Sunday, 29 May 2022

গোলাপগঞ্জের ধারাবহরে তারেকের প্রবাস যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান


গোলাপগঞ্জের ধারাবহর এক মাইল খাদিমুল কোরআন পরিষদের সদস্য তারেক আহমদের প্রবাস যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৭ মে) রাত ৮ টার সময় উপজেলার ধারাবহর একমাইল বাজারে পরিষদের স্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

ধারাবহর এক মাইল খাদিমুল কোরআন পরিষদের সভাপতি জাবের আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আক্তার হোসেন  পরিচালনায় উপস্থিত ছিলেন সহ সভাপতি কামরুল ইসলাম,  সমাজ সেবা সম্পাদক কবির আহমদ,অফিস সম্পাদক রেজওয়ান আহমদ,  কার্যনির্বাহী সদস্য আব্দুস সালাম।

সংবর্ধিত অতিথি বক্তব্যে তারেক আহমদ বলেন, আমি দীর্ঘদিন থেকে ধারাবহর একমাইল খাদিমুল কোরআন পরিষদের সঙ্গে কাজ করেছি। সবাই আমাকে নিজের পরিবারের মত ভালোবেসেছেন। আজ আমি চলে যাচ্ছি কিন্তু আমার মন এখানেই পড়ে থাকবে। যদিও পেটের তাড়নায় বিদেশ যাচ্ছি কিন্তু সংগঠনের স্বার্থে বিদেশে থেকে এই সংগঠনের হয়ে কাজ করবো,  আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। 

এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের সদস্য মাহবুবুর রহমান, বসির আহমদ, আলী হোসেন  প্রমুখ।

শেয়ার করুন