আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সনের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সাইফুল ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ বদরুদ্দোজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশেষ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন আজীবন দাতা সদস্য মোঃ সমছুল ইসলাম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নিজাম উদ্দিন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সাইকুল ইসলাম, মোহাম্মদ আব্দুল হামিদ, মোঃ কামরুল ইসলাম। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ ফখরুল ইসলাম।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাদিয়া ও তাবাসসুম জান্নাত।
পরে পরীক্ষার্থীদের ভালো ফলাফল করার উপায়, উৎসাহ ও গুরুত্বপূর্ণ সুপরামর্শ প্রদান করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন।
এদিকে, বিদায়লগ্নে এস.এস.সি পরীক্ষার্থীরা বিদ্যালয়ে একটি স্মার্ট নোটিশ বোর্ড এবং ১০টি শ্রেণি কক্ষে ১০টি দেওয়াল ঘড়ি স্মৃতি স্বরূপ উপহার করে যান।
বিদায়ীদের উদ্দেশ্য দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ বদরুদ্দোজা ।
সবশেষে প্রধান অতিথির পক্ষ থেকে বিদায়ীদের শিক্ষা সামগ্রী উপহার ও শিরনী বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ
গোলাপগঞ্জ