বৃহত্তর চন্দরপুর যুবসমাজের আয়োজনে এবং গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হক ফজলু-এর সৌজন্যে ০৫নং বুধবারীবাজার ইউনিয়নের সর্বসাধারণকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) চন্দরপুর মোস্তফা কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়নের সর্বস্তরের প্রায় সাড়ে ৭'শ মানুষের উপস্থিতিতে এ ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সমাজসেবী নজরুল ইসলাম দুদু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, বুধবারীবাজার ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, বৃহত্তর চন্দরপুর যুবসমাজের সদস্যগণ, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট মুরুব্বিয়ানগণ-সহ বুধবারীবাজার ইউনিয়নের সর্বস্তরের জনতা।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ
গোলাপগঞ্জ