বুধবারীজার ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৫ জুন তারিখে হওয়ার কথা থাকলেও তা পুনঃনির্ধারন করা হয়েছে।
পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১৫জুনের পরিবর্তে আগামী ১৭ই জুন তারিখে এ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১৫জুন তারিখে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন থাকায় বুধবারীবাজার ইউপি নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়।
কারণ হিসেবে উল্লেখ করা হয়, একই তারিখে একই উপজেলায় পৃথক দুটি নির্বাচন অনুষ্ঠিত হলে ভোট কেন্দ্রে দুই ধরনের ব্যালট প্রদান করতে হবে। আর এতে নির্বাচন পরিচালনায় ব্যবস্থাপনাগত অসুবিধার সৃষ্টি হবে।
তাই বুধবারীবাজার ইউপি নির্বাচন ১৫জুন তারিখের পরিবর্তে ১৭জুন তারিখে সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ
গোলাপগঞ্জ