Wednesday, 19 April 2023

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু



ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগরীর এয়ারপোর্ট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনসুর আলম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় কারখানার মোটর রু‌মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। নিহত মনসুর এয়ারপোর্ট থানার ধোপাগুল এলাকার মোজা‌ম্মেল হো‌সেনের ছেলে।

বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিন সিপন বিষয়টি নিশ্চিত করে জানান, কারখানার মোটর রু‌মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনসুর আলম (৩৫) নামের যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ সুরতহাল সংগ্রহ করে। লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানান তিনি।


শেয়ার করুন