Friday, 13 January 2023

বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র অর্থায়নে বিনামূল্যে প্রসূতি সেবা কার্যক্রম চালু


বুধবারীবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে প্রসূতি নারীদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের দায়িত্ব নিয়েছে বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে। এ কর্মসূচির মাধ্যমে এখন থেকে বিনামূল্যে নরমাল ডেলিভারি-সহ চিকিৎসাসেবা পাবেন প্রসূতি নারীগণ। বুধবারীবাজার ইউনিয়ন-সহ আসপাশ অঞ্চলের প্রসূতি নারীগণ এ সেবা নিতে পারবেন।

বুধবারীবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে সরকারীভাবে বিভিন্ন চিকিৎসাসেবা পাওয়া গেলেও এখানে প্রসব সেবা কিংবা প্রসূতি নারীদের ডেলিভারি সেবা প্রদানে সরকারী কোনো বরাদ্ধ নেই। আজ (১২ জানুয়ারী) থেকে বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র অর্থায়নে যেকোনো প্রসূতি নারী চিকিৎসাসেবা-সহ এখান থেকে বিনামূল্যে নরমাল ডেলিভারি সেবা গ্রহণ করতে পারবেন।

আজ, বৃহস্পতিবার (১২ জানুয়ারী) আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রমের দায়িত্বভার গ্রহণ করেছে বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দায়িত্বভার গ্রহণ করেন বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র সভাপতি মোঃ মকলু মিয়া।

অনুষ্ঠানে বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ফরেনসিক প্রধান প্রফেসর ডাঃ আব্দুস সালাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজসেবী সামছুল হক, কালীজুরী প্রভাতি সংঘের সাবেক সভাপতি হিফজুর রহমান, বুধবারীবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের পরিদর্শক সাব্বির আহমদ, স্পেন প্রবাসী হানুর ইসলাম, কালীজুরী প্রভাতি সংঘের সভাপতি হালিমুর রশিদ রাপু, ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, আবুল কাশেম, সালমান কাদের দিপু প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবী মামুন বাবু, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিন, ইউপি সদস্য জাহেদুর রহমান মৌলা, ইউপি সদস্যা আফিয়া বেগম, সমাজকর্মী খাইরুল ইসলাম, শিপু ইসলাম, সাব্বির আহমদ, সাহেদ আহমদ, আব্দুল হানিফ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগণ বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ভূয়সী প্রশংসা করেন। অতীতে ট্রাস্টের বিভিন্ন আর্ত্মমানবতার কার্যক্রমের কথা স্মরণ করে তারা এ ট্রাস্টের আরোও সমৃদ্ধি কামনা করেন এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে প্রসূতি সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করায় এ ট্রাস্টের সকল নেতৃবৃন্দের প্রতি তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন