Sunday, 1 January 2023

গোলাপগঞ্জের যেসব জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা করলেন পরাজিত প্রার্থী


গত বছরের ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডথেকে সদস্য পদপ্রার্থী ছিলেন সাবেক সদস্য এডভোকেট মো. মুজিবুর রহমান চৌধুরী। এ নির্বাচনে পরাজিত হন তিনি। নির্বাচনের প্রায় দেড়মাস পর রোববার (১ জানুয়ারি) সিলেট জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে ৬৬জন জনপ্রতিনিধির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় তিনি বিবাদীদের কাছে বিভিন্ন অংকের টাকা পান বলে দাবী করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী এডভোকেট দেবব্রত চেীধুরী লিটন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বীতা করেন এডভোকেট মো. মুজিবুর রহমান চৌধুরী। এ নির্বাচনে ভোট দেয়ার শর্তে ভোটারদের তিনি টাকা দেন। কিন্তু ওই নির্বাচনে তিনি হেরে যান। ভোটে হেরে তিনি ভোটারদের কাছ থেকে টাকা ফেরত চেয়ে তা ফেরত নিতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত তা আদালত পর্যন্ত গড়িয়েছে। মামলায় আসামী করা হয়েছে ৬৬ জনকে। যারা সকলেই তাঁর নির্বাচনী এলাকার ভোটার ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি। যদিও মামলার এজহারে ভোটদানের শর্তেটাকা দেয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি। সেখানে বিভিন্ন অযুহাতে বিবাদীরা তার কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিয়েছেন বলে বাদী মুজিবুর রহমান চৌধুরী উল্লেখ করেছেন।

