Saturday, 28 January 2023

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর বার্ষিক বনভোজন সম্পন্ন


সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর বার্ষিক বনভোজন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সমিতির আওতাধীন ৮টি উপজেলার কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের অংশ গ্রহনে গোলাপগঞ্জের ড্রীমল্যান্ড পার্কে সারা দিন নানা কর্মসূচীর মধ্য দিয়ে বনভোজন সম্পন্ন হয়। বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও লটারী ড্র, পুরস্কার বিতরনের মত আয়োজন ছিল। 

এতে উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আক্তারুজ্জামান লস্কর,সমিতির সচিব মোহাম্মদ আব্দুল হাই নন্না,পরিচালক মাহবুব আহমদ,সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২এর জেনারেল ম্যানেজার সঞ্জিব কুমার রায়,সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুজিত কুমার দাশ প্রমুখ। 

শেয়ার করুন