জকিগঞ্জে ট্রাকচাপায় শফিকুর নূর রফিক (৫৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি সদ্যপ্রবাস থেকে (ওমান) দেশে এসেছিলেন। নিহত শফিকুর নূর রফিক (৫৫) উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের অধিবাসী।
আজ বুধবার ( ১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কালিগঞ্জ বাজারের পশ্চিমে জান্নাত পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলের বাইসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে জকিগঞ্জ- সিলেট সড়কের কালিগঞ্জ এলাকার পশ্চিম পাশে আকস্মিক একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান রফিক। এসময় ঘাতক চালক ট্রাক রেখে পালিয়ে যায়।
মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ
জকিগঞ্জ