Thursday, 22 December 2022

ঢাকাদক্ষিণ-সুনামপুর সড়কে পাহাড় ধসের শঙ্কাঃ ঘটতে পারে দুর্ঘটনা


গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ-সুনামপুর সড়কের রায়গড় নামক স্থানে কোনোরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় টিকে আছে পাহাড়ের একটি অংশ। যা যেকোনো সময় ধসে পড়ে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, রায়গড়ের কালা মিয়ার ডাউন নামক স্থানে সড়কের পার্শ্ববর্তী একটি পাহাড়ের বড় একটি খণ্ড ধসে পড়ার অবস্থায় রয়েছে। ইতোমধ্যে পাহাড়ের একটি খণ্ড গাছাপালা-সহ সড়কের উপর চলে এসেছে। যা যেকোনো মুহুর্তে ধসে পড়ে দুর্ঘটনা ঘটাতে পারে। 

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিপাত হলেই পাহাড়ের এ অংশটি ধসে পড়ে সড়কপথের যোগাযোগ বিচ্ছিন করার পাশাপাশি ঘটাবে দুর্ঘটনাও। পাহাড়ের ঝুঁকিপূর্ণ খণ্ডটি অপসারণ করে যেন বিপদমুক্ত করা যায় সেজন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

এব্যাপারে কথা হলে গোলাপগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা অভিজিত চৌধুরী বলেন, ছবি দেখে পাহাড়ের একটি খণ্ড ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। বিপদের শঙ্কা থাকায় বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।

শেয়ার করুন