মামলায় যেসব জনপ্রতিনিধিদের আসামী করা হয়েছে তাঁরা হলেন-

১। মইজ উদ্দিন বলাই (৫৫), পিতা- ইদ্রিছ আলী সারো, সাং-পনাইরচক।
২। রাসেল আহমদ নাজির (৩৮), পিতা- মৃত জমসেদ আলী, সাং-লগ সোনাপাড়া,
৩। তারেক আহমদ (৩৫), পিতা-মানিক উদ্দিন, সাং- শিলঘাট। 
৪। হোসেন আহমদ খোকা (৫২), পিতা- কালি চরণ নাথ, সাং-ধারাবহর।
৫। মোস্তাক আহমদ (৩৫), পিতা-মৃত খুর্শিদ আলী, সাং- আমুড়া।
৬। হযরত আলী (৫৫), পিতা-মৃত ছত্তার মিয়া, সাং- রাংজিওল।
৭। আফিয়া বেগম (৩৫), স্বামী-জোয়াইদ আলী, সাং- কদুপুর।
৮। লাইলী বেগম (৪৮), পিতা- মৃত ইকরাম আলী, সাং- পানিয়াগা,
৯। রুনা আক্তার নাদিয়া (৩০), স্বামী খোকন আহমদ, সাং- পুর্বভাগ ফতেহখানী।
১০। শাহেনা আক্তার (৪৮), স্বামী- মোঃ ফজলুর রহমান, সাং-হাওর।
১১। ফাহেল আহমদ (৩৮), পিতা- আঃ হাসিম, সাং- বাগিছা।
১২। সুবোধ চন্দ্র দাস (৪৫), পিতা- চিত্ত রঞ্জন দাস, সাং-কাদিপুর।
১৩। শাহাব উদ্দিন (ইরান) পিতা- কটাই মিয়া, সং- ভাদেশ্বর দক্ষিণগাঁও।
১৪। আফিয়া বেগম (৪০), স্বামী আবুল কালাম, সাং- রফিপুর।
১৫। আব্দুল কাইয়ুম (২৫), পিতা- মৃত সোয়া মিয়া, সাং-পানিয়াগা।
১৬। কবির আহমদ (৩৫), পিতা- মৃত রাজা মিয়া, সাং- কায়ছগ্রাম।
১৭। মোঃ আবুল কাশেম (৪৫), পিতা-মৃত আব্দুল মতিন, সাং-হাজীপুর।
১৮। সুমি বেগম (৩০), স্বামী- কফ মিয়া, সাং-ফুলবাড়ী।
১৯। মুজিবুর রহমান দুলাল (৪০), পিতা-নুরবক্স, সাং- মোল্লাগ্রাম।
২০। শামীম আহমদ (৫০), পিতা- মৃত আতাউর রহমান, সাং-কিছমত মাইজভাগ।
২১। রেজাউল করিম রাজু (২৮), পিতা- গিয়াস উদ্দিন, সাং-কানিশাইল।
২২। করেছ আহমদ (৪০), পিতা- মৃত মোতাহির, সাং- বহরগ্রাম।
২৩। আয়রুন নেছা (৬০), স্বামী-মৃত কটুমিয়া, সাং- বহরগ্রাম।
২৪। উস্তার আলী (৬০), পিতা- মৃত মিম্বর আলী, সাং- বানীগাজী।
২৫। পাপিয়া বেগম (২৮), স্বামী- জয়নুল হক, সাং- কালিডহর।
২৬। আব্দুল মুমিত (৪৮), পিতা- মৃত কুটু মনা, সাং- আমকোনা।
২৭। মিজানুর রহমান (৩০), পিতা- আতিকুর রহমান, সাং- বাগলা ছালিমকোনা।
২৮। আলা উদ্দিন (৬০), পিতা- মৃত সিকন্দর আলী, সাং-খাটুকাই।
২৯। দিলবি বেগম (৪০), স্বামী- জইন উদ্দিন (ইউনুছ) সাং-আমকোনা।
৩০। স্বপ্না বেগম (৩৫), স্বামী আছমত মিয়া, সাং-বাগলা।
৩১। আং হক (৪৫), পিতা- মগরম আলী (গফুর)সাং-সুপাটেক।
৩২। রত্না রানী দাস (৪২), স্বামী সতুন দাস সাং-সুপাটেক
৩৩। ফারুক মাহমুদ (৬০), পিতা- মজাইদ আলী, সাং- বাঘা আনছার মহল্লা।
৩৪। আব্দুল হাকিম পারভেজ (৪৮), পিতা- চান মিয়া, সাং-বাঘা।
৩৫। মোঃ ফলিক উদ্দিন (৪৫), পিতা- মৃত জহির আলী সাং-বাঘ এখলাছপুর।
৩৬। জোছনা বেগম (৫০), স্বামী জিতুমিয়া সাং-মলুয়া।
৩৭। সাফিয়া বেগম (৩০), স্বামী-আঃ আলিম আহাদ, সাং-দক্ষিণ বাঘা।
৩৮। রেখা বেগম (৩৫), পিতা- মনা মিয়া, সাং-উত্তর গোলাপনগর।
৩৯। দিলারা বেগম (৩০), স্বামী আব্দুল কাদির, সাং-
৪০। জায়দা বেগম (৪০), স্বামী-মৃত মনির, সাং-শেরপুর খলাগ্রাম।
৪১। মুজিবুর রহমান মল্লিক (৪৫), পিতা-আব্দাল মিয়া,
৪২। জালাল উদ্দিন (৪৮), পিতা ছমির উদ্দিন, সাং- উত্তর গোয়াসপুর।
৪৩। বেলাল আহমদ (৩৮), পিতা-মৃত আজির উদ্দিন, সাং-চন্দনভাগ।
৪৪। চুনু মিয়া (৫৮), পিতা-মৃত সইদ আলী, সাং- শেরপুর খলাগ্রাম।
৪৫। এম.এ আহাদ (৪০), পিতা-মৃত ওয়াহিদ আলী, সাং-বাউশী।
৪৬। আফছারুন নেছা (৪০), স্বামী মনাই মিয়া, সাং- কানিশাইল।
৪৭। মিনা বেগম (৪০), স্বামী গনি মিয়া, সাং-রায়গড়।
৪৮। জামিল আহমদ (৩৫), পিতা- মৃত আখলাকুল আম্বিয়া, সাং-ফুলবাড়ী।
৪৯। শেফা বেগম (৩২), স্বামী বাবুল আহমদ, সাং- ঘোষণীও।
৫০। আনোয়ার হোসেন আনু (৫০), পিতা-মৃত লাল মিয়া, সাং-চৌধুরী বাজার।
৫১। ইমাম উদ্দিন কানাই (৪০), পিতা-আঃ মনাফ, সাং-পুরকায়স্থ বাজার।
৫২। দেলোয়ার হোসেন (৩৮), পিতা- আহমদ আলী, সাং-বালুচর ফুলসাইন্দ।
৫৩। জাহেদ আহমদ (৫২), পিতা- ধলা মিয়া, সাং- ফুলসাইন্দ।
৫৪। আবুল হোসেন (৫৫), পিতা-ছরই মিয়া, সাং- নোয়াই।
৫৫। পিয়ারা বেগম (৩৫), স্বামী ফারুক মিয়া, সাং- লক্ষনাবন্দ (নিলামপাড়া)।
৫৬। বিভা রানী দাশ (৫০), স্বামী-মৃত রাম কানাই দাস, সাং-দাসপাড়া ফুলসাইন্স।
৫৭। শাপলা আক্তার (২৮), পিতা-আশা মিয়া, সাং- নওয়াই দক্ষিণভাগ, দক্ষিণপাড়া।
৫৮। মোহাম্মদ কবিরুল ইসলাম (৪০), পিতা-সিদ্দিক আলী, সাং-ইসলামপুর।
৫৯। শামীম আহমদ (৩৩), পিতা-সুৱাই মিয়া, গাং-ঘাওয়া।
৬০। কামরান হোসেন (৪০), পিতা-মৃত ফজলুর রহমান, সাং-সুন্দিশাইল।
৬১। মোঃ গিয়াস উদ্দিন (৪২), পিতা- গৌছ উদ্দিন, সাং-রফিপুর।
৬২। বুদু মিয়া (৫৫), পিতা- মৃত তজমুল আলী, সাং- মেহেরপুর।
৬৩। ফয়ছল আহমদ (৩৪), পিতা-আব্দুল মতলিব, সাং- শিলঘাট।
৬৪। ছালেহা বেগম (৪০) স্বামী- আব্দুল জলিল লিমন, সাং-আমুড়া।
৬৫। রাজিয়া সুলতানা (৫০), স্বামী আবুমিয়া, সাং- কদমরসুল।
৬৬। ছালমা খানম (২৮), স্বামী-আঃ কাদির, সাং- শিলঘাট।

উল্লেখিত সবারই বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়।

শেয়ার করুন