Friday, 17 February 2023

গোলাপগঞ্জে বিএনপির উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত




গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলা বিএনপির নেতা সৈয়দ হাসান মাহমুদ বাবুর যুক্তরাষ্ট গমন ও নিজাম উদ্দিন শিপু  দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫ ফেব্রুয়ারী) গোলাপগঞ্জ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঢাকাদক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু মিয়ার মোনাজাতের মাধ্যমে এ সভার আয়োজন করা হয়।  

উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান ফয়ছল, গোলাম কিবরিয়া, কফিল উদ্দিন, বদরুল আলম, রেজাউল করিম আলো, পৌর বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান, কবির আহমদ, উপজেলা বিএনপির সহসাংগঠনিক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহজান আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহমদ। 

সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জলের পরিচালনায় আরোও বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার তারেক জলিল, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ লুকুছ, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবিল হক লুলু, সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সেক্রেটারির আলী আহমদ,উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক আশিক আহমেদ, ভাদেশ্বর ইউনিয়ন কৃষকদের সাংগঠনিক সম্পাদক বাদল আহমদ ইরা, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সহসাধারণ খন্দকার মতিউর রহমান মাহতাব, বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির যুগ্নসম্পাদক নজরুল ইসলাম শাওন, কৃষি বিষয়ক সম্পাদক আলীম উদ্দিন, দুলাল আহমদ রুপন, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সদস্য বাবুর আলী, যুবদলের আহবায়ক কমিটির সদস্য সুলতান মাহমুদ, জিয়া আহমদ,আনুর আহমদ, নজরুল ইসলাম,  সালাহ উদ্দিন, জামিল আহমদ, মহসিন আহমদ, নাসির উদ্দিন, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক নাহিদ রেজা, সিলেট ল কলেজ ছাত্রদলের সহসভাপতি টিপু সুলতান, ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক  এমরান আহমদ, সদস্য ফাহিম আহমদ, শহিদ হাসান মান্না, মান্না, সিজান আহমদ, ইমন আহমদ, রনি আহমদ, শিপু আহমদ, কাওসার আহমদ, ইমরুল হাসান, ইমন আহমদ,  ইফতি আহমদ, সাকিল আহমদ, তানিম আহমদ, রাসেদ আহমদ, আহাদ আহমদ, সায়েম আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিএনপিকে পঙ্গু বানিয়ে আওয়ামী বাকশালীরা ক্ষমতার মেয়াদ বাড়াতে চাচ্ছে। এজন্যে তারা মামলা-হামলার পাশাপাশি গুম-খুনের খেলায় মেতে উঠেছে। এখন সময় হচ্ছে নব্বইয়ের স্বৈরাচার পতনের আন্দোলনের ন্যায় সকলকে ঐক্যবদ্ধ হবার। দেশ ও প্রবাসের ঐক্যের জোয়ারে ভাসিয়ে দিতে হবে বাকশালীদের দুঃশাসন। 

শেয়ার করুন