Monday 25 April 2022

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা


সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। এদিন বিয়ানীবাজার
পৌরসভাসহ দেশের মোট ছয়টি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে।

সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশন ভবনে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব
মো. হুমায়ুন কবীর খোন্দকার। বিকেলে তালিকা প্রকাশ করা হয় নির্বাচনী এলাকাগুলোর। এসব
ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

এছাড়াও এইদিন ১৩৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও একটি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত
হবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) নির্বাচন।

তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১৭ মে ও মনোনয়নপত্র বাছাই ১৯ মে। রিটার্নিং
কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২০ থেকে ২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা
হবে ২৩ থেকে ২৫ মে।

এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে
১৫ জুন।

সিলেটের বিয়ানীবাজার ছাড়াও এইদিন যে পাঁচটি পৌরসভায় ভোট হবে সেগুলো হলো- গোপালগঞ্জ
জেলার গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর, রাঙ্গামাটির বাঘাইছড়ি, মেহেরপুরের মেহেরপুর ও
ঝিনাইদাহের ঝিনাইদাহ। 

শেয়ার করুন