জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু ঘটেছে। নিহত গৃহবধূ উপজেলার কাজলসার ইউনিয়নের উত্তর জামুরাইল গ্রামের প্রবাসী আব্দুল হামিদের স্ত্রী শারমিন রিমা (২৪)। তিনি এক সন্তানের মা।
শনিবার দুপুর দেড়টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম ও কালিগঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে একটি চলন্ত বাস দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে।
জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে- ওই নারী গাড়ি থেকে ছিটকে পড়েছেন। আবার কেউ কেউ বলছেন, চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নামতে যান ওই মহিলা। এতে মারাত্মক আহত হলে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে তিনি সেখানেই মারা যান। ওসি বলেন, দুর্ঘটনার কারণটা তাৎক্ষণিকভাবে পরিস্কার হয়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ
জকিগঞ্জ