গোলাপগঞ্জে চুরির অভিযোগে এক মহিলাকে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার (২২এপ্রিল) দুপুরে উপজেলার পৌর এলাকার একটি শপিংমল থেকে আরেক মহিলার ব্যাগ থেকে মোবাইল নেওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়।
আটককৃত মহিলার নাম রোকেয়া বেগম লিলি (৩৮)। সে বিয়ানীবাজার উপজেলার জলঢুপ গ্রামের মৃত তফাজ্জল আলীর মেয়ে।
জানা যায়, শুক্রবার দুপুরে পৌর শহরের একটি শপিং মলে কেনাকাটা করতে আসেন এক মহিলা। এসময় আটকৃত রোকিয়া বেগম ওই মহিলার ব্যাগ থেকে মোবাইল নেওয়ার চেষ্টা করে। এসময় ওই মহিলা বিষয়টি বুঝতে পেরে পেরে চিকিৎকার দিলে আশপাশের লোকজন রোকিয়া বেগমকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ওই নারীর বিরুদ্ধে বিয়ানীবাজার ও কানাইঘাট থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলেও জানান তিনি।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ
গোলাপগঞ্জ