Friday, 3 March 2023

চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে'র সৌজন্যে গ্রামের রাস্তায় সৌর বাতি উদ্বোধন


গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামকে আলোকিত করতে গ্রামের রাস্তায় সৌর বাতি লাগিয়েছে প্রবাসীদের সংগঠন 'চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে'।

শুক্রবার (০৪ মার্চ) বিকেলে চন্দরপুর মাদ্রাসা গেইটে আনুষ্ঠানিকভাবে প্রায় ৪০টি সড়ক বাতি উদ্বোধন করে সংগঠনটি।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৌর বাতি উদ্বোধন করেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি, কুশিয়ারা নিউজের উপদেষ্টা, চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে'র অন্যতম সংগঠক ফজলুল হক ফজলু।

ইউপি সদস্য সালমান কাদের দিপুর সঞ্চালনায় এবং সাবেক মেম্বার আব্দুস সোবহানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী ফয়জুর রহমান, আব্দুল খালিক, নজরুল ইসলাম দুদু, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, মানিক মিয়া, চন্দরপুর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, ইউপি সদস্য জাহেদুর রহমান মৌলা, সমাজকর্মী জুনেদ আহমদ, শিপু ইসলাম, রাদিস আহমদ, তারেক আহমদ, মাশিদ আহমদ, আরিফুর রহমান ও আরিফ বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে'র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সুদূর প্রবাসে থেকেও আলোকিত চন্দরপুর গড়তে প্রবাসীগণ কাজ করে যাচ্ছেন। তাদের এমন চিন্তা-চেতনা সত্যিই প্রশংসার দাবী রাখে। গ্রামে বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে বক্তাগণ 'চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে'র ভূয়সী প্রশংসা করেন এবং এ সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শেয়ার করুন