Thursday, 26 May 2022

বৃহত্তর চন্দরপুরে বন্যা দুর্গতদের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুর উদ্দিনের খাদ্য সামগ্রী বিতরণ


গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বৃহত্তর চন্দরপুরে বন্যায় কবলিত মানুষের সাহায্যার্থে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উইমেন্স মেডিকেল কলেজের ডাইরেক্টর এবং ইউপি চেয়ারম্যান প্রার্থী নুর উদ্দিন।

বৃহস্পতিবার (২৬ মে) দিনব্যাপী চন্দরপুর, লামা-চন্দরপুর, বৈঠাখাই, বানিগাজী, কালিডহর এবং বনগ্রামে গিয়ে নিজ হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।
এসময় বৃহত্তর চন্দরপুরের ৬ গ্রামের প্রায় সাড়ে ৬'শত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে চেয়ারম্যান প্রার্থী নুর উদ্দিন বলেন, অকাল বন্যায় গ্রামের মানুষদের কষ্টের কথা চিন্তা করেই তাদের পাশে দাড়িয়েছি। দোয়া করি বন্যায় কবলিত মানুষদের কষ্ট লাঘব হউক। এসময় তিনি নিজের জন্যেও সকলের দোয়া প্রার্থনা করেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম, আব্দুস সোবহান মেম্বার, খালিক মিয়া, হেলাল উদ্দিন, বাহার উদ্দিন মেম্বার, নিজাম উদ্দিন, দুলাল আহমদ, এম এ জলিল, তেরাব আলী, নুর উদ্দিন, আবুল কালাম আজাদ, ফারুক উদ্দিন, মুরাকিব আলী, কালন মিয়া এবং মুজিবুর রহমান প্রমুখ।



শেয়ার করুন