Tuesday, 21 February 2023

গোলাপগঞ্জে ২য় হামদ, নাত, ক্বেরাত ও ইসলামি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


গোলাপগঞ্জে কৈলাস ১৩ আউলিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে ২য় হামদ, নাত,ক্বেরাত ও ইসলামি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ফেব্রুয়ারি) উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা সিতার খাতুন হাফিয়া মাদ্রাসা হল রুলে দিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৈলাস ১৩ আউলিয়া স্মৃতি পরিষদের সাভাপতি খায়রুল ইসলাম সুহেবের সভাপতিত্বে ও সহ সাভাপতি রুমান আহমদের পরিচালানায় অনুষ্ঠানের শুরুতে কৈলাশ শাহনূর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদিরের বিশেষ দোয়ার মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারন সম্পাদক মোহাম্মদ হোসেন পলাশ। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী।

প্রধান আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক হাফিজ মাওলানা আব্দুল মুহিত,  লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী তারেক আহমদ দৌলা, কৈলাশ টিলা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সুলতান আহমদ, সাংবাদিক জাকারিয়া তালুকদার, মাওলানা মোবারক করিম জওহর, ফুলবাড়ি ফাজিল মাদ্রাসার শিক্ষক ছদরুল জামান রুবেল।

এসময় উপস্থিত ছিলেন কৈলাশ ১৩ আউলিয়া স্মৃতি পরিষদের সিনিয়র সহ সাভাপতি ফয়ছল আহমদ, কৈলাশ টিলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল সালাম, মাদ্রাসার ছাত্র রাহিম আহমদ, ছালিম আহমদ, এহিয়া আহমদ প্রমূখ। 

শেয়ার করুন