সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল ।
বৃহস্পতিবার (১০ আগস্ট ) বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। নব-নির্বাচিত সভাপতি ডাক্তার রঞ্জিত কুমার দে এর সভাপত্বিত্বে সভায় উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, নির্বাচিত অভিভাবক সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, নকুল রাম মালাকার, সেলিম আহমদ, কামরুজ্জামান, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হাই, শাহ আলম খান, মহিলা শিক্ষক প্রতিনিধি সর্নালী চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন।
ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হওয়ায় মোহাম্মদ আবদুল জলিল অত্র বিদ্যালয়ের সভাপতি, অধ্যক্ষ এবং ম্যানেজিং কমিটির সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
খবর বিভাগঃ
গোলাপগঞ্জ