গোলাপগঞ্জের চন্দরপুরে হাজী সুনাহর আলী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে রমজানের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) বিকেলে মরহুম হাজী সুনাহর আলীর বাড়িতে গ্রামের প্রায় ১২০টি পরিবারের হাতে চাল, ডাল, ছোলা, পেয়াজ ও খেজুর সামগ্রী তুলে দেয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী মরতুজ আলী, নিয়ামত আলী, যুক্তরাজ্য প্রবাসী লালই মিয়া, ডাঃ ফারুক উদ্দিন, ছিফত আলী, আলীম উদ্দিন, সুনা মিয়া, খোকন আহমদ, সাইফুল হক, ইউপি সদস্য জাহেদুর রহমান মৌলা, মরহুম হাজী সুনাহর আলীর পুত্র সুমন আহমদ ও জুনেদ আহমদ, রহিম উদ্দিন, রাজু আহমদ, সালেহ আহমদ, ইউপি সদস্য সালমান কাদের দিপু, কাওছার আহমদ, শিপলু আহমদ, সারোয়ার হোসাইন প্রমুখ।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ
গোলাপগঞ্জ