Thursday, 5 May 2022

স্থগিত থাকা বুধবারীবাজার ইউপি নির্বাচন ১৫ জুন



স্থগিত থাকা গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়ন নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই তারিখে বুধবারীবাজার ইউনিয়ন-সহ বিভিন্ন কারণে স্থগিত থাকা দেশের ১৬টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

নির্বাচন কমিশন সূত্র জানায়, বুধবারীবাজার ইউনিয়নে বিগত নির্বাচনে যারা মনোনয়ন জমা দিয়েছেন তাদের আর মনোনয়ন জমা দিতে হবে না। 

তফসিল ঘোষণার পর ভোটগ্রহণের কয়েকদিন আগে স্থগিত করার ফলে গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নে পুনরায় নির্বাচন হবে। 

এ লক্ষ্যে ভোটগ্রহণ করতে সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে নির্দেশনা পাঠিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য গত বছরের ২৬ ডিসেম্বর উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্তু সীমানা জটিলতার কারণে নির্বাচনের কয়েকদিন আগে নির্বাচন স্থগিত করা হয়। স্থগিত হওয়ার কারণে আগামী ১৫ জুন এ ইউপিতে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্রঃ আরটিভি নিউজ

শেয়ার করুন