেও সক্ষম হয়েছে। সেন্টারটি গ্রাম্য বাজারে হলেও শহুরে সেবা যেমন, ইমারজেন্সী চিকিৎসা সেবা, ডক্টর চেম্বার এবং সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা-সহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা চিকিৎসাসেবা প্রদানে অটল রয়েছে।

সুনামধন্য সেবামূলক এ সেন্টারটির এবার মালিকানা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। মালিকপক্ষ থেকে জানা যায় ব্যক্তিগত কারণে ব্যবসা সফল এবং সুনামধন্য এ সেন্টারটি বিক্রয় করতে হচ্ছে।এর কর্ণধার শাহীন আহমেদ বলেন, আমি চাই প্রতিষ্ঠানটি তার সুনাম ধরে রাখুক এবং এ অঞ্চলের মানুষজন যেন বাড়ির পাশেই শহুরে সেবা নিতে পারেন সেজন্য প্রতিষ্ঠানটি ঠিকে থাকা আবশ্যক। এজন্য তিনি প্রতিষ্ঠানটির সকল কিছুই একসাথে বিক্রয় করে শুধু মালিকানা পরিবর্তন করতে চাচ্ছেন। সেজন্য তিনি আগ্রহী ক্রেতাগণকে সরাসরি অথবা ফোনকলের মাধ্যমে যোগাযোগের আহবান জানান।

যোগাযোগঃ
মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, তোতাব আলী মার্কেট, আছিরগঞ্জ বাজার, বিয়ানীবাজার, সিলেট।

মোবাইলঃ 01754-309867, 01612-103351

শেয়ার করুন