গতকাল বুধবার জৈন্তাপুর থানাধীন বনপাড়া খেরীগুল বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় সরঞ্জাম, ৬০ পিস তাস, চার প্যাকেট ডারবি সিগারেট, চারটি বিভিন্ন রঙরে গ্যাসলাইট, একটি চেড়া প্লাস্টিকের পাটি এবং জুয়ার আসর থেকে ৯ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো মো. শামীম আহমদ, আলীম উদ্দিন, মো. এরশাদ আহমদ, মো. সেলিম আহমদ, গিয়াস আহমদ, মো. এমরান আহমদ, মো. শাহনুর রহমান, হোসাইন আহমদ, জালাল উদ্দিন, ফারুক আলম মারুফ, হাবিবুর রহমান ও মো. সোলেমান (৩০)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১১/৬৭ নম্বর মামলা করা হয়।