Wednesday, 30 November 2022

এসএসসি পরীক্ষায় আরিফা জান্নাত মিতা'র জিপিএ-৫ অর্জন


সারাদেশে প্রকাশিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। প্রকাশিত ফলাফলে এ প্লাস (জিপিএ-৫) পেয়েছে গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী আরিফা জান্নাত মিতা। সে চন্দরপুর গ্রামের জেবুল মিয়া এবং জেলি বেগমের কন্যা।

মিতা গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্দরপুর আল-এমদাদ উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাবলিক এ পরীক্ষায় সে জিপিএ-৫ অর্জন করে।

তার এ অর্জনে পরিবারবর্গ ও আত্মীয়স্বজনরা ব্যাপক আনন্দিত। তারা মেধাবী শিক্ষার্থী আরিফা জান্নাত মিতা'র উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া কামনা করেন।

শেয়ার করুন