Tuesday 12 April 2022

রোমানিয়ার কনস্যুলার টিম ঢাকায় আসছে শুক্রবার



রোমানিয়ার কনস্যুলার টিম ঢাকায় আসছে আগামী শুক্রবার (১৫ এপ্রিল)।

মঙ্গলবার (১২ এপ্রিল) রোমানিয়ার বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কনস্যুলার টিম আগামী ১৭ এপ্রিল থেকে ভিসার কার্যক্রম শুরু করবে। রোমানিয়ায় যারা যেতে চান, তারা ভিসার ফাইল কাকরাইলে অবস্থিত বিএমইটি ভবনের ছয়তলায় তাদের অফিসে জমা দিতে পারবেন।

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২২ সালের মার্চ থেকে ৩ মাসের জন্য ঢাকায় ৬ সদস্যের কনস্যুলার টিম পাঠাচ্ছে যাতে ৩৪০০ পেন্ডিং ভিসাসহ প্রায় ৫০০০ ভিসা ইস্যু করা যায়। তাদের কিছু স্থানীয় সহায়তা প্রয়োজন।

এই প্রথম রোমানিয়া এই ধরনের কনস্যুলার মিশন বিদেশে পাঠাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার খুজঁছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় ইউরোপের অন্যান্য দেশের মতো রোমানিয়াতেও বাংলাদেশি শ্রমিকদের সুযোগ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের রোমানিয়ার কোনো মিশন নেই। নয়াদিল্লির মিশন থেকে রোমানিয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে। 

শেয়ার করুন