Sunday, 1 January 2023

অর্থের বিনিময়ে ভোটঃ গোলাপগঞ্জে ৬৬ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা


আড়াই মাস আগে অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যান গোলাপগঞ্জের অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী। এবার তিনি টাকা ফেরত চেয়ে মামলা করেছেন ভোটারদের বিরুদ্ধে। তার এ মামলায় অভিযুক্ত করা হয় ৬৬ জনকে। আজ রোববার সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন তিনি। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী দেব্রত চৌধুরী লিটন।

তিনি জানান, মামলাটি আমলে নিয়ে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছেন।জানা গেছে, গত ১৭ অক্টোবর সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করেন অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী।

নির্বাচনে ভোটের আশায় ভোটারদের বিভিন্ন অংকের টাকা দেন। কিন্তু তিনি জয়লাভ করতে পারেননি। পরে টাকা ফেরত চেয়েও পাননি। অবশেষে টাকা ফেরত পেতে আদালতে মামলা করেন।যদিও মামলার এজাহারে তিনি টাকার বিনিময়ে ভোটের বিষয়টি উল্লেখ করেননি। বিভিন্ন অজুহাতে ভোটাররা টাকা নিয়েছেন বলে দাবি করেছেন। 

শেয়ার করুন