প্রবাস গমন উপলক্ষে গোলাপগঞ্জের চন্দরপুরের সমাজকর্মী সাহিদুল ইসলাম লাল-কে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে চন্দরপুর যুবসমাজ।
রবিবার (১৬ এপ্রিল) বাদ সন্ধ্যায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমাজকর্মী সাইফুল ইসলাম, জিল্লুর রহমান, ফয়সল মাহমুদ, রাদিস আহমদ, সালমান কাদের দিপু, পাপ্পু, হোসাইন সারোয়ার, আরিফ, এমরান ও সাব্বির প্রমুখ।
একইসময় ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান বৃহত্তর চন্দরপুরের সমাজকর্মী আব্দুল কালাম, সুলতান মাহমুদ ও শিপু ইসলাম প্রমুখ।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ
গোলাপগঞ্জ