Wednesday, 25 May 2022

সিলেট এমসি কলেজ হোস্টেলে ছাত্রীর ঝুলন্ত লাশ


এমসি কলেজের নতুন হোস্টেলে স্মৃতি রানী দাস (২০) নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। স্মৃতি রানী দাস কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের যুগল কিশোর দাসের মেয়ে।

বুধবার (২৫ মে) সকালে হোস্টেলের চার তলার একটি কক্ষে স্মৃতি নামের ওই ছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া যায়।

স্মৃতি এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী।

এমসি কলেজের সহযোগী অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী জানান, স্মৃতি নামের ওই ছাত্রী নতুন ছাত্রী হোস্টেলের ৩য় তলায় থাকতো, ৪ তলার একটি খালি রুমে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ধারণা করা হচ্ছে, রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যেকোনো সময় স্মৃতি আত্মহত্যা করেছে। সকালে অন্যান্য শিক্ষার্থী তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। ওই শিক্ষার্থীর অভিভাবকদের খবর দেয়া হয়েছে।

এব্যাপারে শাহপরাণ (র.) থানা পুলিশের ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, ওই ছাত্রীর অভিভাবকদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। খতিয়ে দেখার পর জানা যাবে। 

শেয়ার করুন