Friday, 7 April 2023

চন্দরপুরে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ


পবিত্র রমজান মাস উপলক্ষে গোলাপগঞ্জের চন্দরপুরে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) বাদ জুমআ গ্রামের ১৬০টি পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলু ইত্যাদি তুলে দেয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের সেক্রেটারি নজরুল ইসলাম দুদু মিয়ার সভাপতিত্বে ও ইউপি সদস্য সালমান কাদের দিপুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাইয়ান মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী মানিক মিয়া, সাবেক মেম্বার শিব্বির আহমদ, সমাজকর্মী শিপু ইসলাম, নাবিল মাহমুদ প্রমুখ।

এসময় বক্তারা শিরিন হকের বিদাহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার স্মরণে প্রতিষ্ঠিত শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন এ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সময় সমাজের অসচ্ছল পরিবারকে সহযোগিতা প্রদান করা হয়ে থাকে। বিশেষ করে এ ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হকের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। সমাজে ফজলুল হকের অবদান তুলে ধরে তাদের পরিবারের সকলের মঙ্গল কামনা করেন তারা।

এসময় আরোও উপস্থিত ছিলেন মুরব্বী আশহাব আলী, সরফ মিয়া, নানু মিয়া, কফিল উদ্দিন-সহ আরোও অনেকে।

শেয়ার করুন