Tuesday, 1 November 2022

বুধবারীবাজার ইউনিয়নে ১নং ওয়ার্ডে রাস্তার উন্নয়নকাজ সম্পন্নঃ পরিষদের সবাই মিলে উদ্বোধন


গোলাপগঞ্জের ০৫নং বুধবারীবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবহেলিত একটি কাঁচা রাস্তার উন্নয়নকাজ সমাপ্ত হয়েছে। ১নং ওয়ার্ডের কটলীপাড়া ফয়জুর রহমান মিয়ার বাড়ির নিকট হতে জীতেন্দ্র বিশ্বাসের বাড়ির নিকটবর্তী কালভার্ট পর্যন্ত ৫০মিটার দৈর্ঘের এ রাস্তাটির ইটসলিং-এর কাজ সম্পন্ন হয়েছে।

উন্নয়নকাজ সমাপ্ত হওয়ায় আজ (০১ নভেম্বর) দুপুরে গুরুত্বপূর্ণ এ রাস্তাটির উদ্বোধন করেন বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন।

উদ্বোধন শেষে তিনি বলেন, আমাদের নতুন পরিষদের প্রথম কাজ উদ্বোধন হওয়ায় আমরা সকলেই আনন্দিত। এসময় তিনি রাস্তাটির উন্নয়নকাজ দ্রুততার সহিত সফল ও সুন্দরভাবে সম্পন্ন করায় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া নবনির্বাচিত পরিষদকে নিয়ে ইউনিয়নের সকল সমস্যা দূর করে মডেল একটি ইউনিয়ন গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

রাস্তাটির উন্নয়নকাজের প্রকল্প সভাপতি, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান-০১ এনাম উদ্দিন বলেন, বহুদিনের কাঙ্খিত এ রাস্তাটির উন্নয়নকাজ সম্পন্ন হওয়ায় ওয়ার্ডবাসী খুশি হয়েছেন। নতুন পরিষদের প্রথম কাজ উদ্বোধন করায় তিনিও আনন্দ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব ফয়জুল ইসলাম ফয়েজ,  বিশিষ্ট মুরব্বী আসাব আলী, মাহবুবুর রহমান, সাবেক মেম্বার জামাল উদ্দিন, ২নং ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিন খান, ৩নং ওয়ার্ডের সদস্য সামছুল ইসলাম কয়েছ, ৬নং ওয়ার্ডের সদস্য জাহেদুর রহমান মৌলা, ৭নং ওয়ার্ডের সদস্য উস্তার আলী, ৮নং ওয়ার্ডের সদস্য সালমান কাদের, ৯নং ওয়ার্ডের সদস্য হাবীবুর রহমান সারুক, ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আফিয়া বেগম, ইউনিয়নের হিসাব সহকারী দেবাশিষ দেব, উদ্যোক্তা টিপু আহমদ, সমাজসেবী ফখরুল ইসলাম, বাইছ উদ্দিন, বিলাল উদ্দিন, আব্দুল মুনিম লুলু প্রমুখ।।


শেয়ার করুন