Monday, 27 November 2023

গোলাপগঞ্জে সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন



গোলাপগঞ্জে সাংবাদিকদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ২০০৮ সালে প্রতিষ্ঠিত গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন গঠন করা হয়েছে।

গতকাল রবিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে (১৯) সদস্যবিশিষ্ট একটি নতুন গঠন করা হয়।

কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিলের পরিচালনা সভার শুরুতে আল-কোরআন থেকে তেলওয়াত করেন দেলওয়ার হোসেন মাহমুদ, এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংবাদিক খন্দকার বদরুল আলম ও শাহ আলম।

সাংবাদিক কল্যাণ সমিতির নতুন ও পুরাতন সকল সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে আগামী (২০২৩-২৫) দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটিতে
এনটিভি ইউরোপের প্রতিনিধি মাহবুব রহমান চৌধুরী’কে সভাপতি ও দৈনিক আজকালের খবরের প্রতিনিধি ফখরুল ইসলাম শাকিল’কে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য পদের সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মোঃ বদরুল আলম (দৈনিক জৈন্তাবার্তা), সহ-সভাপতি মো: আব্দুল মুমিত রনি (জিবি টেলিভিশন), মোঃ শাহ আলম (দৈনিক তৃতীয় মাত্রা), দেওলোয়ার হোসেন মাহমুদ (দৈনিক পুণ্যভূমি), সহ সাধারন সম্পাদক আব্দুল আজিজ বাবর (দৈনিক বাংলাদেশ সমাচার), ফাহাদ হোসাইন (দৈনিক বিজয়ের সময়), সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান তামিম (দৈনিক জৈন্তাবার্তা ও আইঅনটিভি), সহ সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ (সিলেট বাংলাদেশ টুয়েন্টিফোর ডটকম), ফাহিম আহমদ (সিলেট ভয়েজ টুয়েন্টিফোর ডটকম), প্রচার সম্পাদক ডিএইচ মান্না (বিডি টুয়েন্টিফোর লাইভ), সহ প্রচার সম্পাদক রিমন আহমদ (দৈনিক সংগ্রাম প্রতিদিন), দপ্তর সম্পাদক তামিম আহমদ (জিবি বার্তা), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে এম আব্দুল্লাহ (দৈনিক আই বার্তা),

নির্বাহী সদস্য সালমান কাদের দিপু (দৈনিক মাকড়সা ও সম্পাদক কুশিয়ারা নিউজ টুয়েন্টিফোর ডটকম), আফসার আহমদ (ক্যামেরা পার্সন জিবি টেলিভিশন), সাকেল উদ্দিন (দৈনিক আই বার্তা)।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির এটি ষষ্ঠতম কার্যনির্বাহী কমিটি।

শেয়ার করুন