গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত হত্যা মামলার ৬ আসামীকে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ এপ্রিল) গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক মোঃ ফখরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পানিয়াগা মেহেরপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আবুল কালাম (৩৭) ও তার ভাই আব্দুছ ছালাম (৫২)। আব্দুল ছালামের ছেলে সাজ্জাদ হোসেন (২২), রাশেদ আহমদ রাব্বি (২০), শাকিল আহমদ সাকেল (২৪) ও আব্দুল হামিদ প্রকাশ কুটু মিয়ার ছেলে জামিল আহমদ (২০)।
তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে জানায় পুলিশ। মামলা নং (১১- তারিখ- ০৮/০৪/২০২২ইং)।
আটকের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী।
জানা যায়, গত ৬ এপ্রিল জমিসংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পানিয়াগা গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হেলাল আহমদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
হেলাল মিয়ার মৃত্যুর পর তার স্ত্রী রায়না বেগম (৪২) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে সোমবার (১৮ এপ্রিল) ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ
গোলাপগঞ্জ