Thursday, 11 August 2022

অসহায়দের মাঝে বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র ১০ লক্ষ টাকা বিতরণ


গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনের মাধ্যমে ইউনিয়নব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারে নগদ ১০ লক্ষ টাকা বিতরণ করেছে সংগঠনটি।

নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে তরুণ সমাজকর্মী শিপু ইসলামের পরিচালনায় ও বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সামছুল ইসলাম, গহরুজ্জামান টুনুই, বাগিরঘাট ভিলেজ ট্রাস্টের সাবেক সভাপতি নাজিম উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আহাদ, তারেক উদ্দিন, জামিল আহমদ আশু, শফিকুর রহমান প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মান্না আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য এনাম উদ্দিন, ২নং ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিন খান, ৩নং ওয়ার্ডের সদস্য সামছুল ইসলাম কয়েছ, ৪নং ওয়ার্ডের সদস্য আতিকুর রহমান, ৫নং ওয়ার্ডের সদস্য আবুল কাশেম এবং ৮নং ওয়ার্ডের সদস্য সালমান কাদের দিপু প্রমুখ।

বক্তারা বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্টের ভূয়সী প্রশংসা করে বলেন সূদুর প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় রয়েছে সংগঠনটির। ইউনিয়নের অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে নগদ অর্থ সহায়তা প্রদান করায় সংগঠনটির প্রত্যেক সদস্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তারা। ভবিষ্যতেও ইউনিয়নবাসীর প্রতি এ ট্রাস্টের সহযোগিতার হাত প্রসারিত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তাগণ।

এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবী ইসলাম উদ্দিন, হিফজুর রহমান, জহির খান, খাইরুল ইসলাম, তারেক আহমদ, সুহেল আহমদ, রাদিস আহমদ-সহ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবী, মুরুব্বিয়ান, যুবসমাজ-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিতরণ অনুষ্ঠানে বুধবারীবাজার ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ১হাজার পরিবারকে ১হাজার টাকা করে মোট ১০লক্ষ টাকা বিতরণ করা হয়।




শেয়ার করুন