Wednesday, 7 June 2023

কবিতাস্বজন ইউকে'র আয়োজনে অনুষ্ঠিত হল ‘সাহিত্য আড্ডা’


কবিতাস্বজন ইউকে-এর আয়োজনে অনুষ্ঠিত হল এক প্রাণবন্ত ‘সাহিত্ আড্ডা’। ৫ই জুন ২০২৩, সোমবার ইস্টলন্ডনে অবস্থিত লন্ডনবাংলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত কবি ও ছড়াকার জিন্নাহ চৌধুরী। 

কবি আতাউর রহমান মিলাদের সভাপতিত্বে ও এ কে এম আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় কবিতাপাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন- কবি গল্পকার হামিদ মোহাম্মদ, কবি গল্পকার ময়নূর রহমান বাবুল,কবি গোলাম কবির, গবেষক ফারুক আহমদ, কবি কাবেরি মুখার্জি, কবি ফারুক আহমেদ রনি, কবি মাশূক ইবনে আনিস, কবি ইকবাল হোসেন বুলবুল, কবি মজিবুল হক মনি, সাংস্কৃতিক কর্মী আশরাফ নেসওয়ার, কবি মোহাম্মদ ইকবাল, কবি শাহ শামিম, কবি মোসাইদ খান, কবি শামীম আহমদ, টিভি উপস্থাপক  ও সাংস্কৃতিক কর্মী হেনা বেগম, কবি মরিয়ম চৌধুরী, কবি শাহ সোহেল, কবি মোহম্মদ মুহিদ, ছড়াকার সৈয়দ হিলাল সাইফ সহ অনেকে। 

কবিতাস্বজনের পক্ষ থেকে অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান মোসাইদ খান, হেনা বেগম ও মরিয়ম চৌধুরী।

আড্ডা শেষে কবি জিন্নাহ চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রাণবন্ত কথা, কবিতা আর ছড়া আড্ডায় উপস্থিত সকলকে কবিতাস্বজনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। 

শেয়ার করুন