Wednesday, 20 April 2022

কানাইঘাটে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, মাওলানা আব্দুর রউফ-সহ আহত ৭


কানাইঘাটে দুটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আল-ইসলাহ সিলেট জেলার সহ-সাধারণ সম্পাদক ও রায়গড় পুরান বাজার হাফিজিয়া মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ গুরুত্বর আহত হয়েছেন। এ ঘটনায় একজন পথচারী নিহত-সহ আরোও অন্তত ৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত দেড়টার দিকে কানাইঘাট উপজেলার সড়কের বাজারের পশ্চিমে ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহত পথচারীর নাম মাহবুব আহমদ (৩২)। তিনি কানাইঘাট দিঘীরপার ইউনিয়নের জয়ফৌদ গ্রামের মৃত তরমুজ আলীর পুত্র বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

জানা যায়, রাত দেড়টার দিকে জকিগঞ্জগামী একটি সিএনজি অটোরিক্সা একজন পথচারীকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ঘটনাস্থলেই ওই পথচারী নিহত-সহ দুটি সিএনজিতে থাকা অন্তত ৭জন আহত হয়েছেন।

শেয়ার করুন