নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশ্লীল ভাষায় কটুক্তির অভিযোগে গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়ন থেকে ছইফ উদ্দিন বাদশা (৩৫) নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ছইফ উদ্দিন বাদশা উপজেলার বাদেপাশা ইউনিয়নের খাগাইল গ্রামের মৃত তেরাব আলীর পুত্র। সে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।
খবর বিভাগঃ
গোলাপগঞ্জ